মোবাইলে অ্যালার্ম বাজতেই শ্রীতমা ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসে। প্রায় মরার মতো ঘুমোচ্ছিল। কাল অনেকটা ধকল গিয়েছে। অ্যালার্ম না দিলে হয়তো উঠতেই পারত না। কাল রাত্রে পার্টি করতে অত দূর যাওয়া উচিত হয়নি। ফিরতে ফিরতে রাত দুটো বেজে গিয়েছিল। আজ সকালে অডিশন আছে। মোনালিসাটা ছাড়ল না, জোর করে নিয়ে গেল। ওর বয়ফ্রেন্ডের বার্থডে পার্টি, যেতেই হবে। লং ড্রাইভে যাবে কোলাঘাট, ওখানে শের-এ-পাঞ্জাব-এ খানাপিনা, পার্টি হবে।
মোনালিসা, শ্রীতমা স্কুল-জীবন থেকে বন্ধু। এক সঙ্গে কলেজেও পড়েছে। মোনালিসা ব্যাংকে চাকরি করে, এখন কলকাতায় পোস্টিং। খাওয়াদাওয়ার প্রতি বিশেষ আকর্ষণ না থাকলেও, লং ড্রাইভে যাওয়ার লোভটা ছাড়তে পারল না শ্রীতমা। এটা ওর খুব পছন্দের। কখনও কখনও কার বুক করে একলাই বেরিয়ে পড়ে লং ড্রাইভে। মাঝে মাঝে শ্রীতমা স্বপ্ন দেখে লং ড্রাইভে এক অনন্ত যাত্রায় চলেছে সে। কখনও গন্তব্যে পৌঁছোতে পারে কখনও বা পৌঁছানোর আগেই ঘুম ভেঙে যায়।
লং ড্রাইভ শেষে বিস্তীর্ণ নীল সমুদ্র কিনারে সে একা। ঢেউ এর দিকে তাকিয়ে অপেক্ষায় থাকে অন্য কারও। যাকে সে চেনে না, জানে না, দেখেনি কখনও। আলস্য ঝেড়ে উঠতে উঠতে কাল রাত্রির পার্টির মজাগুলো মনে পড়ে খুশির রেখা দেখা দেয় শ্রীতমার মুখে।
মোনালিসার বয়ফ্রেন্ড ঈশান ইঞ্জিনিয়র, আইআইএম থেকে এমবিএ করেছে। মাইক্রোসফট-এ বড়ো পোস্টে চাকরি করে। স্মার্ট, হাসিখুশি ছেলে। কাল মজা করে বলছিল, আগে দেখা হলে সে শ্রীতমাকেই প্রোপোজ করত। ঈশানের কথা শুনে মোনালিসা একপ্রস্থ পিটিয়ে নেয় তাকে।
পার্টিতে ঈশানের বন্ধু সূর্য ছিল সঙ্গে। ইঞ্জিনিয়রিং আর এমবিএ ঈশানের সঙ্গে করেছে, এখন সিঙ্গাপুরে বড়ো মাইনের চাকরি করে। ছুটিতে বাড়ি এসেছে। বন্ধুর বার্থডে পার্টি তো মিস করা যায় না কোনও ভাবেই! চারজনে মিলে বেশ এনজয় করেছে কাল। পার্টি শেষে ফেরবার পথে সূর্য শ্রীতমাকে প্রোপোজ করে। মোনালিসা উস্কায়, হ্যাঁ করে দে।
শ্রীতমা হেসে উড়িয়ে দেয়, এটা লালজল পানের আফটার এফেক্ট। দেখবে সকাল হলেই ঘোর কেটে যাবে।
সূর্য শ্রীতমার হাতে হাত রেখে বলে, নো বেবি, ইটস রিয়েল।
বাঁকা হেসে শ্রীতমা হাতের উপর থেকে সূর্যর হাত নামিয়ে দেয়। বিভিন্ন পার্টিতে এমন ঘটনা অনেক বার ফেস করেছে সে, এমন কথা অনেকবার শুনেছে। পরের দিন তারাও ভুলে যায়, শ্রীতমাও আর মনে করার চেষ্টা করে না।
কাল রাত্রে সকলের সঙ্গে সেও অল্প ড্রিংক করেছিল। তবুও ঘুম ভেঙে সকালে সূর্যর মুখটা, সূর্যর কথাগুলো কেন যে মনে পড়ে গেল! গত রাত্রির স্মৃতি ঠেলে সরিয়ে রেখে বেড থেকে নেমে আসে শ্রীতমা।
বাথরুম থেকে একেবারে স্নান সেরে বেরোয় সে। সকাল নটা থেকে অডিশন। ফ্রিজ থেকে দুধ বের করে ইন্ডাকশন অ্যাভেনে চাপায় গরম করার জন্য। বেডরুমে এসে ওয়ার্ডরব থেকে নতুন কেনা ওয়েস্টার্ন ড্রেসটা বের করে পরে, হালকা প্রসাধন করে।
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে দেখে নেয় নিজেকে। পাঁচ পাঁচ হাইটে, চৌত্রিশ-ছাব্বিশ-ছত্রিশ ফিগারটা বেশ মোহময়ী লাগছে এই নতুন ওয়েস্টার্ন ড্রেসটায়। শরীরে চেপে বসা ড্রেসটা স্পষ্ট করে রেখেছে শরীরের বিভিন্ন কার্ভ। চনমনে সেক্সি-সেক্সি ফিল হচ্ছে ভিতর থেকে।
কিচেনে গিয়ে গরম দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়ে বেরোনের জন্য রেডি হয় শ্রীতমা। ড্রেসের সঙ্গে মানানসই সিলভার কালারের পেনসিল হিল শু-টা টেনে নিয়ে সোফায় বসে পা গলিয়ে উঠে এসে আরও একবার নিজেকে দেখে নেয় ড্রেসিং টেবিলে। এখন সে আরও দীর্ঘাঙ্গী, পাঁচ ফুট পাঁচ নয়।
পোশাকের সঙ্গে মানানসই আগে থেকে বের করে রাখা হাত ব্যাগটা তুলে নেয়। চেন খুলে হ্যান্ড স্যানিটাইজার, সারফেস স্যানিটাইজার স্প্রে ব্যাগে ঢোকায়। নিজে পরে নেয় ডিজাইনার মাস্ক। মোবাইল অ্যাপে ক্যাব বুক করে ফ্ল্যাটের দরজা লক করে, নীচে নামার জন্য লিফ্ট-এ চড়ে শ্রীতমা।
নাকতলায় গলির মধ্যে পাঁচতলা বিল্ডিংটার, তিনতলার ওয়ান বিএইচকে এই ফ্ল্যাটে শ্রীতমা আছে বছর দেড়েক হবে। যখন প্রথম ছবির কাজ শুরু হল, তখন থেকে। ফ্ল্যাটের সামনের সরু রাস্তায় ক্যাব ঢোকে না, সেজন্য ভাড়াটা একটু কম। কাছেই বড়ো রাস্তা, অসুবিধা হয় না । এগিয়ে এসে বড়ো রাস্তায় দাঁড়াতে হয়, এই যা।
প্রথম ছবিতে সে লিড রোল করেছিল। ছবিটা ভালো বিজনেস করেছিল। তার অভিনয়ে প্রশংসাও হয়েছিল। এর পর পরই দ্বিতীয় ছবিটার অফার পেল। ভালো রেমুনারেশনে কন্ট্যাক্ট হয়েছে। প্যান্ডেমিকের জন্য এখন শুটিং বন্ধ আছে, অসুবিধাটা সেখানেই। ফ্ল্যাটের ভাড়া, ইলেকট্রিক বিল, নিজের খাওয়াদাওয়া ও অন্য সব খরচা তো আর বন্ধ নেই। সেজন্য অন্য কাজের ব্যাপারে যোগাযোগ করতে হচ্ছে।
সকাল সকাল একগাদা হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকেছে। লিফটে নামতে নামতে মেসেজগুলো দেখে নেয় শ্রীতমা। এতক্ষণ দেখার সময় পায়নি। চেনাজানা লোকজনের গুড মর্নিং মেসেজে ভরা। অচেনা একটা নাম্বার থেকেও মেসেজ এসেছে, সঙ্গে রেড হার্ট লাভ সিম্বল। শ্রীতমা হাসে, কোন পাগলের কাজ কে জানে!
লিফট থেকে বেরিয়ে হাঁটতে-হাঁটতে বড়ো রাস্তার দিকে এগোয়। অ্যাপ ক্যাবের ড্রাইভারের ফোন ঢুকছে। শ্রীতমা ফোন ধরে বলে, মেন রোডে কালী মন্দিরের সামনে থাকছি। কতক্ষণে আসছেন? হ্যাঁ হ্যাঁ আসুন। শ্রীতমা আবার মোবাইলটায় চোখ রাখে। ভাবতে থাকে, অচেনা নাম্বার থেকে কে মেসেজ পাঠাল।
বড়ো রাস্তায় এসে দাঁড়াতে লোকজন ঘুরে ঘুরে দেখছে শ্রীতমাকে। ব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নেয়। ক্যাব সামনে এসে দাঁড়াতে দরজা খুলে সারফেস স্যানিটাইজার ক্যাবের ভিতরে স্প্রে করে উঠে বসে। শ্রীতমাকে স্প্রে করতে দেখে ড্রাইভার বলে, ম্যাম, আমি এখনই গাড়ি বের করেছি। ভালো করে স্যানিটাইজ করে এনেছি। ভয়ের কিছু নেই। আমাদেরও তো প্রাণের মায়া আছে! সারাদিনে কত রকমের প্যাসেঞ্জার চড়ছে।
শ্রীতমা হুম বলে চুপ করে যায়। ব্যাগ পাশে রেখে সিটে হেলান দিয়ে বসে। অডিশনের জন্য কনসেন্ট্রেট করার চেষ্টা করে। একটু এগোতে না এগোতে ফোন বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোন ধরে। রিচা ফোন করছে। ওর প্রথম ফিলম লাভ মি-তে সেকেন্ড লিড ছিল রিচা।
গুড মর্নিং। কী করছিস বল।
আর কী! বসে আছি। তোর খবর বল।
আমিও বসেই ছিলাম। এই ক’দিন হল একটা ওয়েব সিরিজে কাজ করছি। লিড রোল। ভালো পেমেন্ট করছে। একটু আধটু বোল্ড সিন আছে, এই যা। এমনিতে ইউনিটটা ভালো, সব লোকজনও বেশ ভালো। একটু থেমে রিচা বলে, তুই ওয়েব সিরিজ করবি?
এখনও ভাবিনি। ফিলমের শুট শিগগিরি শুরু হবে বলছে। দেখি, ফিলমের শুট শুরু হয়ে গেলে তো আর হবে না। না হলে হয়তো…
বলিস। বড়ো প্ল্যাটফর্মে এদের একটা নতুন প্রোজেক্ট আসছে। আমি যোগাযোগ করিয়ে দেব।
শ্রীতমা মিষ্টি করে বলে, থ্যাংকস।
রিচার ফোনে অন্য একটা ফোন ঢুকছে। একটা ইম্পট্যান্ট ফোন আসছেরে। পরে ফোন করছি, বলে রিচা ফোন কাটে।
শ্রীতমা সময় দেখে। এখনও মিনিট চল্লিশ হাতে আছে। আধ ঘন্টার মধ্যেই হয়তো পৌঁছে যাবে নিউটাউন। আজ ওখানেই অডিশন। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে শ্রীতমা।
শুরুর দিন থেকে ফিলম কেরিয়ারের আজ পর্যন্ত জার্নিটা ভেসে ওঠে শ্রীতমার মনে। পরিস্থিতির চাপে সে যে এক অনিশ্চিত পথে চলতে শুরু করেছিল বছর কয়েক আগে, তা কি আর এক অনিশ্চয়তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে!
শ্রীতমা সবে মাত্র গ্র্যাজুয়েন শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে, সে সময় বাবা হঠাৎ ক্যান্সারে মারা গেলেন। আগে থেকে কিছুই বোঝা যায়নি। ছোটো ভাইটা এইচএস পড়ছে। বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী ছিলেন। একটা নিজস্ব বাড়ি বানিয়ে রেখে গিয়েছেন, এইটাই ভরসার। মাথার উপর একটা ছাদ আছে। বাবা মারা যাওয়ার পর মা সামান্য পেনশন পান। জমানো টাকা বলতে তেমন কিছু নেই। সে টাকায় সংসার চালিয়ে দুই ভাই-বোনের পড়াশোনা চালানো খুবই কঠিন। তখন থেকেই কোনও ভাবে ইনকাম করার চিন্তাটা শ্রীতমার মাথায় চেপে বসে।
পাঁচ ফুট পাঁচ-এর দীঘল শরীর, সুন্দর মুখশ্রী আর নজর কাড়া ফিগারের জন্য রাস্তায়, এলাকার ছেলেদের চোখ সব সময় তার উপর পড়ে থাকত। বান্ধবীরাও তার রূপের প্রশংসা করত। সে নাকি বাংলা ফিলম ইন্ডাস্ট্রির নায়িকার আকাল মেটাতে সক্ষম। ছোটোবেলা থেকে শ্রীতমা নাচ শিখেছে আর বড়ো হয়ে কলেজে পড়ার সময় থেকে দুর্গাপুরের নামি নাটকের গ্রুপে নিয়মিত অভিনয় করছে। কলকাতাতেও বেশ কয়েকটা শো করে গিয়েছে। তাই শ্রীতমার মনেও আশা জাগে, হয়তো সত্যিই সে পারবে!
তখন মাস্টার্স-এর ফার্স্ট ইয়ার। খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে নিজের ফটো আর রেজিউমে মেল করে পাঠায় শ্রীতমা। কলকাতার একটা নামি শপিং মলের হোর্ডিং-এর জন্য মডেল চেয়ে বিজ্ঞাপন ছিল। কয়েক দিনের মধ্যে অ্যাড এজেন্সি থেকে রিপ্লাই পেল, সে শর্ট লিস্টেড হয়েছে। ফাইনাল সিলেকশনের জন্য কলকাতায় এসে অডিশন দিতে হবে। সিলেক্ট হয়েছিল। সেই শুরু।
অ্যাড এজেন্সির মালিক সার্থকদার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠল। সার্থকদার রেফারেন্সে প্রায় প্রতি মাসে একটা দুটো মডেল শুট-এর অ্যাসাইনমেন্ট পেয়ে যেত। পেমেন্টও খারাপ নয়। আসা যাওয়ার খরচ বাদ দিয়ে আট-দশ হাজার টাকা। সংসারের, নিজের আর ভাইয়ের পড়াশোনার খরচ অনেকটাই মিটে যেত সে টাকায়। এমন করেই দুই আড়াই বছর চলে গেল। মাস্টার্সের ফাইনালের আগে মাস কয়েক ব্রেক দিয়েছিল, পরীক্ষাটা ঠিকমতো দেওয়ার জন্য।
মাস্টার্সের রেজাল্ট বেরনোর আগেই একদিন সার্থকদার ফোন, এবার পাকাপাকি ভাবে কলকাতাতে চলে এসো।
শ্রীতমা আশ্চর্য হয়ে প্রশ্ন করে, কেন, কী হল আবার?
কেন আবার কি! তুমি ফিলমের হিরোইন হচ্ছো। আমাদের হাউস থেকে একটা ফিলম প্রোডিউস করছি। আর সেটাতে তোমাকে ছাড়া আর কাকে নিই বলো? তোমার অপোজিটে টলিউডের হট হিরো কাজ করবে। নামটা বলছি না। ওটা এখন সারপ্রাইজ হিসাবেই থাক।
শ্রীতমা খুশিতে লাফিয়ে ওঠে। সামনে থাকলে হয়তো সার্থককে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে নিত। ফোনেই থ্যাংক ইউ সো মাচ বলে একটা চুমু ছুড়ে দেয়।
সে এবার টলিউডের নায়িকা হবে। যে টলিউডে সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, অপর্ণা সেন, সন্ধ্যা রায়, মহুয়া রায় চৌধুরী, ঋতুপর্ণা, শতাব্দী, ইন্দ্রাণী, এই সময়ে মিমি, নুসরত, শ্রাবন্তী, শুভশ্রী কাজ করছে, সেই টলিউডে তার নামটাও নায়িকা হিসাবে যুক্ত হয়ে যাবে। উচ্ছ্বসিত হয়ে শ্রীতমা ঘরময় নেচে বেড়ায়। সার্থকদার কাছে সে চিরঋণী হয়ে গেল।
সত্যিই এখন আর দুর্গাপুর থেকে যাওয়া আসা করে কাজ করা যাবে না। মডেলিং শুট-এর সময় এক দুদিনের কাজ থাকত। কোনও ভাবে ম্যানেজ হয়ে যেত। সিনেমা, সিরিয়ালে তো তা সম্ভব নয়। কখন কল টাইম দেবে কে জানে। কলকাতায় সেটেল করার কথা শুনেই মা ঝামেলা করতে শুরু করেছে, এবার একেবারে গোল্লায় যাবে, বিয়ে টিয়ে আর হবে না।
শ্রীতমাও থামে না, না হোক বিয়ে তাই বলে তো সে তার কেরিয়ার নষ্ট করবে না। এমন সুযোগ কজন পায়?
চেনাজানা ব্রোকারের মাধ্যমে সার্থক-ই ফ্ল্যাটটার ব্যবস্থা করে দিয়েছিল আর অ্যাডভান্স রেন্ট পেমেন্টটাও। ডেবিউ ফিলম হলেও ভালোই পেমেন্ট করেছিল সার্থকদা। হয়তো তাকে বিশেষ পছন্দ করত বলেই।
ফিলমের অফারটা পেয়ে যেন স্বপ্নের দুনিয়াটা শ্রীতমার হাতের মুঠোয় চলে এসেছে। বেশ কয়েকটা মাস ঘোরের মধ্যে দিয়ে কাটল। মহরত থেকে শুরু করে শুটিং এর প্রতিটা দিন, বিদেশে গানের শুটিং, প্রিমিয়ার শো, প্রেস মিট অন্য এক দুনিয়ায় পৌঁছে দিল শ্রীতমাকে। বাস্তব যেন পিছনে ফেলে আসা অতীত। লাইট, ক্যামেরা, অ্যাকশন গ্ল্যামারের জগত্টাই এখন আসল শ্রীতমার কাছে।
প্রথম ছবির ঘোরটা কাটতে না কাটতে দ্বিতীয় ছবির অফারটা পেয়ে গেল প্রভাসদার রেফারেন্সে। প্রথম ছবির ডিওপি প্রভাসদার সঙ্গে শ্রীতমার সম্পর্কটা গভীর হয়েছিল মরিশাসে। গানের শুট করতে গিয়ে সার্থকদার অনুপস্থিতে তখন প্রভাসদাই শ্রীতমার ফ্রেন্ড, ফিলজফার, গাইড।
কীভাবে লাইট নিলে, কেমন লুক দিলে ফিলমে তাকে আরও সুন্দর দেখাবে, আলাদা করে সে সব টিপ্স দিত প্রভাসদা। আর নিজের হাতে ক্যামেরার কারসাজি তো করতই। ভবিষ্যতে কীভাবে ক্যারেক্টার বুঝে ফিলম সাইন করবে, সে সব অ্যাডভাইস দিত। এত কিছুর পর কিছু প্রত্যাশা তো থেকেই যায়! ইউনিটের লোকের মুখে রং মাখানো গসিপ হয়তো সার্থকের কানেও পৌঁছেছিল।
প্রভাসদার রেফারেন্সে অন্য হাউসের ফিলমে কাজ শুরু করার পর থেকে সার্থকদা শ্রীতমার ফোন ধরাই বন্ধ করে দিল। শ্রীতমা অফিসে দেখা করতে গেলেও দেখা করেনি। মিটিং-এ বিজি আছে বলে অ্যাভয়েড করেছে। রিসেপসনিস্টকে দিয়ে সে রকমই বলেছিল। এসব হওয়ার পর থেকে শ্রীতমার মনটাও কয়েকদিন বেশ খারাপ ছিল। নতুন লোকজনের সঙ্গে নতুন কাজ শুরু করার পর থেকে মনটাও অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছিল।
শ্রীতমা শিখে গিয়েছে ফিলম ইন্ডাস্ট্রিতে সম্পর্ক ভাঙা-গড়ায় মনখারাপ করতে নেই। কিন্তু হঠাৎ করে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় এখন সব দিক থেকে মুশকিল হয়ে গিয়েছে। সবে মাত্র একটা ফিলম রিলিজ করেছে। ইন্ডাস্ট্রিতে সে রকম চেনাজানা পরিচিতি হয়ে ওঠেনি এখনও, যে ডেকে ডেকে কাজ দেবে। এখনও ফ্রেশ ফেস বা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস বলা যায়।
জমানো টাকা খরচ করতে করতে প্রায় শেষ। শুধু তো নিজের খরচা নয়, বাড়ির জন্যও কিছু টাকা পাঠাতে হয়। ভাইটা কলেজে পড়ছে তার পড়াশুনার খরচও আছে। ফিলমের শুটিং শুরু হয়নি। এখন শুধু মডেল শুট, ওয়েব সিরিজ আর সিরিয়ালের শুটিং হচ্ছে। তাও অনেক বাধা নিষেধ মেনে।
শ্রীতমার পরিচিত ইন্ডাস্ট্রির মেয়েরা, যারা বিভিন্ন ছোটোখাটো প্রোজেক্টে কাজ করত, অ্যালবাম, শর্ট ফিলম-এ অ্যাক্টিং করত, তাদের অনেকেই আজকাল ওয়েব সিরিজের কাজ করছে শুনেছে। ভালো পেমেন্ট কিন্তু ওয়েব সিরিজগুলোর সবই প্রায় অ্যাডাল্ট কন্টেন্টে ভরপুর।
হাজার লোকের সামনে নিজের নগ্ন শরীর দেখিয়ে উপার্জনে তার ঘোর আপত্তি। আর বাড়ির লোকজন সে এমন কিছু করছে জানতে পারলে একেবারে অনর্থ হয়ে যাবে! এমনিতেই দুর্গাপুর ছেড়ে যখন থেকে কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে, তখন থেকেই বাড়ির সঙ্গে ঝামেলা। শ্রীতমা বোঝাতে পারে না ফিলমের কাজ আসা-যাওয়া করে হয় না, কলকাতায় একটা থাকার জায়গার দরকার।
এই সময় কিছু অ্যাডের কাজ বা মডেল শুট-এর কাজ পেলে ভালো হতো। কিন্তু সার্থকদার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে অ্যাড বা মডেলিং-এর কাজ সে তেমন আর পায়নি। সব জায়গাতেই তো সেটিং আর কমপ্রোমাইজের গল্প। ফিলমে লিড রোল করার পর একদম ছোটোখাটো অ্যাডে কাজ করাটা ঠিক হবে না। তার স্ট্যাটাসে সেটা মানাবে না। বড়ো কোনও ব্র্যান্ডের অ্যাড হলে ঠিক আছে। কিন্তু সেরকম যোগাযোগ এখনও হয়নি।
প্রভাসদা বলেছে এমএনসি কোম্পানির একটা নামি ব্র্যান্ডের অ্যাড করার কথা চলছে। সেটা হলে শ্রীতমাকে সেখানে প্লেস করবে। বিগ বাজেট, ভালো পেমেন্ট পাবে। সেও কবে হবে কে জানে! কিছু তো একটা করতে হবে। না হলে চলবে কী করে। আজকের অডিশনের খবরটা পেয়েছে পরিচিত এক প্রোডাকশন ম্যানেজার রাজুদার কাছ থেকে।
পৌঁছোতে পৌঁছোতে প্রায় নটা বেজে গেল। তাড়াহুড়ো করে পৌঁছে দেখে বিভিন্ন বয়সের অনেক ছেলে মেয়ের ভিড়। শ’খানেক তো হবেই। বড়ো প্রোডাকশন হাউস, অফিসটাও বড়ো। বিভিন্ন চ্যানেলে এদের অনেকগুলো সিরিয়াল চলছে। বাংলার এক নম্বর পপুলার চ্যানেলে নতুন একটা পিরিয়ড ড্রামা শুরু হচ্ছে তার জন্য অডিশন। অনেকগুলো ফিমেল ক্যারেক্টারের প্রয়োজন। পনেরো-কুড়িটা তো লিড ক্যারেক্টারই আছে। শ্রীতমা নাম রেজিস্টার করিয়ে অপেক্ষা করে।
প্রভাসের ফোন ঢোকে, হ্যালো, কোথায় আছো? কী করছ? মেসেজেরও রিপ্লাই দিলে না!
পরে ফোন করছি, বলে শ্রীতমা ফোন কেটে দেয়। শ্রীতমা জানে এই কেয়ারিং-এর আড়ালে আসলে নজরদারি করছে প্রভাসদা। ইচ্ছা করেই কিছু বলেনি ওকে। শুনে হয় নানান নেগেটিভ কথা বলত, নয়তো সঙ্গে চলে আসত। কাজের জায়গায় লেজুড় নিয়ে ঘোরা একদমই পছন্দ নয় শ্রীতমার।
এখানে আসা মেয়েদের দেখেই বোঝা যাচ্ছে, বেশিরভাগই শহরতলীর কোনও না কোনও জায়গা থেকে এসেছে। সঙ্গে মা বা অন্য কোনও অভিভাবক। চেহারা পোশাকআশাক দেখে বোঝা যাচ্ছে সকলেই প্রায় মধ্যবিত্ত ঘরেরই মেয়ে, শুরুর দিনের তারই মতো। সে যেমন কিছু ইনকাম করে সংসারে সাহায্য করবে বলে মডেলিং-এর পথ বেয়ে অভিনয় জগতে ঢুকে পড়েছিল। হয়তো এদের অনেকেই সে রকম পরিস্থিতির মধ্যেই বড়ো বড়ো স্বপ্ন সাজিয়ে এসেছে আজকের অডিশনে। আজকের পর এদের মধ্যে অনেকেরই হয়তো ভবিষ্যৎ জীবন বদলে যাবে। আবার অনেকেরই স্বপ্ন ভঙ্গ হবে। হয়তো এই অডিশনের গণ্ডি পার হতে মেনে নেবে অনেক কিছু।
যার কাছে শ্রীতমা অডিশনের জন্য নাম লেখাল সে তাকে চিনতে পারেনি। মনে মনে একটু অভিমান-ই হয় তার। তার একটা ফিলম রিলিজ হয়েছে। শহর জুড়ে হোর্ডিং পড়েছিল তবুও…। শ্রীতমা একপাশে সরে এসে বসার জন্য সাজিয়ে রাখা একটা চেয়ার টেনে বসে।
এক এক করে নাম ডাকা হচ্ছে, ভিতরে ঢুকে অডিশন দিয়ে বেরিয়ে আসছে। প্রত্যেকের ভিন্ন অভিব্যক্তি চোখ মুখে স্পষ্ট ফুটে উঠছে। কেউ ঘেমে নেয়ে অস্থির। ঘটনার আকস্মিকতায় কারও মুখে কালো মেঘের ছায়া। কেউ বা ফিরছে দুষ্টু হাসি মেখে শরীরী ভঙ্গিতে হরিণী চপলতা নিয়ে। উপস্থিত মেয়েদের মধ্যে পোশাকে প্রসাধনে শ্রীতমাই শ্রেষ্ঠ বলা যেতে পারে।
অপেক্ষায় থাকা মেয়েদের অনেকেই ঘুরে ফিরে শ্রীতমাকে দেখছে। ওরা ওর সাজ পোশাক, ওর সৌন্দর্য দেখছে নাকি ওদের মধ্যে কেউ কেউ ওকে রিকগনাইজ করতে পেরেছে লাভ মি ফিলমের নায়িকা হিসাবে। একটু প্রাউড ফিল করে।
শ্রীতমা নিজেকে আলাদা করে নেওয়ার জন্য মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি শুরু করে। ফেসবুক পেজ ঘুরে ফিরে দেখে অস্থির সময়টুকু কাটানোর জন্য। ঘন্টাখানেক হয়ে গেল। কেমন যেন সাফোকেটেড লাগছে শ্রীতমার। নিজেকে ভ্যালুলেস, ছোটো মনে হচ্ছে। সে তো ফিলমের হিরোইন। সিরিয়ালের একটা ক্যারেক্টার পাওয়ার জন্য এভাবে এতক্ষণ বসে থাকতে হবে! ভাবে প্রোডাকশন ম্যানেজার রাজুদাকে ফোন করে একটু ঝাড় দেবে, এ কোথায় আসতে বললে? এখানে তো দেখছি গরু ছাগল সব সমান। আলাদা কোনও ট্রিটমেন্টই নেই। আগে জানলে আসতাম না। আবার পরক্ষণেই ভাবে, রাজুদার কি আর দোষ। হেল্পিং মাইন্ড নিয়ে তো খবরটা দিয়েছে।
শ্রীতমা ভাবে এত এত মেয়ের এত কাজের অভাব! এত অর্থের অভাব, তবেই না! হলগুলো খোলা থাকলে সে সিরিয়ালে নাম না লিখিয়ে আবার মঞ্চের নাটকে ফিরে যেত। কিন্তু সমস্যাটা তো সেই অর্থের। অর্থের জন্যই আজ মেয়েগুলো ওয়েব সিরিজে অভিনয়ের নামে সফট পর্ন করছে। হয়তো পর্দায় যা দেখানো হচ্ছে পর্দার পিছনে করতে হচ্ছে তার থেকেও বেশি।
অনেকটা সময় অভিনয় অভিনয় করে কাটিয়ে দেওয়ার পর এখন আর ফেরবার জায়গা নেই। মনে প্রাণে বাঁধা পড়ে গিয়েছে এখানে। শুধু বেঁচে থাকার জন্য কিছু একটাকে আঁকড়ে ধরা। অভিনয়ের জায়গাটা দিন দিন ছোটো হয়ে আসছে। শরীর প্রদর্শনই এখন মুখ্য অভিনয়। সরকারই তো ব্যবস্থা করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এমন সব কনটেন্ট সকলের হাতের মধ্যে পৌঁছে দিতে। পছন্দ মতো অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করো। তারপর মোবাইলে হাত ছোঁয়ালেই কত না ওয়েব সিরিজ, শর্ট ফিলম। গুলে যাও ঘোলা দুনিয়ায়!
বসে বসে উলটোপালটা ভাবতে ভাবতে শ্রীতমা শুনতে পেল তার নাম ডাকছে। চেয়ার ছেড়ে উঠে সপ্রতিভ ভাবে এগিয়ে রিসেপসনিস্ট-এর সামনে যেতে, সে দেখিয়ে দিল কোন ঘরে যেতে হবে। পারমিশন নিয়ে শ্রীতমা অডিশন রুমে ঢোকে। সুন্দর করে সাজানো অফিসরুমের একটা ওয়ালে লাগানো ডিসপ্লে বোর্ডে এদের হাউসের পপুলার সিরিয়ালগুলোর বিভিন্ন ফোটো লাগানো আছে। ফলস সিলিং-এ লাগানো ডিজাইনার এলইডি লাইটগুলো ঘরের মধ্যে একটা মায়াবি পরিবেশ সৃষ্টি করছে। এ পরিবেশ যেন সম্মোহিত করার জন্য।
বড়ো এগজিকিউটিভ টেবিলের ও পাশে কাঁচাপাকা চুলের সুদর্শন যে-ভদ্রলোক বসে, উনি দেবাদিত্য বোস। সিরিয়ালের নামি পরিচালক। টেবিলের পাশে বসা অন্য জন হাউসের প্রোডাকশন কন্ট্রোলার।
শ্রীতমাকে ওরা বসতে বলে। ঘরে ঢোকা থেকে বসা পর্যন্ত ওদের নজর শ্রীতমার শরীর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। কী কী করেছে, এখন কী করছে রুটিন প্রশ্ন করে। নানা রকম হ্যাজানো প্রশ্ন কথাবার্তা শুরু করে। শ্রীতমা ভাবে নিশ্চয় পছন্দ হয়েছে ওকে, তাই এতটা সময় নিচ্ছে।
মাথা গরম করা প্রশ্নটা হঠাৎ উড়ে আসে।
আর ইউ ভার্জিন?
শ্রীতমা নিজেকে সামলে নিতে কয়েক সেকেন্ড সময় নেয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরের সব রক্ত মাথায় চড়ে ধাক্কা দিচ্ছে। বার্স্ট করে শ্রীতমা…হাউ ডেয়ার ইউ আস্ক মি সাচ রাবিশ?
ওরা থতমতো খেয়ে গিয়ে আমতা আমতা করে কথা ঘোরানোর চেষ্টা করে। শ্রীতমার চিৎকার বাইরে থেকেও শোনা যাচ্ছে।
শ্রীতমা আরও রেগে টেবিলের সামনে ঝুঁকে পড়ে, চোয়াল শক্ত করে জবাব দেয়, নো। আই অ্যাম নট দ্যাট। আই অ্যাম নট ভার্জিন।
প্রোডাকশন কন্ট্রোলার কোনও মতে বলে সরি, আপনাকে সিলেক্ট করতে পারলাম না।
ইয়োর সিলেকশন! মাই ফুট। সজোরে দরজা খুলে গট গট করে বেরিয়ে যায় শ্রীতমা। অডিশন রুমের দরজাটা নিস্তব্ধতা ভেঙে সশব্দে বন্ধ হয়। শ্রীতমার সদর্পে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে বাইরে উপস্থিত সকলে।
বাড়ি ফিরে হাতব্যাগ, জুতো, জামা এদিক ওদিক ছুড়ে ফেলে দিয়ে সোফায় হতাশ শরীর এলিয়ে দেয় শ্রীতমা। সকালে লাভ মেসেজ করা সেই অচেনা নাম্বার থেকে ফোন কল আসছে। শ্রীতমা ফোন ধরে খিঁচিয়ে ওঠে, কে রে বো…দা সকাল থেকে ডিস্টার্ব করছিস?
সরি টু ডিস্টার্ব ইউ। আমি সূর্য। পরশু সিঙ্গাপুর ফিরে যাচ্ছি। তার আগে কি একবার দেখা করা যায়?
শ্রীতমা উত্তর না দিয়ে চুপ করে থাকে। এর মধ্যে প্রভাসদার ফোন ঢুকছে।
শ্রীতমা রিকল করতে থাকে প্রথম কবে সে ভার্জিনিটি লুজ করেছিল কার সঙ্গে! তারপর… তারপর…
সে কি সূর্যকে, প্রভাসদাকে বলে দেবে, আই অ্যাম নট ভার্জিন। তারপরেও কি প্রভাসদা তাকে কাজ খুঁজে দেবে! আগের মতো গাইড করবে? তার পরেও কি সূর্য তাকে বলবে, বেবি আই লাভ ইউ?
শ্রীতমা মোবাইল হাতে নিয়ে বসে থাকে। কে জানে অন্য প্রান্তে সূর্য বা প্রভাসদা উত্তরের অপেক্ষায় এখনও লাইনে আছে কিনা!