কোভিড সংক্রমণের পর থেকেই  অনেকেই সচেতন এবং সতর্ক থাকতে পছন্দ করেন৷ ফলে Festive time- এও  পার্লারে গিয়ে ঝুঁকি বাড়াতে চান না। কিন্তু তাই বলে তো ত্বকের যত্নের ব্যাপারে অবহেলা করা চলে না। সুতরাং বাড়িতেই নিজেকে সুন্দর রাখার উপায় বের করতে হবে। আপনাকে সাহায্য করতে, এখানে দেওয়া হল কিছু পরামর্শ।

হোম ফেসিয়াল : বাড়িতে কয়েটি উপকরণ থাকলে, সহজেই ফেশিয়াল করে নিতে পারবেন। পার্লারের মতোই এফেক্ট নজরে পড়বে আর সংক্রমণের ভয়ও থাকবে না।

কী কী লাগবে : ঈষদুষ্ণ জল, ক্লিনজার, এক্সফলিযে্টর, তুলো, স্কিন টোনার, মাস্ক, শশার স্লাইস (ফ্রিজে রেখে ঠান্ডা করা), পরিস্কার তোয়ালে।

কী কী তৈরি করবেন? 

হোমমেড ক্লিনজার : ১/২ কাপ ওটমিল ও পরিমাণমতো দই একসঙ্গে মিশিয়ে নিন। এমন ভাবে মেশান যেন রাফ বা দানাভাব না থাকে।

হোমমেড এক্সফলিযে্টর : ১ কাপ চিনির সঙ্গে ১/২ কাপ কলা চটকে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এটাই ত্বকের এক্সফোলিয়েশনে সাহায্য করবে।

হোম মেড টোনার : শশা কুচিয়ে নিন। মুখের ওপর ভেজা কাপড় রেখে, তার উপর শশার কুচিগুলো রাখুন। শশার রস ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট হিসাবেও কার্যকরী।

হোম মেড মাস্ক : ১ টেবল চামচ মধু, ১টা ডিমের সাদা অংশ, ১ চা চামচ গ্লিসারিন, ১/৪ কাপ ময়দা, একসঙ্গে এই উপকরণগুলো মিশিয়ে মাস্ক হিসাবে ব্যবহার করুন।

ফেসিয়ালের টুকিটাকি টিপ্স

  • মাত্র আধঘন্টা সময় বরাদ্দ করলেই একটু যত্ন নিতে পারবেন নিজের। তাই ফেসিয়াল করার সময় অন্য কাজের ভাবনা ছেড়ে রিল্যাক্সড থাকুন। এতে ভালো এফেক্ট পাবেন
  • ফেসিয়াল শুরু করার আগে, সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বসুন, যাতে প্রক্রিয়া শুরু করার পর এটা-ওটা খুঁজতে না হয়। তাহলে পরিশ্রমটাই মাটি হবে
  • ফেসিয়াল করার আগে স্টিম নেওয়া খুবই জরুরি। এতে মুখের রোমকূপ খুলবে ও মুখ পরিষ্কার হয়ে যাবে
  • স্টিম নেওয়ার জন্য ৬ কাপ মতো জল ফুটিয়ে নিন। মাথায় তোয়ালে চাপা দিয়ে স্টিম নিন
  • স্টেপ অনুযায়ী প্রথমে তৈরি করা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। তারপর স্ক্রাবার লাগিয়ে এক্সফলিয়েট করুন। এরপর মাস্ক ব্যবহার করুন। মাস্ক শুকিয়ে গেলে, ভিজে তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে, সবশেষে তৈরি করা টোনার লাগিয়ে স্কিন-এর টানটান ভাব ফিরিয়ে আনুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...