শীতকালে অফিসে কী পরে যাবেন তাই নিয়ে চিন্তায় আছেন? মোটেই চিন্তার কিছু নেই৷পরিবেশের সঙ্গে মানাবে কিনা ভেবে এতদিন যেসব ওয়েস্টার্ন পোশাক পরেননি, এবার শীতে সেসব স্টাইল চোখ বুঝে ট্রাই করুন। রাতের পার্টি, অফিস কিংবা আড্ডায় ওয়েস্টার্ন আউটফিট যেন শীতের আদর্শ।শীতের উষ্ণতা তো এখন আর সেকেলে চাদর-শালে আবদ্ধ নেই। তাই আপনি যা-ই পরবেন, তাতেই হয়ে উঠবেন ট্রেন্ডি৷জেনে নিন Formal winter fashion সম্পর্কে নানা পরামর্শ৷এই শীতে Stylish winter garments-এ যাতে Fashionable  হয়ে উঠতে পারেন৷

সুন্দর ব্লেজার

শীতে অফিসের মিটিং শেডিউল করা আছে৷ এদিকে রাতে একই সঙ্গে আছে অফিসের পার্টি৷ কী পরবেন? এই যখন পরিস্থিতি, তখন রাতের পার্টিতে ফুলস্লিভ টি-শার্ট বা ফরমাল শার্টের সঙ্গে ব্লেজার আপনাকে দেবে স্টাইলিশ লুক। অফিস প্রেজেন্টেশন কিংবা পার্টিতেও ব্লেজার মানানসই। হালফ্যাশনের ফিটফাট শর্ট বডি ফিটিং হ্যান্ডস্টিচ, এমব্রয়ডারি, বাটনলেস, টপসিন, বেনকলার, শার্ট কলারসহ বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল ব্লেজারও চলছে।

এখন অনেক ব্লেজার এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা ফরমাল ও ক্যাজুয়াল দুই পরিবেশেই মানিয়ে যায়। ব্লেজারের প্যাটার্নের ক্ষেত্রে এবারও সাইড ওপেন চলছে। একটু খাটো ঝুল আর নিচের দিকে রাউন্ড প্যাটার্ন, কোমর পর্যন্ত লম্বা ব্লেজার আধুনিকাদের পছন্দ। জমকালো অনুষ্ঠানে টেকনিক্যাল স্পোর্টস কোর্ট ও প্রিমিয়াম স্যুটে আভিজাত্য ফুটিয়ে তুলতে পারেন। বয়স্করা পরতে পারেন একটু লুজ ফিটেড। আগে ব্লেজারের ইনারে সাধারণ ফেব্রিক ব্যবহার হলেও এখন সেখানে নানা ধরনের প্রিন্টেড ফেব্রিকস ব্যবহার হচ্ছে। মেয়েদের ব্লেজারের ডিজাইনের ক্ষেত্রে হ্যান্ড স্ট্রিচ, এমব্রয়ডারি, প্রিন্ট ও হাতের কাজ খুবই জনপ্রিয়। তরুণীদের স্কার্ট, টপস, শার্টড্রেস, টি-শার্টের সঙ্গে ব্লেজার ভালো লাগবে। সুতি, রেমি কটন, ডরমেনি, টুইড কাপড়ের ব্লেজারের চাহিদা বেশি।

স্টাইলিশ জ্যাকেট

আসছে ২৫ ডিসেম্বর৷ আর তার পরই বর্ষবরণের পার্টি৷ বারবিকিউ পার্টি হোক কিংবা রাতের ফরমাল খাওয়াদাওয়া , নিশ্চিন্তে গায়ে চাপিয়ে নিতে পারেন জ্যাকেট। শুধু বুঝতে হবে উপলক্ষটা। ক্যাজুয়াল যে-কোনো আয়োজনে পরতে পারেন ডেনিম, জিন্স, ফানেল, কর্ড, মোটা ক্যানভাস কাপড় বা প্যারাশুট কাপড়ের জ্যাকেট।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...