শীত এসে পড়বে হুড়মুড়িয়ে৷ তার আগেই আপনার ওয়াড্রোবটি সাজিয়ে ফেলা দরকার৷আগে চেক করে নিন আপনার পর্যাপ্ত শীত পোশাক আছে তো? তবেই আপনি এই শীতেও স্টাইলিশ থাকতে পারবেন৷ অনেকেই রুপোলি পর্দার তারকাদের থেকে ইন্সপিরেশন নেন ড্রেসিং-এর বিষয়ে৷ এতে কোনও অপরাধ নেই৷এই শীতে আপনিও অনায়াসেই ফলো করতে পারেন আপনার প্রিয় তারকার সাজপোশাক৷
সমস্ত বাজার আর মলে শীত সম্ভারে থাকে বিশেষ আয়োজন৷ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্যও থাকে বিশেষ ডিজাইনের পোশাক।এসব শীতের পোশাকের মধ্যেই রয়েছে ছেলে ও মেয়েদের বোম্বার জ্যাকেট, কুইল্টেট ভেস্ট, পাফার জ্যাকেট, বিভিন্ন রকম হুডি। ছেলেদের ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্ট ও স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডি।
আপনি অনেক আগে থেকেই এগুলো কিনে রাখুন৷ এটাই প্রস্তুতির প্রথম পদক্ষেপ৷ আর বিগত বছরগুলিতে যা কিনেছেন, সেগুলো বের করে রোদে দিয়ে নিন৷ মনে রাখবেন ফ্যাশনের মূল কথা হল Mix and match৷ আপনি আপনার রুচি অনুযায়ী এই Mix and match করেই ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে পারেন৷
শীতের ফ্যাশনেও আসবে কিছু পরিবর্তন। বিশেষ করে আজকাল তরুণ প্রজন্মের কাছে স্টাইলিশ পোশাকের কদর বহু গুনে বেড়েছে। বর্তমানে তরুণদের কাছে দেশীয় পোশাক যেমন পছন্দের, একই সঙ্গে তারা পছন্দ করেন Western winter outfits।
শীতের পরিপূর্ণ উষ্ণতা পেতে এরই মধ্যে শুরু হয়েছে শীতের পোশাক কেনাকাটার ধুম। Winter shopping করতে হলে মাথায় রাখা দরকার কাপড়ের উষ্ণতা, স্টাইল ও আরামের বিষয়গুলি৷ এই সবকিছু বিবেচনা করেই তাদের ট্রেন্ড নিয়ে আসছে বিভিন্ন লাইফস্টাইল প্রতিষ্ঠান।
বর্তমান ফ্যাশনের কথা চিন্তা করেই এবার বিভিন্ন প্রতিষ্ঠান Stylish winter garments নিয়ে এসেছে বাজারে। এর মধ্যে আছে, শার্ট, এথনিক টপস, বিশেষ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লোন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, ছেলে মেয়েদের জিনসের পোশাক, পোলো টি শার্ট ও পাঞ্জাবি। আর সবগুলো পোশাকই ডিজাইন করেন সারা লাইফস্টাইলের ফ্যাশন ক্রিয়েটররা।
অনলাইন কেনাকাটি
আপনি ইন্টারনেটেও এখন চটকদার পোশাক, ট্রাউজার্স, জিন্স, শার্ট, ব্লেজার, কিনতে পারেন৷অনলাইন আজকের যুগে একটি সম্পদ৷ পোর্টাল এবং অনলাইন স্টোরগুলি ব্যবহার করে পছন্দের পণ্যগুলি নির্বাচন করার সময়, এই টিপসগুলি মাথায় রাখুন৷
প্রথমেই খুঁজে দেখুন কোন সাইট বিশেষ ছাড়ে আকর্ষণীয় পোশাক দিচ্ছে।এরপর পোশাক নির্বাচন করার সময়, পণ্যের বিবরণ সাবধানে পড়ুন। বিবরণে, আপনি কাট থেকে পণ্যগুলির Fabric- সব কিছুরই একটা ধারণা পাবেন৷ পোশাক সংক্রান্ত ছবিটি ভালো করে দেখুন যা আপনাকে কল্পনা করতে সাহায্য করবে যে, আপনার নির্বাচিত পোশাকটি পরার পর কেমন দেখাবে।
জিন্স কেনার সময়ে দেখে নিন এটা স্ট্রেচেবল কিনা৷ অর্থাৎ, এটি আরও ভালভাবে প্রসারিত হবে কিনা৷এবং ছবির মধ্যে আরও ভালোভাবে মাপের বিবরণ পাবেন। যে-কোনও পোশাকের ফ্যাব্রিক নরম হতে হবে তবেই তা গুণমানে ভালো এবং মাপসই হবে।
সেইসব অনলাইন স্টোরগুলিই নির্বাচন করুন, যেখানে পণ্যের জন্য অন্তত দুটি ফোটো রয়েছে এবং ছবিগুলি ভালোভাবে দেখে নিন যাতে পোশাকের মান বিবেচনা করতে পারেন।