ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে অনেকরকম চেষ্টাই তো করলেন। এবার না হয় প্রাকৃতিক উপায় অবলম্বন করে দেখুন। ঘরেই তৈরি করুন ভেষজ স্কিন টোনার। এতে পার্শ্বপ্রতিক্রিয়া তো হবেই না উপরন্তু ত্বকের টানটান ভাব ফিরে পাবেন। লাবণ্যে উজ্জ্বল হয়ে উঠবেন অল্প যত্নেই। ব্র্যান্ডেড স্কিন টোনার-এর তুলনায় এই ভেষজ স্কিন টোনার, গুণে কিছুমাত্র কম নয়।

গোলাপজল ভিনিগার টোনার

এই স্কিন টোনার প্রস্তুত করতে হলে আপনাকে ৪ বড়ো চামচ গোলাপজল আর ৮ বড়ো চামচ ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এতে কটন বল ডুবিয়ে মুখে ভালো ভাবে লাগাতে হবে। কিছুক্ষণ পর ধুয়ে নিলেই বুঝবেন স্কিন টোন আপ তো হয়েছেই, সঙ্গে পরিষ্কারও হয়েছে।

বরফ হল সেরা টোনার

বরফের মতো ভালো স্কিন টোনার আর হয় না। এর জন্য একটা আইস কিউব রুমালে মুড়ে, সমস্ত মুখে ঘষুন। রোদে পোড়া ত্বক শীতল তো হবেই, সেই সঙ্গে অ্যাকনে-এর সমস্যা থেকেও মিলবে মুক্তি। আপনি চাইলে এই বরফের টুকরো গোলাপজলের সঙ্গেও ব্যবহার করতে পারেন।

তুলসীপাতায় সুফল

তুলসী আমাদের শরীরের জন্যও যেমন উপকারী তেমনি ত্বকের সুরক্ষাতেও এর বহুবিধ ব্যবহার। ১০-১২টি তুলসীপাতা ৫ মিনিট জলে ফুটিয়ে নিন। জলটা ছেঁকে ঠান্ডা হতে দিন। এবার এই জলে কটন বলস্ ভিজিয়ে ত্বকের উপর বুলিয়ে নিন। ত্বকের সাধারণ ইনফেকশনও এতে দূর হবে, স্কিন টোনড-ও থাকবে।

গ্রিনটি এক সুফলদায়ী টোনার

গ্রিন-টি-এর অশেষ গুণ। ওজন নিয়ন্ত্রণে রাখতে এটা যেমন সহায়ক, তেমন ত্বকের পুষ্টি জোগাতেও এর জুড়ি নেই। ত্বকের শুষ্কতা সরিয়ে ত্বকের তৈলাক্ত ভাব আনতে সাহায্য করে তুলসী। এই ন্যাচারাল অয়েলই ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে। এর থেকে টোনার প্রস্তুত করতে গ্রিন টি ৫ মিনিট জলে ফুটতে দিন। ঠান্ডা হলে তুলো ভিজিয়ে মুখের ত্বকে প্রলেপ দিন।

টম্যাটো আর মধুতে ম্যাজিক

টম্যাটো আর মধু- এ এক দুর্দান্ত কম্বিনেশন। ত্বকের হাল ফেরাতে এই দুটি উপাদান থেকে বানিয়ে ফেলুন স্কিন টোনার। টম্যাটো ম্যাশ করে এতে মধু মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন। এবার ত্বকের উপর অন্তত ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। এর পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেললেই ত্বকের টানটান ভাব অনুভব করবেন।

লেবুর রসেও আছে অশেষ গুণ

লেবুর রস দিয়ে অনবদ্য টোনার তৈরি করা সম্ভব। এটা এমনই এক উপাদান যার সঙ্গে কোনও কিছু মেশানোরই প্রয়োজন পড়ে না। তবে ত্বক একটু বেশি শুষ্ক হলে লেবুর রস আর কাঁচা দুধ দুটি উপাদান মিশিয়ে তৈরি করতে পারেন এক অসাধারণ ভেষজ টোনার। এটা শুধু ত্বক টোন-ই করে না এক অভূতপূর্ব ফ্রেশ অনুভূতিও দেয়। ১০-১৫ মিনিট ত্বকে লাগিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন অবশ্যই ব্যবহার করুন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...