আপনার বাড়িটি যতই দামি দামি আসবাব দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখুন, একটু সবুজের ছোঁয়া ছাড়া সব যেন কেমন রুক্ষ লাগে। তাই অন্দরসাজ-কে আকর্ষনীয় করে তুলতে প্রয়োজন কিছু ইন্ডোর প্ল্যান্টস্।
আসলে গাছপালা শুধু সাজানোর কাজেই লাগে না– এর একটি ইতিবাচক প্রভাব পড়ে মানুষের মনে। ঘরে অক্সিজেনের যোগান সঠিক মাত্রায় থাকলে মনে প্রশান্তি আসে। মনে আনন্দের অনুভূতি হয়। তাই ড্রয়িংরুম বা বেডরুম সাজানোর সময় অবশ্যই ইন্ডোর প্ল্যান্টস রাখার বিষয়টি মাথায় রাখুন।
ইন্ডোর প্ল্যান্টস্-এর নির্বাচন
ইন্ডোর প্ল্যান্টস্ কেনার সময় সেই ধরনের গাছ নির্বাচন করুন যা সারাবছর সবুজ থাকবে। যেমন মনিপ্ল্যান্ট, ব্যাম্বু বা পাম। এগুলি চিরহরিৎ প্রজাতির গাছ এবং বেশি তদারক করারও দরকার পড়ে না। ঘরের আয়তন অনুযায়ী গাছের ভ্যারাইটি ও উচ্চতা নির্বাচন করুন। যদি ঘরের বদলে ব্যালকনিতে গাছ রাখেন, তাহলে ডিজাইনার পট্স কিনে আনুন। জাপানিজ বা চাইনিজ গার্ডেন করার জন্য নির্বাচন করুন ক্যানাডিয়ান হেমলক, সিডার, কোস্টাল রেডউড, হিমালয়ান হোয়াইট পাইন, জাপানিজ ব্ল্যাক পাইন। ঝুলিয়ে রাখা টবে রাখুন জেড, বাটন ক্যাকটাস প্রভৃতি। সিঁড়িতেও গাছের টব রাখতে পারেন। এতে ঘরের বাইরের চেহারাটাও বদলে যাবে।
আজকাল মাটির গামলা ছাড়াও সেরামিকের সুন্দর সুন্দর পট পাওয়া যায়। সুন্দর নকশা আঁকা পট-এ গাছ রাখলে, এর নান্দনিকতা বহু গুন বেড়ে যায়। চাইলে টেরাকোটা বা পেতলের টবও বাছতে পারেন। সবটাই নির্ভর করছে আপনার ঘরের ডেকর-এর সঙ্গে কী ধরনের শেড এবং মেটেরিয়াল মানানসই হবে– তার উপর।
আর্টিফিশিয়াল ফাউন্টেন
আজকাল ড্রয়িংরুমে আর্টিফিশিয়াল ফাউন্টেন তৈরি করাও বেশ জনপ্রিয়। ঘরের একটা কোণায় মানিপ্ল্যান্ট বা পাতাবাহার, নুড়ি দিয়ে সাজিয়ে আর্টিফিশিয়াল ফাউন্টেন বসিয়ে ডেকোরেট করতে পারেন। কেউ কেউ ড্রয়িংরুমে আর্টিফিশিয়াল গ্রাস কারপেটও লাগাচ্ছেন ঘরে সবুজের ছোঁয়া দিতে।
ইন্ডোর প্ল্যান্টস কেন?
ইন্ডোর প্ল্যান্টস্ ঘরের শোভা বর্ধনের পাশাপাশি, ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে। ঘরে উপস্থিত কার্বন ডাই -অক্সাইডকে শুষে নিয়ে, বিশুদ্ধ অক্সিজেন দেয়। ঘরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে। মানিপ্ল্যান্ট, ফার্ন, পাম, বনসাই প্রভৃতি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। নানা গাছের বনসাই এখন কিনতে পাওয়া যায়। টেবিলে রাখা বনসাইটি সবার দৃষ্টি আকর্ষণ করবে। চাইলে চাইনিজ ব্যাম্বু দিয়েও ঘর সাজাতে পারেন। এই অনুচ্চ গাছগুলি ঘরের সবুজায়নে যেমন সহায়ক, তেমন বেশি যত্নেরও প্রয়োজন পড়ে না। স্টাডি ডেস্ক বা বেডরুমের একটি কোণায় অনায়াসে রাখা যায় এই গাছ। কিচেন-এ গাছ রাখলে, রান্নাঘরের ভ্যাপসাভাব থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন। কিচেনের জানালায় ক্রিপার রাখুন বা একটি সুন্দর কোণ দেখে পাতাবাহারের টব। গাছ লাগানোর জন্য বর্ষাকালই আদর্শ। তবে একটু যত্ন নেবেন, যাতে অতিরিক্ত জল বা তাপ কোনওটির দ্বারাই গাছ ক্ষতিগ্রস্ত না হয়।
মরশুমি গাছ নয়
ইন্টিরিয়র সাজানোর জন্য কিনবেন না মরশুমি গাছ। কারণ একটাই– এগুলি সারা বছর থাকবে না। ফাইবস্ পাম, ফিনিক্স পাম, ইউনিপ্রাস, জুকা, লোলিনা, ইউফোর্বিয়া, মিলি, বোগেনভিলিয়া, গসফ্রিং, সানফ্লাওয়ার, গিনি কোশিয়া, পর্তুলকা, ওরসকম, ভিনকা মেরিগোল্ড বা ব্লসম-এর মতো গাছ নির্বাচন করুন, কারণ প্রচণ্ড গরমেও এগুলির উপর তেমন প্রভাব পড়বে না।
গাছের যত্নআত্তি
ইন্ডোর প্ল্যান্ট্স-এর দেখাশোনা করার জন্য অবশ্যই কোনও নার্সারি এক্সপার্ট-এর পরামর্শ নিন। ভালো সার, প্রয়োজনমতো জল আর সময়ে সময়ে পাতা ছেঁটে দেওয়ার পরিচর্যা জরুরি।