নিজের বাড়ি ছোটো হলেও তা সবারই প্রিয়৷সেটাকে মনের মতো করে সাজিয়ে তুলতে কে না চায়!অনেকেই ফার্নিচার থেকে জানালার পর্দা, ফটো ফ্রেম থেকে শোপিস, অনেকেই এগুলি খুব খুঁটিয়ে খুঁটিয়ে এবং খুঁজে খুঁজে কেনেন৷ নতুন বাড়ি হলে তো কথাই নেই, পুরোনো ফ্ল্যাটেরও মাঝে মাঝে সাজবদল দরকার।আমরা দিচ্ছি কিছু Home decoration ideas যা কাজে লাগবে অনায়াসেই৷
এখনকার দুকামরার ফ্ল্যাট-বাড়িতে দরজা দিয়ে ঢোকার পর অনেক সমই একটা সরু পথ পেরোতে হয়৷ এই পথ সুন্দরভাবে সাজিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির এই অংশ আকারে তুলনামূলক ভাবে ছোটো হওয়ার কারণে খুব সহজেই সাজানো যায়।এখানে একটা সুন্দর দরি এবং কিছু পাতাবাহারের টব, জায়গাটার রূপ খুলে দেবে৷বাড়িতে ঢোকার পথে একটি আয়না রাখলে বাইরে যাওয়ার সময় নিজের পোশাক ঠিক আছে কিনা চটজলদি দেখে নেওয়া যাবে।
প্রবেশদ্বার কীভাবে সাজাচ্ছেন, সেখান থেকেই আপনার রুচির সঙ্গে পরিচিত হতে পারবেন অতিথি।কিন্তু বসবার ঘরটি সাজানোর বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয়৷ বিশেষ করে ছোটো ফ্ল্যাটে ড্রয়িং রুম তেমন বড়ো হয় না, কিন্তু সেখানেই একপাশে খাবার জায়গাও বের করে নিতে হয়৷ Drawing Room interior সুন্দর হলে অতিথি রা তারিফ না করে পারবেন না৷
এখানে সুন্দর বসার ব্যবস্থাও রাখতে পারেন। সেটা মোটা গদি পেতে ফ্লোরেই হোক, বা ছিমছাম কাঠ বা রট আয়রনের আসবাব-ই হোক, একটা ছোটো টেবিল রাখুন৷ এখানে জিনিস রাখার পাশাপাশি প্রয়োজনীয় টুকিটাকি গুছিয়ে রাখতে পারবেন।
ধরা যাক আপনার বাড়িতে পুরনো দিনের একটি ট্রাঙ্ক আছে। সেই ট্রাঙ্কটি রং করে সুন্দর একটি স্ট্যান্ডে বসিয়ে দিন। এটাও দারুণ কাজে দেবে৷ ভেতরে পুরে ফেলুন প্রয়োজনীয় জিনিসপত্র। বেশিরভাগ ফ্ল্যাটবাড়িতে জায়গা সীমীত। প্রয়োজনের অতিরিক্ত কোনও কিছুই রাখা সম্ভব নয়। আর তাই যেটুকু রাখবেন, তা যেন অবশ্যই ব্যবহারযোগ্য হয়ে ওঠে সেদিকেও খেয়াল রাখুন।চেষ্টা করুন ফোল্ডিং আসবাব কিনতে, যাতে যখন সেটা ব্যবহার করছেন না য়েটা ভাঁজ করে তুলে রাখুন৷