আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। মাথার উপর ছাতা না ধরলে ভিজে যেতে পারেন। ভিজে গেলে সৌন্দর্য নষ্ট হবে, ঠান্ডা লেগে সর্দি-কাশি, জ্বরও হতে পারে। তাই হাতে রাখা চাই ছাতা। শুধু কালো ছাতা নয়, ছাতা হোক বর্ণময়। ছাতা হোক আপনার রুচি এবং সৌন্দর্যের বাহক। শোভিত হোক পথ এবং পথিক।
এই প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে ছাতা প্রস্তুতকারী সংস্থাগুলি বাজারে এনেছে নানারকম গুণমানের বাহারি ছাতা। অনেকে হয়তো জানেনই না, কেমন সেই ছাতা, কী তার বৈচিত্র্য?
সিম্পল প্লেইন কালার্ড ছাতাঃ আপনার ড্রেস-এর সঙ্গে ম্যাচিং করে কিনুন এই ছাতা। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি প্রভৃতি রং-এর এই সব ছাতা আপনার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে।
ইউ হ্যান্ডেল-এর লম্বা দণ্ডযুক্ত ছাতাঃ শুধু বর্ষায় নয়, যে-কোনও ঋতুতেই এই ছাতা ব্যবহার করা যায়। এই ছাতা আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে তুলবে। এক কাঁধে এই ছাতা নিয়ে অন্য কাঁধে ব্যাগ রেখে ধীর পায়ে হেঁটে গেলে অন্যের দৃষ্টি আকর্ষণ করবেই।
লেসযুক্ত ছাতাঃ কালারফুল স্কার্ট কিংবা প্রিন্টেড সালোয়ার-এর সঙ্গে দারুণ মানাবে লেসযুক্ত ছাতা। এই ছাতা যেমন নানারকম উজ্জ্বল রং-এর হয়, ঠিক তেমনই সুন্দর ঝালর দিয়ে সাজানো থাকে। চলার সময় এই ঝালর দুলতে থাকলে আপনার চলায় একটা ছন্দ যোগ হবে।
স্কেলোপ্ড ছাতাঃ গোল কিন্তু প্রতিটি খাঁজ ইউ-শেপ-এর এবং ছোটো ঝালরযুক্ত এই ছাতা। কলেজ-পড়ুয়াদের এই ছাতা ভীষণ মানানসই হবে।
ডবল অথবা ট্রিপল ফ্রিল গিগি ছাতাঃ প্রিন্টেড কিংবা প্লেইন, ডবল কিংবা ট্রিপল ফ্রিল গিগি ছাতা ওয়েস্টার্ন ড্রেস-এর সঙ্গে দারুণ মানাবে।
ক্লাউড এবং রেইনড্রপ ছাতাঃ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আপনি যে-ছাতা মাথার উপর রেখে হেঁটে চলেছেন, সেই ছাতার ওপরে যদি মেঘ কিংবা বৃষ্টির অসংখ্য ফোঁটার নকশা শোভিত হয়, তাহলে ব্যাপারটা জমে যাবে। নিমেষে মনটা রোমান্টিক হয়ে উঠবে আর না ভিজেও বৃষ্টির আমেজ অনুভব করবেন সারা গায়ে।
ডেজি ফুললেন্থ ছাতাঃ ডেজি ফুল মাথায় থাকলে ঠিক যেমন সুন্দর লাগবে আপনাকে, ঠিক তেমনই ডেজি ফুললেন্থ ছাতাও আপনার সৌন্দর্য বাড়িয়ে তুলবে। লাল, নীল, হলুদ সবরকম রং-এ পাওয়া যায় এই ছাতা।
সানফ্লাওয়ার ব্লুম ফুললেন্থ ছাতাঃ সবুজ রং-এর পোশাকের সঙ্গে সানফ্লাওয়ার ব্লুম ফুললেন্থ ছাতা ব্যবহার করলে মনে হবে, সত্যিই বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে একটি সূর্যমুখী ফুল।
অ্যাসফল্ট ছাতাঃ ঘনবৃষ্টির ধারার সঙ্গে অ্যাসফল্ট ছাতা দারুণ জমবে। কিনে আনুন অ্যাসফল্ট ছাতা আর প্রেমিকের সঙ্গে উপভোগ করুন বৃষ্টির আমেজ। বৃষ্টিতে রোমান্স করার জন্য অ্যাসফল্ট-এর জুড়ি নেই।
নিউব্রেলা ছাতাঃ জিনিসপত্র হাতে থাকলে বৃষ্টির মধ্যে হাঁটতে অনেকসময় অসুবিধা হয়। কিন্তু নিউব্রেলা ছাতা কিনলেই সমস্যামুক্তি। এই ছাতা হাতে ধরার প্রয়োজন হয় না, কাঁধে সেঁটে থাকে। অতএব আর কোনও চিন্তা নেই, জিনিসপত্র হাতে নিয়ে বৃষ্টির মধ্যে পথ চলুন নিশ্চিন্তে।
তলোয়ার ছাতাঃ তলোয়ার ছাতার হ্যান্ডল ঠিক তলোয়ারের শেপ-এর মতো হয়। এটা লম্বা এবং স্ট্যান্ডিং ছাতা। বন্ধ করার পর হাতে ধরলে তলোয়ারের মতো মনে হবে।
গার্ডেন আমব্রেলাঃ কোনও পিকনিক পার্টিতে রোদবৃষ্টি থেকে বাঁচতে কিংবা খাবার জিনিস ইত্যাদি ঢাকতে ব্যবহার করা হয় গার্ডেন আমব্রেলা। এই ছাতা আকার-আকৃতিতে বড়ো হওয়ার কারণে একসঙ্গে অনেক লোক আশ্রয় নিতে পারে এই ছাতার নীচে। অনেকরকম রং-এ পাওয়া যায় এই মজবুত ছাতা।
পকেট ছাতাঃ এই পকেট ছাতা হাতে রাখলে চট করে কেউ বুঝতেই পারবে না ছাতা নাকি অন্যকিছু। শুধু একটা বোতাম টিপলেই খুলে যাবে স্বাভাবিক মাপের ছাতা এবং লোকে অবাক হবে। এই ছাতা বৃষ্টিতে বাসে-ট্রামে বহন করতে কিংবা কোথাও রাখতে সুবিধে।
টিউবলাইট ছাতাঃ এটা খুবই মজাদার ছাতা। বর্ষাকালে বিদ্যুৎ-বিভ্রাটে যখন অন্ধকার রাস্তায় হাঁটতে অসুবিধা হয় এবং বিপদের ঝুঁকি নিতে হয়, তখন আপনাকে বাঁচাবে টিউবলাইট ছাতা। শুধু একটা বোতাম টিপলে যখন খুশি জ্বালাতে পারবেন এই ছাতায় যুক্ত থাকা ছোট্ট টিউবলাইট-এর মতো আলো। রাস্তায় চলার সময় লোকজন বেশ অবাক হয়ে তাকাবে আপনার ছাতার দিকে।