আমাদের অনেকেরই বিদেশে ঘুরে বেড়ানোর শখ আছে। অনেকেরই শখ আছে বরফের ঘরে রাত কাটানোর বা আরামদায়ক বিছানায় শুয়ে আকাশের তারা খসা বা তুষারপাত দেখা। এরকম ইচ্ছে থাকলে আপনাদের সে ইচ্ছেও পূরণ হয়ে যাবে। কারণ আমাদের এই পৃথিবীতে এমন কিছু হোটেল আছে যা আপনার মনের ইচ্ছে পূরণ করতে পারবে। সেরকম কয়েকটি হোটেলের সন্ধান রইল এই লেখায়।

কেভ রিসর্ট : ওয়েস্ট ইন্ডিজের জামাইকা-তে আছে কেভ রিসর্ট। এটি হল সমুদ্রের গায়ে প্রাকৃতিক চুনাপাথরের গুহায় তৈরি একটি হোটেল। সেখানে গেলে আপনি গুহায় বসে নীল সমুদ্র দেখার শখ অনায়াসেই পূরণ করতে পারবেন এবং সেই সাথে বিলাসিতারও অভাব হবে না। এখানে ডাইনিং হল, স্পা, রিসর্ট, অত্যাধুনিক সমস্ত ব্যবস্থাই আছে। আর সবচেয়ে সুন্দর হল গুহার ছাদে বসে সমুদ্র দেখতে দেখতে ক্যান্ডেল লাইট ডিনারও করা। একবার ভাবুন তো কি থ্রিলিং ব্যাপার হবে!

কক্সল্যাটিন্যান হোটেল : ফিনল্যান্ডের কক্সল্যাটিন্যান হোটেলটিতে ঘরের মধ্যে রয়েছে নরম বিছানা, ফায়ার প্লেসের উষ্ণতা ইত্যাদি। আপনি চাইলে এই হোটেলের বিছানায় নরম কম্বলের ভেতর শুয়ে বরফ ঢাকা প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন। এর জন্য রয়েছে গ্লাস ইগলু-র ব্যবস্থা। তাই আসল ইগলুর-র অনুভব পাবেন। বাইরের উষ্ণতা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড হলেও ভয় পাবেন না, বরফের ঘরের তাপমাত্রা থাকবে ৩ ডিগ্রি। সাথে পাবেন নরম আর গরম কম্বল থেকে বিলাসের সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা। আর যদি নিজেকে কয়েকদিনের জন্য রাজপুত্র বা রাজকন্যা ভাবতে চান, তবে সে সুযোগও পাবেন। এখানে রাজকীয় ঘরের রাজকীয় শয্যাও আছে।

হোটেল দি গ্ল্যান্স : কানাডার হোটেল দি গ্ল্যান্স হোটেলটির নাম অনেকেরই জানা। এই হোটেলটি তৈরি করা হয়েছে বরফের পরতে পরতে কারুকার্য করে বরফকে কেটে কেটে। বহু শিল্পী এই কারুকার্য দেখে তারিফ না করে পারবেন না। বরফের প্যালেসে রাজকীয় শয্যা, খাবার ঘর, বাথরুম বিলাস ও বিনোদনের যাবতীয় ব্যবস্থাও সেখানে পাবেন। প্রত্যেক বছর শীতে নতুন করে খোলা হয় হোটেলটি। বরফের চোখ ধাঁধানো কারুকার্য বদলে যায়। এই সুবিধা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়।

আরো গল্প পড়তে ক্লিক করুন...