টিকিটের হাহাকার৷বেড়াতে যাওয়ার উপায় নেই বলে মনখারাপ করছেন? মানসভ্রমণে তো বাধা নেই। নাগাল্যান্ড ঘোরার অভিজ্ঞতা যাদের আছে তারা সকলেই জানেন এখানকার হর্নবিল ফেস্টিভ্যালের কথা।কোভিড পরিস্থিতির আগে এই উৎসব উপলক্ষে বহু বিদেশি পর্যটক এবং আলোকচিত্রীরী ভিড় জমাতেন এই উৎসবে।এ‌বছরও আশা করা যায় ভিড় জমবে৷

এই উৎসবক ভারতীয় ধনেশ পাখির নাম থেকে হর্নবিল উৎসব নামে অভিহিত করা হয়৷ ধনেশ পাখির স্থান নাগা জনজাতির সংস্কৃতি এবং লোকসাহিত্যে অতি গুরুত্বপূর্ণ৷এই উৎসব নাগাল্যান্ড রাজ্যের পর্যটনের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷পর্যটকদের নাগা কৃষ্টি এবং সংস্কৃতির বিষয়ে জানার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিয়ে এসেছে।

নাগাল্যান্ডের অপরূপ ব্যাকড্রপ আর তার সঙ্গে যদি আঞ্চলিক ঐতিহ্যের ছোঁয়া খুঁজতে ঙালোবাসেন যারা, তাদের সকলেরই গন্তব্য ছিল হর্নবিল ফেস্টিভ্যাল।

Travel Hornbill Festival

প্রত্যেক বছর ১-১০ ডিসেম্বর, নাগাল্যান্ডের রাজধানী শহর কোহিমার নাগা হেরিটেজ গ্রাম কিসামায়, অনুষ্ঠিত হয় এই উৎসব। আঞ্চলিক মানুষজনের কাছে এটি কার্যত এক মহোৎসব। ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। প্রচুর ধুমধাম সহকারে উদযাপিত হয় এই হর্নবিল ফেস্টিভ্যাল।

হর্নবিল উৎসব নাগাল্যান্ডের পর্যটন এবং শিল্পকলা এবং সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত করে৷ এই উৎসব সব নাগা জনজাতির শিল্পকলা-সংস্কৃতির একটা উৎসব উদযাপন করার এক প্রচেষ্টা৷  উৎসবটির বিশেষ আকর্ষণ হল শিল্পকলা এবং লোকনৃত্যের প্রদর্শনী, নাগা খাদ্যের স্টল, ফুলের প্রদর্শনী, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন, ফ্যাশন শো, মিস নাগাল্যান্ড সুন্দরী প্রতিযোগিতা, পরম্পরাগত তীরন্দাজী নাগা মল্লযুদ্ধ, পরম্পরাগত খেলাধূলা

নাগাল্যান্ডের উজ্জ্বল পরিধানে সজ্জিত যুবক-যুবতিরা মন ভোলান তাদের লোকনৃত্য ও লোকগানের মাধ্যমে। এছাড়াও কাঠের তৈরি ছোট্ট বাড়িতে যা মোরাং নামে পরিচিত, সেখানে চলে নানা প্রদর্শনী। নাগা চিলি ইটিং কম্পিটিশন, স্পিল্ট ব্যাম্বু ওয়াক রেস দেখাও এক অনবদ্য অভিজ্ঞতা। এটা এক ধরনের ব্যালান্স-এর খেলা। যেখানে দুটো লম্বা বাঁশের কঞ্চি রণপায়ে মতো ব্যবহার করে হাঁটতে হয়। এটি সত্যিই এক অভিনব প্রতিযোগিতা।

Hornbill Festival of Nagaland

করোনার পরিবেশ মুক্ত হলে যদি যাওয়ার পরিকল্পনা থাকে, তবে দিন তিনেক থেকে দেখুন উৎসবের নানা অনুষ্ঠান। সঙ্গে অবশ্যই সময় বের করে নিন ভিলেজ ওয়াক-এর জন্য। খোনোমো গ্রামে ঢুকে পায়ে পায়ে দেখে নিন নাগা জীবনশৈলীর রোজনামচা।

কীভাবে যাবেন : কামরূপ এক্সপ্রেসে কলকাতা থেকে ডিমাপুর নামুন। ডিমাপুর থেকে ট্যাক্সিতে ঘন্টা দুয়েে পেঁছোবেন কোহিমা।

কোথায় থাকবেন : অ্যাকোমোডেশন ইন হর্নবিল ফেস্টিভ্যাল-এর থ্রেড-এ সার্চ দিলেই প্রচুর হোটেল-এর হদিশ পাবেন ইন্টারনেট-এ।

আরো গল্প পড়তে ক্লিক করুন...