চোখের মেক-আপের জন্য আইলাইনার ও আইশ্যাডোর মতোই, জনপ্রিয়তা লাভ করছে ইয়েলো, ব্লু, পিংক ও গ্রিন রঙের মাসকারা। এতদিন হয়তো আপনার পছন্দের শেড ছিল রেগুলার ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট শেড্স– কিন্তু সেই লুকেও বদল আনতে পারেন এবার কালারফুল শেড্স-এর সাহায্যে। উজ্জ্বল রঙে চোখ বড়ো দেখায়, ব্রাইট দেখায়। স্কিন টোনের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি কালার্ড মাসকারা ব্যবহার করতে পারেন– আপনার মেকওভারে একটা বদল আসবে, এটা নিশ্চিত।

ব্লু মাসকারা

আপনার পোশাকের রং যদি গ্রে, ব্রাউন বা লাইট গ্রিন হয়, তাহলে ব্লু-শেডের মাসকারা ব্যবহার করতে পারেন। ব্লুয়েরই নানা শেডের মাসকারা পাওয়া যায় এখন, যেমন রয়্যাল ব্লু, নেভি ব্লু, সি ব্লু প্রভৃতি। আপনার কমপ্লেকশন ফরসার দিকে হলে, এর যে-কোনওটিই ব্যবহার করতে পারেন। ডার্ক বা মিডিয়াম কমপ্লেকশন যাদের, তারা ব্লুয়ের ডার্ক শেডগুলো অ্যাভয়েড করুন। আরও একটা কথা– ব্লু কিন্তু নাইট পার্টির বদলে, ডে পার্টিতেই বেশি মানানসই হবে।

গ্রিন মাসকারা

ডার্ক ব্রাউন শেড্স-এর সঙ্গে আবার গ্রিন শেডের মাসকারাগুলি বেশি মানায়। আপনার চোখের মণি যদি বাদামি হয়, তাহলে তো আরও ভালো খুলবে এই শেড। ফেয়ার, মিডিয়াম– সব স্কিন টোনের সঙ্গেই এই রং মানাবে। যদি মনে করেন গ্রিন মাসকারা লাগানোর পর, চোখ দুটোকে আরও প্রমিনেন্ট করবেন– তাহলে এই মেক-আপের সঙ্গে বর্জন করুন ডার্কশেডের আইশ্যাডো বা লাইনার। এগুলির চড়া রং আপনার মাসকারার রংকে চেপে দেবে।

ব্রাউন মাসকারা

ব্ল্যাক মাসকারা ব্যবহার করে যারা অভ্যস্ত, তাদের শুরুতে হয়তো কালার্ড মাসকারা ব্যবহার করতে গেলে দ্বিধা কাজ করতে পারে। তাই শুরু করুন ব্রাউন দিয়ে। এর এফেক্ট অনেকটা ন্যাচারাল, ফলে মেকওভারে চেঞ্জ আনাও হবে আবার অস্বস্তিও থাকবে না। মিডিয়াম ও ফেয়ার কমপ্লেকশনের মহিলাদের জন্য ব্রাউন-শেডের মাসকারা বেশ অ্যাপিলিং। পার্টি বা ফাংশানে তো বটেই, অফিশিয়াল মিটিংয়েও অনায়াসে এই রং ক্যারি করতে পারবেন।

গোল্ডেন মাসকারা

নাইট পার্টিতে একটু গ্লসি আর বোল্ড লুকের জন্য, অপরিহার্য গোল্ডেন মাসকারা। এই শেড চোখের পাতায় খুব ব্রাইট লাগে। ডার্ক থেকে মিডিয়াম কমপ্লেকশন যাদের, তাদেরও মানায় এই মাসকারা। আর ফরসা হলে তো কথাই নেই। তাই পার্টির জন্য একটা গোল্ডেন মাসকারা অবশ্যই রাখুন আপনার বিউটি বক্স-এ।

পার্পল মাসকারা

আপনার চোখের আকার যদি ছোটো হয়, আর আপনি চোখদুটোকে বড়ো দেখাতে চান– তাহলে পার্পল শেডের মাসকারা আপনার জন্য আদর্শ। কারও মণির রং যদি ধূসর বা ব্রাউন হয়, তাদের চোখে এই পার্পল মাসকারা বেশি ভালো দেখায়। তিনটি শেডে পাওয়া যায় এই মাসকারা– রয়্যাল পার্পল, প্লাম ও ভায়োলেট। আপনার স্কিন টোন যদি ডার্ক হয়, পার্পল বেশি মানাবে। একটু ফরসাদের জন্য ভায়োলেট আর মিডিয়াম কমপ্লেকশনে প্লাম বেশি মানায়। ডে পার্টির জন্য পার্পল মাসকারা ব্যবহার করুন।

স্টাইলিশ আইডিয়াজ

১)   আর্টিফিশিয়াল আইল্যাশেস লাগিয়ে মাসকারা প্রয়োগ করুন, তাহল বেশি সুন্দর লাগবে।

২)   যে-শেডের মাসকারা লাগাচ্ছেন, একই শেডের আইশ্যাডো ব্যবহার করাই শ্রেয়।

৩)   একই শেডের আইলাইনারও আপনার লুক্স-এ মাদকতা আনবে।

৪)   ড্রামাটিক আই মেক-আপের জন্য পৃথক শেডের মাসকারা লাগান, যেমন ওপরের আইল্যাশে ব্লু, আর নীচেরটায় গ্রিন।

৫)   ট্রেন্ডি লুকের জন্য, আইল্যাশ-এর পরিধি– তিন ভাগে ভাগ করে আলাদা আলাদা তিনটি শেড ব্যবহার করুন।

৬)   ব্রাইট পার্টির জন্য গ্লিটার দেওয়া মাসকারা ব্যবহার করুন।

৭)   যেহেতু আপনি মাসকারার সাহায্যে চোখদুটিকে প্রমিনেন্ট করতে চাইছেন, তাই ব্লাশ অন আর লিপস্টিকের ক্ষেত্রে ন্যাচারাল শেডস্ ব্যবহার করে যতটা সম্ভব ন্যুড লুক রাখুন। না হলে পুরো সাজটাই খুব উগ্র হয়ে যাবে।

মাসকারা লাগানোর সময়

১)   মাসকারা দীর্ঘক্ষণ একইরকম থাকবে, এমন যদি চান, সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন।

২)   মাসকারা প্রথমে উপরের আইল্যাশে লাগান। শুকোলে নীচের ল্যাশে।

৩)   মাসকারা লাগানোর সময় আইল্যাশগুলো উপরের দিকে কার্ল করুন, এতে চোখের পাতা ঘন দেখাবে।

৪)   ফ্যান চালিয়ে মাসকারা লাগাবেন না, এরফলে মাসাকারা আনইভনলি শুকোবে।

৫)   মাসকারা ডাবল কোট-এ লাগালে এফেক্টটা বেশি ভালো হবে।

৬)   ঘুমোনোর আগে মাসকারা মুছে ফেলতে ভুলবেন না। মনে রাখবেন, যে-কোনও কসমেটিক্স ত্বকে দীর্ঘক্ষণ রাখা ঠিক নয়, তাই অবশ্যই মেক-আপ রিমুভ করে তারপর ঘুমোতে যান।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...