প্রত্যেকটি শিশু তার মা-বাবার সঙ্গে হেসেখেলে কিছুটা সময় কাটাবে, এটাই কাম্য। কারণ, বাবা-মায়ের মতো প্রকৃত বন্ধু আর কেউ হতে পারে না। তাই সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে যতটা সম্ভব বন্ধুর মতো যেমন মেলামেশা করা উচিত সন্তানের সঙ্গে, ঠিক তেমনই সময় সুযোগ বুঝে সুশিক্ষা দেওয়া উচিত সন্তানকে। কারণ, তারা সবচেয়ে বেশি কমফর্টেবল থাকে মা-বাবার সঙ্গে থাকার সময়টাতে। তাই বন্ডিং টাইম-টাকে কাজে লাগিয়ে, সন্তানের মানসিক নির্ভরতার আধার হয়ে উঠুন। আপনি সমস্ত অ্যাটেনশন দিয়ে বাচ্চাকে আগলে রাখলে, সেও ইমোশনালি এবং ফিজিক্যালি অনেক নিশ্চিন্তবোধ করবে। এটাই তাকে মানসিক ভাবে ভালো থাকার রসদ জোগাবে এবং সন্তান সুশিক্ষিত কিংবা বলা যায় প্রকৃত শিক্ষা পাবে।
কখন, কী করবেন:
- সকাল থেকে রাত— কীভাবে সময় কাটাবেন সন্তানের সঙ্গে, সে বিষয়ে সন্তানের সঙ্গে আলোচনা করে নিন। বেশিরভাগ বাচ্চারা বেশ বুদ্ধিমান। তাদের সম্পূর্ণ পরিস্থিতি বুঝিয়ে বললে তারা ঠিকই বুঝতে পারবে।
- প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় বের করে নিন, যখন সন্তানের সঙ্গে সময় কাটাবেন। এই সময়টায় দু'জনে একসঙ্গে গান শুনুন কিংবা দাবা খেলুন। কোনও গল্প পড়েও শোনাতে পারেন বাচ্চাকে।
- এখনকার বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যাস খুব কমে গিয়েছে। আপনার ছুটির দিনে ওদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। বই পড়ার অভ্যাস না থাকলে কোনও ভালো গল্প পড়ে শোনান, কিন্তু সম্পূর্ণ করার আগেই থেমে যান। সন্তানকে বলুন বাকি অংশ ও যেন আপনাদের পড়ে শোনায়। শিশু-সাহিত্যিকদের লেখা একটা করে গল্প পড়ে শোনানোর ফলে মাতৃভাষার প্রতি ধীরে ধীরে আগ্রহও বাড়বে।
- আপনার ল্যাপটপ বা ডেস্কটপ-এ সন্তানের সঙ্গে সেরা মুহূর্তগুলির ছবি অ্যালবাম-এ সেভ করে রাখুন। খুব মন খারাপের দিনগুলোয় যাতে সে ওগুলো দেখে আনন্দ পায়৷
- সন্তান মা-বাবার কেয়ার করে, এই ভাবনাটুকুই সন্তানকে বাইরের নানা অপ্রীতিকর পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। তাই ওর মনের ইনসিকিয়োরিটি দূর করতে, খারাপ-ভালো পরিস্থিতিতে ওর পাশে থাকুন।
- সন্তানের ছোটো ছোটো সাফল্য সেলিব্রেট করুন।
- ডিনার করুন একসঙ্গে। এর ফলে সারাদিন সে কী করল, তা শেয়ার করার সুযোগ পাবে।
- অতিরিক্ত শাসন না করে তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। এতে সমাধানের পথ খুঁজে পাবেন।
- একটা ছোট্ট ডায়ারি তৈরি করুন। আপনার সন্তানের ছোটোখাটো কোনও কৃতিত্বের ঘটনা ঘটলে, দু- চার লাইন সেখানে লিখে রাখুন। যদি জীবনের কোনও পর্যায়ে সন্তান ডিমোটিভেটেড হয়ে পড়ে, এই ডায়ারি-টি তাকে মানসিক শক্তি জোগাবে।