ঘর সাজানো মানেই যে দামি দামি জিনিস কিনে আনা, তেমন কিন্তু নয়৷শীত আসছে৷ এই সময় একের পর এক মেলা হয়, যেখানে গ্রামীন শিল্পীরা মেলে ধরেন তাঁদের হাতে তৈরি শিল্পকলা৷ একটু রুচিসম্মত ভাবে সেগুলি চয়ন করে সাজানো যায় ঘর৷ এছাড়াও আপনার হাতের কাছেই রয়েছে সুলভে গৃহসজ্জার অনেক জিনিস৷Change in interior decoration, এটাই হোক আপনার এই মরশুমের মন্ত্র৷
ঘর সাজানোর একটি গুরুত্বপূ্ণ অঙ্গ গাছ। বিশেষ করে যাদের বাড়ি, তারা একচিলতে জমিতে ছোটো বা গান করতেই পারেন। কিন্তু ফ্ল্যাটও, যতই সুন্দর করে সাজান- গাছ ছাড়া বড্ড বেমানান দেখতে লাগে।
সেই কারণে নানা ধরনের ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজিয়ে তুলুন আপনার ফ্ল্যাট। ছোটো দু-কামরার ফ্ল্যাট হলেও কোনও চিন্তা নেই। ফ্ল্যাটের ভেতরে সবুজের ছোঁয়া স্ট্রেস লেভেল এবং সারাদিনের ক্লান্তি মুছে ফেলতে সাহায্য করে।সিজন ফ্লাওয়ারের টবও কিনে আনতে পারেন লোকাল মার্কেট থেকে৷ঘর রঙিন হয়ে উঠবে৷
স্পেস ম্যানেজমেন্ট করতে হলে আপনার লিভিং রুমের টেবিল বা ওয়ার্ক ডেস্কে ছোটো মাটির পাত্রে গাছ রাখতে পারেন। এক্ষেত্রে ক্যাকটাস, বনসাই, ফার্ন, জেড প্ল্যান্ট, চাইনিজ ব্যাম্বু বা লাকি ব্যাম্বু, অ্যালোভেরা গাছ আদর্শ। একটি ছোটো টব আপনার পুরো ঘরের চেহারা বদলে দিতে পারে। এই গাছগুলির জন্য বেশি যত্ন নেওয়ার প্রয়োজন নেই আর জায়গাও খুব কম নেয়। এগুলো ঘরের বাতাস পরিশুদ্ধ রাখবে এবং আপনিও সারাদিন চনমনে থাকবেন৷
অনেকেই ঘরে মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন। মানি প্ল্যান্ট শুধু যে দেখতে ভালো তাই নয়, একে সৌভাগ্যের প্রতীক বলেও মনে করা হয়৷ ঘরে সৌভাগ্য আনার বিশ্বাস থেকে অনেকেই মানি প্ল্যান্ট, পিস লিলি টবে রাখেন।
আপনার ঘরে যদি একান্তই জায়গার অভাবে থাকে তাহলে বারান্দায় কয়েকটি টবে গাছ ঝুলিয়ে দিন। ছোটো কয়েকটা টব আপনি বেডরুমের জানালার পর্দার রড থেকেও ঝুলিয়ে দিতে পারেন। এতে দেখতেও সুন্দর লাগবে এবং গাছটি আলাদা করে কোনও জায়গা জড়ো করে থাকবে না। ঝুলন্ত টবে আপনি বস্টন ফার্ন বা ইংলিশ আইভি লাগাতে পারেন।