ওভারঅল ফেসের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এবং গ্লোয়িং এফেক্ট দিতে লিপস্টিকের একটা বড়ো ভূমিকা রয়েছে। বিশেষ করে যদি লিপস্টিকটা ঠোঁট এবং কমপ্লেকশনের কথা ভেবে লাগানো হয়ে থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল লিপস্টিক যদি ট্রেন্ডি হয়, তাহলে তো কথাই নেই। আসুন জানা যাক লিপস্টিকের আপকামিং ফ্যাশন ট্রেন্ড কী–
স্পার্কলি লিপ্সঃ বর্ষার এই মরশুমে, ঠোঁটে ঝলমলে শাইন আপনার মুড-কে তরতাজা করে তুলবে সন্দেহ নেই। স্পার্কলি লিপ্স-এর ট্রেন্ড এই মরশুমে একদম হিট হবে। এই টেকনিকে ঠোঁট ফোলা ফোলা (পাউটি) মনে হবে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই স্পার্কলি লুক আপনি ডার্ক শেড্স যেমন বারগেন্ডি, রুবি রেড, ব্লাড ওয়াইন রঙের সঙ্গে ক্যারি করতে পারবেন অথবা নিউড কালারস-এর সঙ্গেও এই ট্রেন্ডি লুক-কে আপনি হিট করে তুলতে পারবেন। শিন নিউড গ্লস অ্যাপ্লাই করলে ঠোঁটে ভেজা ভেজা লুক ক্রিয়েট হবে। এর ফলে আপনাকে আরও আকর্ষণীয় মনে হবে।
ওয়াইন লিপ্সঃ ইন্ডিয়ান স্কিন টোনের জন্য ওয়াইন শেড খুব মানানসই। ওয়ার্ম শেড হওয়ার জন্য, সবধরনের স্কিনটোনের মেয়েদেরই এটি মানায়। শুধু ফরসাদের ক্ষেত্রেই নয়– কমপ্লেকশন ডাস্কি হলেও এই রং ভালো মানাবে এবং দেখতেও সুন্দর লাগবে। স্কিন ডার্ক হলে, ডার্ক প্লাম, ব্ল্যাকেবেরি ওয়াইন, ডিপ ওয়াইন শেড লাগানো উচিত। আর যদি কমপ্লেকশন ফেয়ার হয়, তাহলে পিওর ওয়াইন বা ওয়াইনের রেড বেরি শেডস খুব ভালো মানাবে। এছাড়াও ওয়াইন লিপ্স এখন ফ্যাশন ট্রেন্ড-এ রয়েছে সুতরাং এই বোল্ড ট্রেন্ড-কে ওয়েলকাম জানাতে সংকোচ করার কোনও প্রয়োজন নেই। ওয়াইন শেড একদিকে যেমন সফিস্টিকেটেড এবং রয়েল লুক এনে দেয় চেহারায়, তেমনি সৌন্দর্যকে সুপার বোল্ড এবং সেক্সি দেখাতে সাহায্য করে। উইংগড লাইনার বা ফেসে ব্রোঞ্জিং এর সঙ্গে যদি এই শেড ঠোঁটে লাগানো হয় তাহলে ওভারঅল লুক গর্জিয়াস হয়ে উঠবে।
ঠোঁটে ওয়াইন শেড অ্যাপ্লাই করার আর একটি প্রধান কারণ হল শেপ। ঠোঁট যদি পাতলা বা ছোটো হয় তাহলে লাইট শেডের ওয়াইন কালার লাগানো যেতে পারে। ঠোঁটে লিপ প্লাম্পার অ্যাপ্লাই করুন এবং ওয়াইন লিপ পেনসিল দিয়ে আউটলাইন করুন। লিপ পেনসিলের রঙের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক দিয়ে ঠোঁটের পুরোটা ভরে দিন। ফুলার লিপ্স-এ ম্যাট ডিপ ওয়াইন শেড অ্যাপ্লাই করুন এবং লিপ সিলার দিয়ে ফিক্স করে নিজেকে রাতের পার্টির জন্য তৈরি করতে পারেন।