আমি ১৯ বছর বয়সি অবিবাহিত যুবতি। একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছিল এবং প্রায় এক বছর সম্পর্কটা টিকে ছিল। হঠাৎ-ই জানতে পারি ছেলেটি বিবাহিত। আমি খুবই মানসিক আঘাত পাই এবং সম্পর্কটা থেকে বেরিয়ে আসি। আমি চাইনি, আমার জন্য ছেলেটির সংসারে অশান্তি হোক। আমাকে হয়তো ছেলেটি বিয়ে করতে রাজি ছিল কিন্তু এতে ওর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে হতো যেটা আমি একেবারেই চাইনি।
এখন হঠাৎ-ই আমার একজন ছেলে বন্ধু আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেখাচ্ছে। আমি এতদিন শুধু বন্ধু হিসেবেই ওর সঙ্গে মিশতাম আর হাসিঠাট্টা করতাম। সুতরাং ওর এই পদক্ষেপ আমি পছন্দ করছি না। বুঝতে পারছি না কী করব, ওর সঙ্গে মেলামেশা করা কি ছেড়ে দেব?
বিবাহিত ছেলেটির সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে খুব ভালো করেছেন কারণ নিজের সুখের জন্য অন্যের দাম্পত্য নষ্ট করা উচিত নয়। আর আপনি যে-বন্ধুটির কথা জানিয়েছেন, তার সঙ্গে যদি বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্কে জড়াতে না চান, তাহলে স্পষ্টই তাকে সেটা জানিয়ে দিন। ছেলেটি হয়তো সত্যি আপনাকে ভালোবাসে তাই বন্ধুত্বের কিছু বেশি আপনার কাছে আশা করছে। আপনার মনের কথা পরিষ্কার করে জানতে পারলে ছেলেটিও হয়তো আপনাকে জোর করা বন্ধ করে দেবে। যদি সেটা না হয় এবং তৎসত্ত্বেও ছেলেটি আপনাকে প্রেশার দিতে থাকে তাহলে আপনি কথা বলা বন্ধ করে দিতে পারেন।তাহলে ও পরিষ্কার ভাবে আপনার উদ্দেশ্য বুঝতে পারবে এবং আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে।