বৃষ্টির নেশায় মাতাল হোন কিন্তু মাদকাশক্ত হয়ে মাতাল হলে চলবে না।বর্ষার রোমান্টিক আবহাওয়ায় যদি প্রথম ডেট ফিক্স করে থাকেন, তাহলে এটাই হোক আপনার সিদ্ধান্ত৷বিশ্বজোড়া ডেটিং অ্যাপস –এর উপর করা সার্ভে করার পর ডেটিং ট্রেন্ড বলছে, বর্তমানে অধিকাংশ প্রেমিক যুগল ড্রাই ডেটিং করার পক্ষে। বিশেষ করে ভারতীয়দের ৪৫ শতাংশই ড্রাই ডেটিং পছন্দ করে। এমনকী বিদেশেও বেশ জনপ্রিয় হচ্ছে এই ড্রাই ডেটিং।সহজ কথায় বললে, যে ডেট-এ গিয়ে আপনি মদ ছোঁবেনই না।
সাধারণত ‘লেটস হ্যাভ আ ড্রিঙ্ক’.. এই প্রস্তাব দিয়ে প্রেমালাপ শুরু হত বিদেশে৷ আমরাও তা-ই অনুকরণ করা শুরু করেছিলাম শেষ এক দশকে৷ এখন বদলে যাচ্ছে এই ট্রেন্ড৷ মজার বিষয় হল ৩২ শতাংশ ভারতীয় যারা সিঙ্গল, তারা এখন ড্রাই ডেটে যেতেই বেশি পছন্দ করছেন। জানা গেছে করোনার সময় থেকেই নাকি অ্যালকোহলের প্রতি আসক্তি অনেকটা কমেছে এই নতুন প্রজন্মের।সমীক্ষা বলছে, গোটা পৃথিবী জুড়ে মানুষজন অতিমারির পরবর্তী পর্যায়ে মদ খাওয়ার পরিমাণ কমিয়ে এনেছে। সারা পৃথিবীই তাই এখন ‘Dry dating’ অর্থাৎ, ডেটে অ্যালকোহল সেবন এড়িয়ে যাওয়ার পক্ষপাতী।
আসলে ডেটিং তো পরস্পরকে চেনার শুরুর একটি পর্যায়৷ সেখানে মন খুলে কথা বলা, পরস্পরের পছন্দ-অপছন্দ, পারিবারিক ব্যকগ্রাউন্ড সম্পর্কে জানা—এসব অনেক জরুরি৷তাছাড়া পূর্বরাগের শুরুতেই প্রেমিক বা প্রমিকার প্রতি মন মজে যাওয়া বিশেষ ভাবে জরুরি৷ তবেই তো সম্পর্কটা এগোবে৷ মাতাল হয়ে গেলে আর প্রেমালাপে অতটা মন থাকে না। মদের গ্লাসেই তখন চোখ যায় বেশি। সামনের মানুষটার চোখে চোখ রাখা আর হয়ে ওঠে না।
পছন্দের মানুষকে আরও বেশি চিনতে, পরস্পরের সঙ্গে কথাবার্তা বলাতে অ্যালকোহল-ফ্রি একটা ডেট রাখুন। ডেটে গিয়ে মদের নেশায় মাতাল হয়ে গেলে অনেক অনভিপ্রেত কথাবার্তা এসে পড়ে। সেগুলো এড়িয়ে চলতে চাইলে ডেটিংয়ে মদ খাওয়াটা সঠিক সিদ্ধান্ত নয়। মহিলাদের একাংশ জানিয়েছেন যে অনলাইন ডেটিংয়ে আজকাল শুধুমাত্র ক্যাজুয়াল হুক-আপ হয় ৷ কিন্তু যারা ব্যাপারটা সিরিয়াস রিলেশনশিপের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তারা দেখা করতে আগ্রহী থাকেন। সেখানে দেখা করার সময়টার মাঝখানে অ্যালকোহল এসে পড়লেই গোটা প্রেমটা কেমন যেন বিস্বাদ হয়ে যায়।