চা মানেই ক্লান্তি নিবারণের এক অব্যর্থ উপায়৷ গবেষণায় দেখা গেছে, কালো চা স্ট্রোকের ঝুঁকি কমায়। তা ছাড়া নিয়মিত কালো পান করলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এমনকী যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান; তাদের জন্যও লিকার চা খুবই কার্যকরী।
শারীরিক সুস্থতায় কালো চা পানের বিকল্প নেই। কালো চা আমরা সাধারণত লিকার হিসেবে অথবা দুধ-চিনি মিশিয়ে পান করে থাকি।প্রতিটি বাড়িতেই সকালে বিকেলে চায়ের আসর বসা এক নৈমিত্তিক ঘটনা৷ প্রতিদিন বাড়ির ডাস্টবিনে জমা হয় একাধিক টি ব্যাগ কিংবা চা-পাতা। জানেন কি, এই ফেলে দেওয়া জিনিসটিও বেশ কাজের।
ত্বক ও চুলের একাধিক সমস্যা সমাধানে চা পাতা খুবই উপকারী।শুধু শারীরিক সুস্থতা নয় বরং ত্বকের কালো দাগ দূর করতে পারে চা।রইল চা দিয়ে রূপচর্চার নানা টিপস।
চুলের পুষ্টিতে চা
চুল কন্ডিশনিং করতে চা পাতা যথেষ্ট কার্যকরী। আর বর্তমানে যে হারে ভেজাল পণ্য বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে তাতে করে ঘরের পণ্যই ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
যারা বাড়িতে নিয়মিত চা পান করেন তাদের জন্য এ কাজটি আরও বেশি সহজ। কারণ, ব্যবহৃত চা পাতার নির্যাস থেকেও এ কাজ করা সম্ভব।
চা পাতা, প্রয়োজন অনুযায়ী জলে ফুটিয়ে নিতে হবে আধা ঘণ্টার মতো। তারপর ঠান্ডা করে নিতে হবে।চুল শ্যাম্পু করার পর চা পাতা দিয়ে ফুটানো জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। তারপর হেয়ার ড্রয়ার দিয়ে শুকিয়ে নিতে হবে। দেখবেন চুলের কতটা উজ্জলতা বৃদ্ধি পেয়েছে৷
চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট দুর্বল চুলকে মজবুত করে এবং এর ভিটামিন উপাদান চুলকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। ফলে চুল অনেক বেশি সিল্কি ও শাইনি দেখায়। এভাবে সপ্তাহে অন্তত তিনবার করলে সুফল পাবেন।
কালো চায়ে রূপটান
কালো চায়ের মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। চায়ের পলিফেনল হচ্ছে ব্যাকটেরিয়ার যম। যেকোনো জীবাণু ধ্বংসে কাজ করে কালো চায়ে থাকা উপাদানসমূহ। ত্বক ও চুলের যত্নে কালো চা ব্যবহারেই দেখবেন ম্যাজিকের মতো ফলাফল। চলুন তবে জেনে নেয়া যাক রূপচর্চায় কালো চায়ের ব্যবহার-
চায়ের লিকার দিয়ে নিয়মিত মুখ ধোয়ার ফলে মুখের ছোপ ছোপ দাগ থাকলে তা দূর হয়ে যাবে। ইচ্ছে করলে লিকার-টা বরফ করেও ব্যবহার করা যায়। চায়ের ঠান্ডা লিকারের সঙ্গে ভুট্টার দানার গুঁড়ো মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়। ত্বক শুষ্ক হলে নিয়মিত গ্রিন টি ভিজিয়ে রেখে মুখে লাগালে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
ত্বকচর্চায় চা
চোখের তলার ফোলাভাব দূর করে চা পাতা। চা পাতা জলে ভিজিয়ে রাখুন। সেই জল তুলোয় করে চোখের চারপাশে লাগান। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
ডার্ক সার্কেল দূর করতেও চায়ের পাতা বেশ উপকারী। চায়ের পাতা ফেলে না দিয়ে তা ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করুন। একটি টি ব্যাগ জলে ভিজিয়ে তা চোখের ওপর ১০ মিনিট রাখুন। তারপর এমনি জলে ধুয়ে নিন।
টোনার হিসেবেও চায়ের পাতা ব্যবহার করুন। জলে চায়ের পাতা ফুটিয়ে নিন। ঠান্ডা করে জলটি তুলোয় করে মুখে লাগান। উপকার পাবেন।
রোদে পোড়া ত্বকের জন্যও এটি উপকারী। চায়ের পাতা ফেলে না দিয়ে তা আবার ফুটিয়ে নিন। লিকার-টি রোদে পোড়া দাগের ওপর লাগিয়ে দিন।এটির নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।