প্রসাধনী শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই নয়, ত্বকের রক্ষণাবেক্ষণের প্রয়োজনেও ব্যবহার করা হয়। বিবি আর সিসি ক্রিম হল তেমনই এক প্রসাধন, যা দুটি পার্পাস-ই সার্ভ করে। এই ধরনের কসমেটিক মূলত দুটি ভাগে বিভক্ত। একটি ভাগে পাওয়া যায় ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, অ্যান্টি এজিং ক্রিম। অন্য ভাগে রয়েছে মেক-আপ প্রোডাক্টস যেমন– ফাউন্ডেশন, কনসিলার, প্রাইমার প্রভৃতি। এই জন্যই এগুলি ব্যবহার করার পর আলাদা করে স্কিন কেয়ার ক্রিম বা মেক-আপ-এর পরত চাপাতে হয় না।
বিবি ক্রিম কী
বিবি ক্রিম-কে বলা হয় ব্লেমিশ বেস বা বিউটি বাম। এটা মূলত মাল্টিটাস্কিং স্কিন কেয়ার প্রোডাক্ট। অর্থাৎ স্কিন কেয়ার ও প্রসাধন দুটি কাজই করার জন্য উপযুক্ত। এগুলি একাধারে ময়েশ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন, প্রাইমার, ফাউন্ডেশন প্রভৃতি গুণে সমৃদ্ধ। বিবি ক্রিম অ্যাপ্লাই করলে আর আলাদা করে উপরোক্ত প্রসাধন সামগ্রী ব্যবহার করতে হয় না।
বিবি ক্রিমের বিউটি বেনিফিট্স
এতে যেহেতু সানস্ক্রিনের গুণ রয়েছে তাই এটি ব্যবহার করার ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে না। এতে মজুদ অ্যান্টি অক্সিডেন্টস এজিং এফেক্ট রোধ করে, ফলে ফাইন লাইনস্ ও বলিরেখা চট করে পড়ে না। বিবি ক্রিমে থাকা ময়েশ্চারাইজার ত্বককে কোমল করে ও এর ফাউন্ডেশন একটা মেক-আপ এফেক্ট-ও দেয়।
বিবি ক্রিম ভালো কেন?
বিবি ক্রিম তরুণ ত্বকের জন্য বেশি প্রয়োজনীয়। এটা যে-কোনও স্কিন টাইপ অর্থাৎ নর্মাল, অয়েলি বা ড্রাই-এ কাজ করে। ফাউন্ডেশন যেমন স্কিন টোন অনুযায়ী কিনতে পাওয়া যায়, বিবি ক্রিম-ও আপনি আপনার কমপ্লেকশন মাফিক কিনতে পারেন। ত্বকের রঙের তারতম্য অনুযায়ী আলাদা আলাদা শেড পাওয়া যায়, যেগুলোর সঠিক ব্যবহারে আপনি একটা পারফেক্ট মেক-আপ ফিনিশ লুক পেতে পারেন।
সিসি ক্রিম কী?
সিসি ক্রিম-এ বিবি ক্রিম-এর সমস্ত গুণাগুণ থাকে। যেমন বিবি ক্রিম-এর মতোই, সিসি ক্রিমও ত্বক মসৃণ করে, স্কিন ড্যামেজ-এর ভয় থাকে না, আবার মেক-আপ ফিনিশ লুক-ও পাওয়া যায়। কিন্তু এগুলো ছাড়াও আরও কয়েকটি গুণাগুণ আছে যেমন, এটা স্কিনটোন-এ উজ্জ্বলতা আনে, শ্যামলা ত্বককে ফরসা দেখাতে সাহায্য করে। তাই সিসি ক্রিমকে কালার কারেক্টার বা কমপ্লেকশন কারেক্টারও বলে।
সিসি ক্রিমের বিউটি বেনিফিট্স
সিসি ক্রিম ডাস্কি কমপ্লেকশনের জন্য আদর্শ। এটির প্রয়োগে ত্বক যেমন উজ্জ্বল দেখায়, তেমনি সান প্রোটেকশনের গুণেও সমৃদ্ধ। স্কিন সংক্রান্ত সমস্যা যেমন ব্রণ, ডার্ক স্পট প্রভৃতি থেকেও নিস্কৃতি পাওয়া যায় এর ব্যবহারে।
সিসি ক্রিম বেস্ট কেন?
বিবি ক্রিম-এর মতো সিসি ক্রিম-ও ইয়ং স্কিনের জন্য অনেক বেশি ফলপ্রসূ। এটা সব ধরনের ত্বকে সুটও করে, কিন্তু অ্যালার্জির ধাত যাদের, তাদের এড়িয়ে যাওয়াই ভালো। ব্রণ বা ডার্ক স্পটের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য এটি আদর্শ।
কীভাবে লাগাবেন বিবি ও সিসি ক্রিম
বিবি ক্রিম বা সিসি ক্রিম-এ কনসিলার-এর গুণ থাকে, সেই সঙ্গে সানস্ক্রিনের ফ্যাক্টরও– তাই বলে এটি কনসিলারের মতো অল্পমাত্রায় কিংবা সানস্ক্রিনের মতো বেশি পরিমাণে লাগানো নিয়ম নয়। ফাউন্ডেশনের মতো আঙুল দিয়ে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে ব্লেন্ড করে নিন। এতে ন্যাচরাল লুক আসবে।
ডিডি ক্রিম কী?
বিবি আর সিসি ক্রিমের পরে, আজকাল ডিডি ক্রিমেরও প্রবেশ ঘটেছে প্রসাধন সাম্রাজ্যে। ডিডি ক্রিমে বিবি ও সিসি-র গুণাগুণ তো থাকেই, কিন্তু এতে অ্যান্টিএজিং ফরমুলাও বর্তমান। এক্সপার্টদের মতে এই অ্যান্টিএজিং গুণ মুখের ফাইন লাইন্স ও রিংকল্স প্রকট হতে দেয় না, সেই সঙ্গে মুখে বয়সের ছাপকেও প্রতিরোধ করে। ম্যাচিয়োর স্কিনের জন্য ডিডি ক্রিম আদর্শ।
মেক-আপ আর্টিস্টরা বলেন বিবি ক্রিম একটা সাধারণ ক্রিমের মতো কিন্তু এতে সিরাম, ময়শ্চারাইজার, প্রাইমার, কন্সিলার ফাউন্ডেশন, সানস্ক্রিন সব গুণই আছে। তাই এটিকে অল ইন ওয়ান ফেসিয়াল কসমেটিক বলা হয়।
সিসি ক্রিম বিবি ক্রিমের লাইট ভার্সান, যাতে বিবি ক্রিমের সব গুণগুলোর সঙ্গে সঙ্গে, স্কিনটোন ফরসা দেখানোর ফর্মুলাও বর্তমান।
ক) আপনি যদি বিবি ক্রিম লাগান, তাহলে সিসি ক্রিম লাগাবেন না। দুটোর মধ্যে যে-কোনও একটা প্রয়োগ করুন
খ) বিবি বা সিসি ক্রিমে ময়শ্চারাইজার থাকে ঠিকই, কিন্তু আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে, প্রাথমিক একটা ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর ওই ক্রিম প্রয়োগ করুন
গ) বিবি বা সিসি ক্রিম লাগানোর পর হালকা করে কমপ্যাক্ট লাগান, এতে ফিনিশিংটা স্মুদ হবে।