নিখিল জৈনর সঙ্গে বিচ্ছেদ এর পর পর-ই নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক ।আসলে অভিনেত্রী হওয়ার সুবাদে এমনিতেই নুসরত ছিলেন আলোচনার শীর্ষে৷আর অভিনেত্রী হওয়া ছাড়াও নুসরতের একটা বিরাট পরিচয় রয়েছে৷ তিনি বসিরহাটের সাংসদ। তৃণমূলের এই সাংসদকে ঘিরে জাতীয় স্তরেও কম আলোচনা হয়নি। তাই লোকসভায় দাঁড়িয়ে শাখা-সিঁদুর পরে নুসরত জাহান, রুহি জৈন পরিচয়ে শপথ নেওয়ার পরই যখন নিজের বিয়েকে ‘অবৈধ ও বেআইনি’ বলে ঘোষণা করলেন-- তখন থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। সরাসরি সেই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছিলেন নিখিল। নুসরতও সেইসময় তাঁর গর্ভজাত সন্তানের পিতৃত্বের পরিচয় ফাঁস করেননি।
বৃহস্পতিবার অর্থাৎ গত কাল দুপুর ১টায় নুসরত এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলে হবে না মেয়ে, জানতে কাল থেকেই উৎকণ্ঠা ছিল সকলের মনে ।এমনিতেই আমাদের সমাজে, অবিবাহিতা নারীর মাতৃত্ব নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়৷ আর এবার তো আলোচনার কেন্দ্রে স্বয়ং সাংসদ৷ নিন্দুক ও সমালোচকের দল সাংসদ-অভিনেত্রীর 'বহুগামিতা' নিয়েও প্রশ্ন তুলেছিল। তীব্র কটাক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণের তির, উড়ে এসেছিল নুসরতের দিকে। সেইসময় নুসরত–কে নীতিগত সমর্থন জানিয়েছিলেন প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন৷ নুসরতের সমালোচকদের উদ্দেশে তোপ দেগে তসলিমা বলেছিলেন, 'কই পুরুষদের বহুগামিতা নিয়ে তো কেউ প্রশ্ন করে না!'
নুসরতের প্রেগন্যান্সি ঘিরে যতই বিতর্ক থাক, মা হওয়ার পর অভিনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকলেই। সদ্যোজাতর নাম ও ছবি দেখার জন্য অনুরাগীরা উদগ্রীব।আপাতত জানা গিয়েছে তিনি ছেলের নাম রেখেছেন ইংরেজি অক্ষর ‘Y’ দিয়ে। নুসরতের পুত্র-সন্তানের নাম ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই তিনি রাখতে চান ছেলেকে। বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনতে ইচ্ছুক নন নায়িকা।
নুসরতের সন্তান জন্মের খবর সামনে আসতেই শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। মিমি, তনুশ্রী, শ্রাবন্তী-সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-কে। শুভেচ্ছা জানাতে ভোলেননি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম দাঁড়িয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নুসরতকে অনেক অভিনন্দন’।