অনেক সময় দেখা যায় চাকরি পাওয়ার পরে চাকরির জায়গায় কিছুতেই উন্নতি হচ্ছে না। আপনার কর্মজীবনে প্রবেশের আগে আপনার স্বপ্ন কী তা জানা গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটাই মাত্র জীবন৷Professional world-এ আপনি কী করতে চান সেটার বিষয়ে সিদ্ধান্ত নিন৷ সেই স্বপ্ন সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে৷সেই অনুযায়ী দক্ষতা বাড়ানো জরুরি৷ কিছু টিপস যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আত্ম-বিশ্বাস
আপনার কর্মজীবনে অগ্রগতি এবং আপনার দক্ষতা বৃদ্ধি অনুযায়ী, আপনার অভিজ্ঞতা বাড়বে৷ একটি বিশেষ প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর থেকেই আপনার তাৎপর্য এবং অবদান আপনি বুঝতে শুরু করবেন । আপনি যা দক্ষতা অর্জন করেছেন তাতে বিশ্বাস রাখুন এবং কাজের প্রতি আপনার দৃষ্টি তীক্ষ্ণ রাখুন । এটি আপনার কর্মজীবনের বিকাশ এবং ইতিবাচক ক্যারিয়ার গ্রাফ তৈরি করতে আপনাকে সহায়তা করবে।
আপনার বস আসলে কী পছন্দ করেন?
কর্মক্ষেত্রে একটি গন্ডির মধ্যে থাকা ভালো।Professional Skills আপনার কাজের অঙ্গ৷ আপনার স্ট্রং কোয়ালিটিগুলিই বসের সামনে তুলে ধরুন৷কাজ সময়ে শেষ করুন৷ কোনও কাজে যদি সমস্যা হয়, আপনার সমস্যার ব্যাপারে সরাসরি আপনার বসকেই সে কথা খুলে বলুন। অন্যথায় আপনার কাজ না জানার বিষয়টা সারা অফিসের আলোচনার বিষয় হয়ে উঠবে। এই ধরনের কিছু ঘটার থেকে, নিজের না পারাটা আগেই কবুল করুন এবং বস-কে আশ্বাস দিন খুব কম সময়ের মধ্যে আপনি সেটা শিখে ফেলবেন৷ এরপর নিজের দক্ষতা বাড়াতে আর মোটেই দেরি করবেন না৷
এটা না করে যদি আপনি আপনার বসকে বলেন এই কারণে আপনার প্রজেক্ট জমা দিতে দেরি হবে, তাহলে তো আর তিনি সেটা শুনবেন না। কারণ আপনার অদক্ষতা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে কখনোই অফিসের বসের সাথে কথা বলা ঠিক নয়। এটার প্রভাব খারাপ হতে পারে।
আপনার Personal Skills বাড়ান
যদি আপনার কিছু পার্সোনাল স্কিল থাকে, তবে আপনার সহকর্মীদের পক্ষেও এটি লক্ষ্য করা সহজ হবে। এই দক্ষতাগুলি আপনার জুনিয়রদের মনের উপরও দীর্ঘ প্রভাব ফেলবে যা আপনার ক্যারিয়ারের জন্য নতুন সুযোগও আনতে পারে।
মানুষ যা আপনাকে বলবে আপনি তা শুধু মনোযোগ দিয়েই শুনবেন না, বরং আপনাকে একজন দক্ষ কমিউনিকেটর-ও হতে হবে।টিম পরিচালনার ক্ষেত্রে এটা বিশেষ একটি গুণ৷ শক্তিশালী কমিউনিকেশন-এর দক্ষতা সুষ্ঠুভাবে আপনার কর্মজীবন গড়ে তুলবে এবং আপনার উন্নতির ক্ষেত্রে কার্যকর হবে।
আপনি যদি এগুলি কার্যে পরিণত করেন তবে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে, ভবিষ্যতে আপনার জন্য এর ফলপ্রসু ফলাফলগুলি অপেক্ষা করছে।