ইতিমধ্যেই একাধিক বলিউডি বিয়ের কনেকে সাজিয়েছেন তিনি তাঁর সৃষ্টির জাদুতে। এবার আবার ডাক পড়েছে এই বিখ্যাত বাঙালি পোশাক ডিজাইনার সব্যসাচীর। টিনসেল টাউনের অভিনেত্রীদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেছে, তাদের বিয়ের পোশাক ডিজাইনার সব্যসাচী মুখার্জীর হাতে তৈরি।এখন  বাজার গরম ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের বিয়ের খবরে। রাজস্থানের সাওয়াই মাধোপুরে নাকি এই ডিসেম্বরেই মেগা ইভেন্ট আয়োজন করে বিয়ের আসর বসতে চলেছে দুই তারকা অভিনেতার।

Katrina Kaif Vicky Kaushal Wedding, এই নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।সূত্রের খবর অনুযায়ী সব্যসাচীই, ক্যাটরিনা ও ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন। সম্প্রতি সব্যসাচীর ডিজাইন করা কমলা রঙের একটি শাড়ি পরেই সূর্যবংশীর প্রচারে গিয়েছিলেন Katrina Kaif।  সেই থেকেই বারবার উঠে এসেছে সব্যসাচীর নাম। জানা যাচ্ছে ক্যাট ও সব্যসাচী এরই মধ্যে বিয়ের পোশাক নির্বাচনও  করে ফেলেছেন। র-সিল্কের কাপড়ে তৈরি হতে চলেছে ক্যাটরিনার বিয়ের লেহেঙ্গা।

বলিউডে এর আগেও তারকারা বিয়েতে Sabyasachi Mukherjee-র ডিজাইন করা পোশাক পরেছেন।খুব সম্প্রতিক সময়ের মধ্যে চর্চিত যে-তিনজন নায়িকার বিবাহের পোশাক সৃষ্টি করেছেন সব্যসাচী, তাঁরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা ও দীপিকা পাডুকোন।

আসলে বলিউড তারকারা হামেশাই সব্যসাচীর পোশাক গায়ে চাপিয়ে বড়ো বড়ো অনুষ্ঠানে যোগ দিতে যান।কলকাতায় Sabyasachi Mukherjee-র জন্ম ও বাসস্থান হলেও পরবর্তী সময়ে তাঁর পোশাক পৌঁছে গেছে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদের মতো শহরে। ভারতের সীমানা পেরিয়ে ক্যালিফোর্নিয়া, আটলান্টা, লন্ডন, দুবাইয়ের ফ্যাশন মানচিত্রে স্থান করে নিয়েছে সব্যসাচীর নকশা করা পোশাক আর অলংকার।সুতরাং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বিয়ের পোশাকের দায়িত্বও সব্যসাচীর হাতে দিয়ে পরম নিশ্চিন্তে থাকেন সেলেব কনেরা।

২০১৭ সালের ১১ ডিসেম্বর  ইতালির তাসকানিতে বিয়ে সারেন বিরাট কোহলি ও অনুষ্কা  শর্মা। গোলাপি রঙের সুতোর এমব্রয়ডারি করা লেহেঙ্গা, ফ্লোরাল মোটিফ ডিজাইন—এই দিয়ে শুরু হয়েছিল অনুষ্কা শর্মার মেহেদি অনুষ্ঠানের সাজ। অন্যদিকে বিরাট কোহলি অনুষ্কার সঙ্গে মিলিয়ে পরেছিলেন সাদার ওপর রুপালি জরির কাজের সিল্কের শেরওয়ানি।

দীপিকা পাড়ুকোনের বিয়ের অনুষ্ঠান হয়েছিল বেশ কয়েক দিন ধরে। বিশ্বের সেরা ডিজাইনারদের দিয়ে বিয়ের বিভিন্ন পোশাকের নকশা করিয়েছিলেন দীপিকা।এক বছরের বেশি সময় ধরে চলেছিল পরিকল্পনা। প্রতিটি পোশাকে ছিল ভারতীয় ঐতিহ্য আর সংস্কৃতির ছাপ। তবে ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ের সময় কিন্তু পরেছিলেন সব্যসাচীর নকশা করা লাল লেহেঙ্গা। রণবীর সিংও বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লাল শেরওয়ানি পরেছিলেন।

দুবার, দুই রীতিতে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রথমবার খ্রিশ্চান রীতিতে, সাদা গাউন পরে। পরেরবার হিন্দু রীতিতে, লাল লেহেঙ্গায় আরও রূপসী হয়েছিলেন। এই বিয়ের লাল লেহেঙ্গাটি বানিয়েছিলেন সব্যসাচী। ক্রিমসন লাল রঙের। লেহেঙ্গা জুড়ে ছিল হাতে কাটা, অরগ্যাঞ্জা ফুল। আর সেই ফুলের মাঝে সিয়াম-রেড ক্রিস্টাল বসানো। ১১০ জন সুচিশিল্পী ৩ হাজার ৭২০ ঘণ্টা ধরে বানিয়েছিলেন সেই লেহেঙ্গা।

এর কয়েক বছর আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের বিয়ের পোশাকও ডিজাইন করেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। তিনি সব্যসাচীর ডিজাইন করা লাল রঙের বেনারসি শাড়ি পরেছিলেন।বাঙালি সুন্দরী বিপাশা বসু তাঁর বিয়ের সময় সব্যসাচীর ডিজাইন করা লাল রঙের লেহেঙ্গা পরেছিলেন।পতৌদি পরিবারের কন্যা সোহা আলি খান তাঁর বিয়েতে পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি সুন্দর সোনালি রঙের লেহেঙ্গা।বলিউড অভিনেত্রী আসীনও বিয়েতে ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন। অভিনেত্রী সাগরিকা ঘাটগে ভারতীয় ক্রিকেটার জাহির খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তিনি তাঁর বিবাহের রিসেপশনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন। বলিউড অভিনেত্রী অমৃতা পুরীও তাঁর বিয়েতে পরেছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা ।

আসলে যেকোনও অভিনেতা-অভিনেত্রীদের বিবাহ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়। বিবাহ অনুষ্ঠানকে আলোচনার তুঙ্গে নিয়ে যেতে তারা নানান প্রস্তুতি নেন। বিশেষত বলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের wedding destination প্রায়শই খবরের শিরোনামে থাকে। বিয়েতে তাদের পোশাক, মেক-আপ, জুয়েলারি, আচার-অনুষ্ঠান এই সবকিছুই আলোচনার শীর্ষে থাকে।কিন্তু বেশিরভাগ বিয়েতেই যে এই বাঙালি ডিজাইনার সব্যসাচী, হয়ে উঠেছেন তাঁদের ভরসার জায়গা- এটা নিশ্চিতভাবেই একটি সুখের খবর।

আরো গল্প পড়তে ক্লিক করুন...