নতুন একটি ছবি প্রযোজনা করতে চলেছেন ইন্দোর-প্রবাসী ডা. রাজীব পাল। তাঁর এই নতুন ছবিটির পরিচালনার জন্য বেছে নিয়েছেন শুভেন্দু দাস-কে। নারীকেন্দ্রিক কাহিনিতে আধারিত এই ছবির শিরোনাম ‘উয়োম্যান পাওয়ার’। কলকাতা প্রেস ক্লাবে ছবিটির শুটিং শুরু করার কথা ঘোষণা করা হল আনুষ্ঠানিক ভাবে।মুখ্য চরিত্রে রূপদানকারী জুটি অলিভিয়া সরকার এবং সাহেব ভট্টাচার্য ছাড়াও, এই ঘোষণা-পর্বে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। সকলে মিলে এই ছবির পোস্টার-ও লঞ্চ করলেন মহানন্দে।

Entertainment news

আজকের সমাজের নারীর আত্ম-মর্যাদার কথা উঠে আসবে এই ছবিতে—এমনটাই জানালেন পরিচালক। ছবির নায়ক সাহেব ভট্টাচার্য জানালেন, এই ছবিতে অজয় এবং পূজার ভালোলাগা এবং ভালোবাসা তৈরি হয় মেডিকেল কলেজের শিক্ষা-পর্বে। এরপর খুব স্বাভাবিক ভাবে নিয়ম মেনে বিয়েও হয়। তবে বিয়ের পর হঠাৎই দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। কিন্তু কেন? কী ঘটবে এরপর? আত্ম-মর্যাদা অক্ষুন্ন রাখতে পারবে কি পূজা? ওদের স্বামী-স্ত্রীর সম্পর্কের পরিণতি-ই বা কী হবে? এমন অনেক প্রশ্নের-ই নাকি উত্তর দেবে এই ছবি। ছবিতে সাহেব ভট্টাচার্য, অলিভিয়া সরকার,  উপাসনা মৈত্র, স্নেহা বিশ্বাস ছাড়াও, অভিনয়ে থাকবেন  আরও অনেকে। অলিভিয়া জানালেন, ‘এই ছবিতে আমার চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত যতটা শুনেছি, একদম অন্যরকম চরিত্র। আমি নিজে খুব উত্তেজিত এই ছবিতে অভিনয় নিয়ে।আশা করছি, অভিনয় শুরু হলে আমার চরিত্র সম্পর্কে আরও ভালো করে বলতে পারব।’ পরিচালক জানিয়েছেন, রাজেশ শর্মা সহ আরও একাধিক অভিনেতার সঙ্গেও প্রাথমিক কথা হয়েছে এই ছবিতে অভিনয়ের ব্যাপারে। আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হবে। কলকাতা ছাড়াও শুটিং লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছে ইন্দোর এবং কাশ্মীরকে।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...