এক ভিন্ন ধারার প্রেমের ছবি এবার পর্দায় তুলে ধরতে চলেছেন নির্দেশক বর্ষালী চট্টোপাধ্যায়৷ ছবির নাম ‘কুলপি’। মূল চরিত্রে পায়েল সরকার।এ এক সামাজিক উত্তরণের গল্প৷ প্রথাগত দৃষ্টিভঙ্গী ভাঙার গল্প৷ বিষয়টা আরও একটু খোলসা করা যাক৷

বি ডি প্রোডাকশনের ব্যানারে বিদ্যুৎ দাসের প্রযোজনায় নির্মীয়মান এই ছবিতে দেখা যাবে Dwarf বা খর্বাকৃতি এক মানুষকে, যার নাম কুলদীপ রায় চৌধুরী। সমাজের চোখে যে বামন এবং তার চেহারার বিকৃতির কারণে হাসি-ঠাট্টার শিকার৷ তবে ভালোবাসার পথে চেহারা-শারীরিক গড়ন অন্তরায় হয়ে দাঁড়ায়নি এই ছবিতে৷ এহেন শারীরিক খুঁত সমেত মানুষটিকেই ভালোবেসেছেন পায়েল৷ সিনেমায় নায়কের ভূমিকায় রয়েছে প্রত্যয়। যিনি বাস্তবজীবনেও বামন। পায়েলের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর বিপরীতে অভিনয় করার চ্যালেঞ্জটা নিয়েই ফেলেছেন প্রত্যয়৷ সমাজের ছুঁৎমার্গকে বুড়ো আঙুল দেখিয়ে ভালোবাসার বার্তা দেবে পায়েলের এই ছবি, এ বিষয়ে একশো ভাগ নিশ্চিত ‘কুলপি’ নির্মাতারা।

এর আগে এই ধরনের বিষয় ভিত্তিক কয়েকটি ছবি দেখেছেন দর্শকরা৷ কমল হাসান অভিনীত হিন্দি ছবি আপ্পু রাজা, বা শাহরুখ খানের জিরোর স্মৃতি এখনও অমলিন৷ বামনদের  জীবনচরিত ও প্রেম নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘ছোটোদের ছবি’ ৷তবে এই সিনেমার গল্প একেবারেই ভিন্ন।

এখানে রয়েছে কুলদীপের উপর তার সৎমায়ের পীড়নের কাহিনি৷কটুক্তি আর অপমানে কুলদীপের 'কুলপি' হয়ে ওঠা৷ সার্কাসে তাকে কাজ করানোর চক্রান্তকে সফল করতে সার্কাস মালিকের গুন্ডা পাঠিয়ে কুলদীপকে অপহরণ করার ক্লাইম্যাক্স৷ এবং শেষ পর্যন্ত  পায়েল অর্থাৎ কঙ্কনার প্রতি  কুলদীপের না-বলা প্রমের আত্মপ্রকাশের নাটকীয়তা৷ কেউ কেউ হয়তো জিরো ছবির গল্পের সঙ্গে এর মিল খুঁজতে বসবেন৷ কিন্তু দিনের শেষে একটি কথা স্বীকার করতেই হবে যে, এই ধরনের Social taboo উৎপাটনের মতো একাধিক ছবি হওয়ার প্রয়োজন আছে-- যেখানে কিনা বামন মানুষের সম্মানের সঙ্গে বাঁচার অধিকারের কথা স্পষ্টভাবে বলা হয়৷

Bengali film Kulpi

 

টলি-নায়িকা পায়েল বর্তমানে পুরোপুরি মনোনিবেশ করে ফেলেছেন নিজের ফিল্মি কেরিয়ারে।পরিচালক সপ্তাশ্ব বসুর ‘জতুগৃহ’-র শ্যুটিং শেষ করেছেন পায়েল। বরাবরই নিজের রোলগুলির বিষয়ে চুজি এই নায়িকা৷ তাই ওয়েবসিরিজ থেকে সিনেমা, তাঁর চরিত্রে সবসময়ই আলাদা কিছু থাকে৷ ‘কুলপি’ ছবির চরিত্রটি চ্যালেঞ্জিং মনে হয়েছে, তাই চিত্রনাট্য শুনেই রাজি হয়ে গেছেন তিনি৷ পায়েল এখন তাঁর ফিল্মি কেরিয়ারে নয়া মাইলফলক ছুঁতে বদ্ধপরিকর।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...