আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। মাথার উপর ছাতা না ধরলে ভিজে যেতে পারেন। ভিজে গেলে সৌন্দর্য নষ্ট হবে, ঠান্ডা লেগে সর্দি-কাশি, জ্বরও হতে পারে। তাই হাতে রাখা চাই ছাতা। শুধু কালো ছাতা নয়, ছাতা হোক বর্ণময়। ছাতা হোক আপনার রুচি এবং সৌন্দর্যের বাহক। শোভিত হোক পথ এবং পথিক।

এই প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে ছাতা প্রস্তুতকারী সংস্থাগুলি বাজারে এনেছে নানারকম গুণমানের বাহারি ছাতা। অনেকে হয়তো জানেনই না, কেমন সেই ছাতা, কী তার বৈচিত্র্য?

সিম্পল প্লেইন কালার্ড ছাতাঃ  আপনার ড্রেস-এর সঙ্গে ম্যাচিং করে কিনুন এই ছাতা। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি প্রভৃতি রং-এর এই সব ছাতা আপনার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে।

ইউ হ্যান্ডেল-এর লম্বা দণ্ডযুক্ত ছাতাঃ  শুধু বর্ষায় নয়, যে-কোনও ঋতুতেই এই ছাতা ব্যবহার করা যায়। এই ছাতা আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে তুলবে। এক কাঁধে এই ছাতা নিয়ে অন্য কাঁধে ব্যাগ রেখে ধীর পায়ে হেঁটে গেলে অন্যের দৃষ্টি আকর্ষণ করবেই।

লেসযুক্ত ছাতাঃ  কালারফুল স্কার্ট কিংবা প্রিন্টেড সালোয়ার-এর সঙ্গে দারুণ মানাবে লেসযুক্ত ছাতা। এই ছাতা যেমন নানারকম উজ্জ্বল রং-এর হয়, ঠিক তেমনই সুন্দর ঝালর দিয়ে সাজানো থাকে। চলার সময় এই ঝালর দুলতে থাকলে আপনার চলায় একটা ছন্দ যোগ হবে।

স্কেলোপ্ড ছাতাঃ  গোল কিন্তু প্রতিটি খাঁজ ইউ-শেপ-এর এবং ছোটো ঝালরযুক্ত এই ছাতা। কলেজ-পড়ুয়াদের এই ছাতা ভীষণ মানানসই হবে।

ডবল অথবা ট্রিপল ফ্রিল গিগি ছাতাঃ  প্রিন্টেড কিংবা প্লেইন, ডবল কিংবা ট্রিপল ফ্রিল গিগি ছাতা ওয়েস্টার্ন ড্রেস-এর সঙ্গে দারুণ মানাবে।

ক্লাউড এবং রেইনড্রপ ছাতাঃ  ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আপনি যে-ছাতা মাথার উপর রেখে হেঁটে চলেছেন, সেই ছাতার ওপরে যদি মেঘ কিংবা বৃষ্টির অসংখ্য ফোঁটার নকশা শোভিত হয়, তাহলে ব্যাপারটা জমে যাবে। নিমেষে মনটা রোমান্টিক হয়ে উঠবে আর না ভিজেও বৃষ্টির আমেজ অনুভব করবেন সারা গায়ে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...