আমি ২৬ বছর বয়সি। আমার এক সহকর্মীর প্রেমে পড়ি বছর দুয়েক আগে। ঘটনাক্রমে একদিন আমরা শরীরী সম্পর্কও স্থাপন করে ফেলি। এই দুবছরে ওর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছি। আমার প্রেমিকটি দিনেদিনে চূড়ান্ত ভাবে পজেসিভ হয়ে উঠছে। এতটাই বেড়েছে তার পজেসিভনেস যে, মাঝে মাঝে আমার দমবন্ধ লাগে। ওর মধ্যে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা সব সময় লক্ষ্য করি। ও অত্যন্ত ডমিনেটিং এবং ঈর্ষাপ্রবণ।

শেষ পর্যন্ত সম্পর্কটাকে আমি মাস তিনেক আগে ভেঙে বেরিয়ে আসি। শুরুতে ও বিষয়টাকে বেশ স্পোর্টিংলি নেয় এবং একদিন ভালো মুডে স্বীকার করে ওর  দোষগুলির কথা। কিন্তু মাসখানেক হল একটা অদ্ভূত অনুভূতি হচ্ছে আমার, যেন ক্রমাগত কেউ আমায় অনুসরণ করছে, আমার সমস্ত কাজের দিকে লক্ষ্য রাখছে। রাস্তায় হাঁটতে হাঁটতেও দু-একবার আমার মনে হয়েছে কেউ আমায় ফলো করছে, অথচ পিছন ফিরে কাউকে দেখতে পাইনি।

আমি আমার অতি বিশ্বস্ত এক বান্ধবীকে বলি এই অনুভূতির কথা এবং তাকেই বলি লক্ষ্য রাখতে যে সত্যিই আমায় কেউ অনুসরণ করে কিনা। আমায় অবাক করে সে জানিয়েছে যে, আমার প্রাক্তন প্রেমিকটিই এই কাজ করছে। এই পরিস্থিতিতে আমি অত্যন্ত নার্ভাস বোধ করছি, বুঝতে পারছি না আমার কী করা উচিত।

 

এই পরিস্থিতি সত্যিই আপনার জন্য ভয়ংকর হতে পারে। আপনি এই ঘটনার কথা আপনার বাড়ির লোককে জানান। জানিয়ে দিন আপনার সহকর্মীদেরও। আপনার প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক আছে এমন কোনও সহকর্মীকে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন যে, যা সে করছে তা সুস্থ স্বাভাবিক কাজ নয়। তাতেও যদি না শুধরোয়, তখন অফিসের সিনিয়রদের দিয়ে তাকে হুমকি দেওয়ান যে এই কাজ অবিলম্বে বন্ধ না করলে তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। কিছুদিন আপনি একা হাঁটাচলা করবেন না। যদি এর পরেও তার মানসিকতার পরিবর্তন না হয়, আপনি পুলিশে জানাতে পারেন বা অন্যত্র চাকরি বদলে চলে যেতে পারেন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...