সপ্তর্ষি আলিবাবা চল্লিশ চোরের ডেরায় যখন ঢুকছে, তখন মর্জিনা না এসে পারে। সে কৌতূহলী হয়ে পাশ ফিরে তাকাতেই চাঁপাফুলের গন্ধ ভেসে এল।

না, এ তো মর্জিনা নয়। মর্জিনা হলে ঘাঘরা পরা মাথায় ফেট্টি বাঁধা থাকত, রেশমি কালো ওড়নায় মুখ ঢাকা থাকত! গালে টোল ফেলে মুচকি হাসির ঝিলিক মেরে যে দাঁড়িয়ে আছে, তার পরনে সবুজ রঙের জর্জেট শাড়ি। ওকে দেখে সপ্তর্ষির ফুলদির কথা মনে পড়ে গেল... “তোর দ্বিতীয় প্রেমটা সুখের হবে।”

আপনাকে অনেক ধন্যবাদ, বলে সপ্তর্ষি মহিলাটির হাত থেকে সানগ্লাসটা নিল আর ঠিক তখনই তার শরীরে মহিলার ফুলের মতো নরম হাতের ছোঁয়ায় বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। এই শপিং মলটার বিশেষত্ব হল যে-কোনও জিনিস মার্কেট প্রাইসের চেয়ে কিছু কম অথচ খাঁটি । একটা হ্যান্ড ট্রলি টেনে নিয়ে পা বাড়াতেই আবার ভেসে এল সেই সুন্দরী মহিলাটির মিঠে কণ্ঠস্বর, 'এক্সকিউজ মি, আমাকে একটা জেন্টস পারফিউম পছন্দ করে দেবেন?' একটু পর সে আবার বলল, 'আমি একজনকে প্রেজেন্ট করব। আসলে আমি জেন্টস পারফিউম ঠিক পছন্দ করতে পারি না।'

সপ্তর্ষি যে পারফিউম বিশেষজ্ঞ, সেটা মহিলাটি জানল কীভাবে? ও কি অন্তর্যামী? এটা ঠিক যে সপ্তর্ষি পারফিউমের ব্যাপারে খুব সিরিয়াস। মনপসন্দ না হলে কেনে না। দুনিয়ার সব পারফিউম তার ড্রেসিং টেবিলে জড়ো করা থাকে, একই সেন্ট সে সবসময় ব্যবহার করে না। সাত দিনে সাতরকম পারফিউম ব্যবহার না করলে তার চলে না। সে কারণে পাড়ার বন্ধুরা তাকে ‘পারফিউম ম্যান' বলে ডাকে।

সপ্তর্ষি তাকে পারফিউমের র‍্যাক-এর সামনে নিয়ে এসে বলল, “আমার পছন্দ করা পারফিউম যদি আপনার সেই একজনের পছন্দ না হয় ?” –আমার বিশ্বাস, আপনার চয়েস খারাপ হবে না।

কীভাবে বুঝলেন?

—আপনার টি শার্টের গন্ধ।

কথা শুনে সপ্তর্ষি চড়া মেক-আপ করা মহিলাটির কাজল টানা চোখের নীল মণির দিকে তাকাল। বাঙালি মহিলার চোখের রং নীল? সত্যি ভাবা যায় না। মনে হয় সে তার হরিণীর মতো চোখ দু'টোকে আকর্ষণীয় করে তোলার জন্য নীল রঙের লেন্স ব্যবহার করেছে। সেই সঙ্গে মনে হয় কোনও সূক্ষ্ম চুমকি বসিয়েছে তার নীল নয়নের মণিতে। যে চুমকির টানে সপ্তর্ষি এক্কেবারে ফিউজড। সাধারণত অচেনা মহিলার সঙ্গে সেধে কথা বলে না সে, তা সে যতই অপ্সরা হোক। কিন্তু এখন সে মনে মনে না বলে পারল না, '৫০০ বছর আগে আমি যদি সম্রাট আকবর হতাম, তা হলে ১০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে তোমাকে কিনে নিতাম।'

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...