আপনি পায়রা ভালোবাসেন খুব, তাই না?

একটু দূরে বসে ছেলেটি মেয়েটিকে প্রশ্ন করে। উত্তরের আশায় হয়তো তারই দিকে তাকিয়ে স্টেশন চত্বর একা বিকেলের মতো দাঁড়িয়ে রয়েছে। ছাউনির ওপর দিয়ে সূর্যের আভাটুকু ক্ষীণ হয়ে আসছে ক্রমশ...

সরি?

না, এই যে আপনি পায়রাগুলোকে খাবার দিচ্ছিলেন, তাই জিজ্ঞেস করলাম। আপনি হয়তো পায়রা ভালোবাসেন।

হ্যাঁ তা ভালোবাসি। কিন্তু আপনি কে?

এই কথা বলে মেয়েটি ছেলেটির দিকে ঘোরে, তারপর সন্দেহের দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে।

আমি কেউ না। ধরুন আমি একজন অজানা মানুষ। যে আপনার মতোই এই প্ল্যাটফর্মে একা বসে আছে।

মেয়েটি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, তারপর বলে তাই আপনি চলে এলেন কথা বলতে?

না তা নয়। আমিও তো একাই বসেছিলাম। ভাবলাম আপনিও একা, আমিও একা। যাই হয়তো আলাপ হয়ে ভালো লাগবে! যাইহোক আমার নাম ঋষি।

মেয়েটি মজার ছলে বলে ওহ ধন্যবাদ ঋষিবাবু। তবে আমি আমার নাম বলতে একেবারেই আগ্রহী নই।

রেললাইনের দিকে তাকিয়ে ঋষি বলে কাউকে রিসিভ করতে এসেছেন?

অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে মেয়েটি বলে আমি কি আপনাকে চিনি? না আমাকে বলুন, আমি কি এর আগে কখনও আপনার মুখোমুখি হয়েছি?

অবশ্যই। বেশ কয়েকবার। কিন্তু আপনি আমাকে দেখেছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারব না। কারণ যতবারই দেখেছি আপনি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন।

মেয়েটি এবার একটু আগ্রহ নিয়ে ছেলেটির দিকে ঘুরে বসে। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে যেন তার চোখগুলি পড়ে ফেলতে চেষ্টা করে। তারপর ঘাড় নেড়ে বলে না মনে পড়ছে না।

সেটাই স্বাভাবিক...

আচ্ছা বলুন আমাকে শেষ কবে, কখন দেখেছেন?

ওহ! সেটা তো বেশ এক ঘটনা ছিল। নিউ লাইফ কফি শপ্-এ আপনি আমার সামনের সিটেই পেছন ফিরে বসেছিলেন। ধরে নিলাম কফিই খাচ্ছিলেন।

ওহ, আপনিই সেইজন যিনি...

কথাটা শেষ হওয়ার আগেই ঋষি উত্তর দেয় হ্যাঁ আমি-ই সেই যে আপনার পড়ে থাকা পার্সটা নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছিলাম।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...