আমি কর্মরতা এক তরুণী। তিন বছর আগে একটি সেমিনারে একটি ছেলের প্রেমে পড়ি। সে বয়সে আমার চেয়ে ৬ বছরের বড়ো। তার নিজস্ব একটি ব্যাবসা আছে। আমরা পরস্পরের সঙ্গে সিরিয়াসলি ইনভলড।
আমার বয়ফ্রেন্ডের একটি দুঃখজনক অধ্যায় আছে। একটি এয়ারক্র্যাশে সে তার বাবা-মাকে হারায় মাত্র উনিশ বছর বয়সে। তখন তার বোনের বয়স মাত্র ছয়। সেই থেকে সে-ই বোনকে বড়ো করে তুলেছে। এখন ভাইবোন একে অন্যের অবলম্বন।
কিছুদিন আগে আমি Boyfriend-কে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে অদ্ভূত রকমের গম্ভীর হয়ে যায়। তারপর বলে বিয়ের ব্যাপারে সে নিশ্চিত নয় কারণ তার বোন আমায় মেনে না-ও নিতে পারে। আমি কিন্তু আমার এই সম্পর্কের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস এবং আমি ওকেই বিয়ে করতে চাই। এই পরিস্থিতিতে আমি কী করব ভেবে পাচ্ছি না। সাহায্য করুন।
আপনি ছেলেটিকে পরিষ্কার বলুন যে আপনি এই সম্পর্কের একটি মধুর এবং দীর্ঘস্থায়ী পরিণতি চান। আপনি বিষয়টার নেতিবাচক দিকটি মনেই আনবেন না। ছেলেটির বোনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন। ছেলেটিকে বলুন আপনার সঙ্গে বোনের আলাপ করিয়ে দিতে। ছেলেটিকে আশ্বস্ত করুন যে আপনি তার বোনকে এমন কিছু বলবেন না বা এমন কিছু করবেন না যাতে সে আপসেট হয়ে পড়ে। আলাপ হলে বোনটির সঙ্গে এমন ব্যবহার করুন যাতে সে বোঝে আপনার তার উপর যথেষ্ট স্নেহ আছে। মেয়েটির মধ্যে হয়তো অবচেতনে বাবা-মা হারানোর দুঃখটা চেপে বসে আছে। যার পরিণাম হল সেন্স অফ ইনসিকিউরিটি। স্বাভাবিক কারণেই তার দাদার উপর অতিমাত্রায় নির্ভরতা রয়েছে। আপনাকে তার বিশ্বাস জয় করতে হবে কারণ তার দাদার স্নেহ অপসারিত হবে আপনার কারণে, এই নিরাপত্তাহীনতা তাকে পেয়ে বসতে পারে। তাই এই ছেলেটিকে বিয়ে করতে হলে আপনাকে তার বোনের খুব কাছের মানুষ হয়ে উঠতে হবে।