ইতিমধ্যেই একাধিক বলিউডি বিয়ের কনেকে সাজিয়েছেন তিনি তাঁর সৃষ্টির জাদুতে। এবার আবার ডাক পড়েছে এই বিখ্যাত বাঙালি পোশাক ডিজাইনার সব্যসাচীর। টিনসেল টাউনের অভিনেত্রীদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেছে, তাদের বিয়ের পোশাক ডিজাইনার সব্যসাচী মুখার্জীর হাতে তৈরি।এখন বাজার গরম ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের বিয়ের খবরে। রাজস্থানের সাওয়াই মাধোপুরে নাকি এই ডিসেম্বরেই মেগা ইভেন্ট আয়োজন করে বিয়ের আসর বসতে চলেছে দুই তারকা অভিনেতার।
Katrina Kaif Vicky Kaushal Wedding, এই নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।সূত্রের খবর অনুযায়ী সব্যসাচীই, ক্যাটরিনা ও ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন। সম্প্রতি সব্যসাচীর ডিজাইন করা কমলা রঙের একটি শাড়ি পরেই সূর্যবংশীর প্রচারে গিয়েছিলেন Katrina Kaif। সেই থেকেই বারবার উঠে এসেছে সব্যসাচীর নাম। জানা যাচ্ছে ক্যাট ও সব্যসাচী এরই মধ্যে বিয়ের পোশাক নির্বাচনও করে ফেলেছেন। র-সিল্কের কাপড়ে তৈরি হতে চলেছে ক্যাটরিনার বিয়ের লেহেঙ্গা।
বলিউডে এর আগেও তারকারা বিয়েতে Sabyasachi Mukherjee-র ডিজাইন করা পোশাক পরেছেন।খুব সম্প্রতিক সময়ের মধ্যে চর্চিত যে-তিনজন নায়িকার বিবাহের পোশাক সৃষ্টি করেছেন সব্যসাচী, তাঁরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা ও দীপিকা পাডুকোন।
আসলে বলিউড তারকারা হামেশাই সব্যসাচীর পোশাক গায়ে চাপিয়ে বড়ো বড়ো অনুষ্ঠানে যোগ দিতে যান।কলকাতায় Sabyasachi Mukherjee-র জন্ম ও বাসস্থান হলেও পরবর্তী সময়ে তাঁর পোশাক পৌঁছে গেছে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদের মতো শহরে। ভারতের সীমানা পেরিয়ে ক্যালিফোর্নিয়া, আটলান্টা, লন্ডন, দুবাইয়ের ফ্যাশন মানচিত্রে স্থান করে নিয়েছে সব্যসাচীর নকশা করা পোশাক আর অলংকার।সুতরাং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বিয়ের পোশাকের দায়িত্বও সব্যসাচীর হাতে দিয়ে পরম নিশ্চিন্তে থাকেন সেলেব কনেরা।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকানিতে বিয়ে সারেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। গোলাপি রঙের সুতোর এমব্রয়ডারি করা লেহেঙ্গা, ফ্লোরাল মোটিফ ডিজাইন—এই দিয়ে শুরু হয়েছিল অনুষ্কা শর্মার মেহেদি অনুষ্ঠানের সাজ। অন্যদিকে বিরাট কোহলি অনুষ্কার সঙ্গে মিলিয়ে পরেছিলেন সাদার ওপর রুপালি জরির কাজের সিল্কের শেরওয়ানি।