মুখের সৌন্দর্যর ক্ষেত্রে কোনও মহিলাই কম্প্রোমাইজ করতে প্রস্তুত নন। কারণ মুখের সৌন্দর্য আমাদের সর্বাঙ্গীন সৌন্দর্য বাড়াতে সহায়তা করে। আমরা যেরকমই পোশাক পরি না কেন, সেটা আমাদের মানিয়ে যায়। কিন্তু মুখের ত্বক যদি রুক্ষ, প্রাণহীন হয়ে থাকে তাহলে দামি পোশাক বা মেক-আপ কিছুই মানানসই হবে না। এই পরিস্থিতিতে যদি এই নিয়ে চিন্তিত হন যে মুখে কী বিউটি ট্রিটমেন্ট করাবেন বা কী বিউটি প্রোডাক্ট ব্যবহার করবেন যাতে মুখ পরিষ্কার থাকবে এবং ত্বকের ময়েশ্চারও বজায় থাকবে, তাহলে বলতে হবে বায়োডার্মার সেন্সিবায়ো জেল moussant আপনার ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। আসুন প্রোডাক্টটি সম্পর্কে জানা যাক।

জেন্টলি ত্বক পরিষ্কার করে

ত্বকে যত হার্শ প্রোডাক্ট লাগানো হয় ত্বকের ময়েশ্চার ততই দ্রুত শেষ হতে থাকে। কিন্তু মার্কেটে এখন এত ধরনের বিউটি প্রোডাক্টস রয়েছে যে, নিজের ত্বকের সমস্যা থাকা সত্ত্বেও আমরা সঠিক প্রোডাক্ট বাছতে পারি না। যার ফলে ত্বক প্রাণহীন হয়ে পড়ার সঙ্গে নিজস্ব স্বাভাবিক সৌন্দর্যও হারিয়ে ফেলতে থাকে। এই অবস্থায় বায়োডার্মার সেন্সিবায়ো জেল moussant আপনার ত্বককে জেন্টলি ক্লিন করে দীর্ঘ সময় পর্যন্ত ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। এছাড়াও এটি সংবেদনশীল ত্বকের জন্যও কার্যকরী। অর্থাৎ এটি লাগাবার পর ত্বকে বা চোখে কোনওরকম জ্বালাভাব অনুভূত হয় না।

কী এর বিশেষত্ব

এতে এমন বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে যা ত্বকের সমস্যার মোকাবিলা করে ত্বককে নিউট্রিশন দিতেও সহায়তা করে। এর ফলে কয়েকদিন এটি ব্যবহার করলেই ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এতে উপস্থিত ভিটামিন ই, ত্বকের কোলাজেন নির্মাণে সাহায্য করার সঙ্গে সঙ্গে ত্বকের তারুণ্যও ধরে রাখতে সহায়তা করে। একই সঙ্গে ত্বকের হেলদি ব্যাক্টেরিয়া যা কিনা এনভাইরনমেন্টাল পলিউশনের ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষা দেওয়ার কাজ করে এবং এর প্রোবায়োটিক ত্বককে নিউট্রিশন প্রদান করে ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতেও সাহায্য করে। এতে থাকা অ্যান্টি অক্সিড্যান্টস ত্বককে ফ্রি রাডিকল্স এবং ইউভি রশ্মি থেকেও সুরক্ষিত থাকতে সাহায্য করে। এটি পাওয়ারফুল অ্যান্টিএজিং-এরও কাজ করে। এই প্রোডাক্টটিতে এমন সব উপাদান রয়েছে যা ত্বকের ক্ষতি না করে ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এটি ত্বকের এপিডার্মিস অর্থাৎ আউটার লেয়ার পরিষ্কার করে দাগছোপও কম করে এবং সিবাম সিক্রিয়েশনও কম করে। এটির সোপ-ফ্রি ফর্মুলা ত্বকের পিএইচ লেভেল-এর ভারসাম্য বজায় রাখে।

সংবেদনশীল ত্বকের বিশেষ যত্নের কেন প্রয়োজন

২০১৯-এ ফ্রন্টিয়ার অফ মেডিসিনে প্রকাশিত একটি রিসার্চ অনুসারে জানা গেছে, ৬০ থেকে ৭০ শতাংশ মহিলাদের স্কিন সংবেদনশীল হয়। যার ফলে ত্বকে লালচে ভাব, রুক্ষতা, চুলকানির সমস্যা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। সংবেদনশীল ত্বক ভঙ্গুর হওয়ার ফলে নিজেকে দূষণ, স্ট্রেস, মেক-আপ থেকে সুরক্ষিত রাখতে পারে না। যদি এধরনের ত্বকে হার্শ ও কেমিক্যাল-যুক্ত প্রোডাক্ট বেশি ব্যবহার করা হয়, তাহলে ত্বক ড্রাই হয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এরকম ত্বকে মাইল্ড বিউটি প্রোডাক্টস-এর পরিচর্যা দরকার। সেই কারণে প্রয়োজন এই মাইল্ড জেল ফেসওয়াশ, যার সোপ-ফ্রি ফর্মুলা ত্বকের কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বককে মসৃণ করে তোলে আর এর বিশেষত্ব হল ত্বকের ন্যাচারাল অয়েল বজায় রেখেই ত্বক থেকে ময়লা দূর করে।

এই জেল moussant, নন কোমেডিক এবং ফ্র্যাগরেন্স ফ্রি অর্থাৎ পোর্স-কে ক্লগ করে না। এছাড়াও ত্বকে কোনওরকম অ্যালার্জি বা প্রদাহ হয় না। সকাল-সন্ধে এটি ব্যবহার করে কয়েক সপ্তাহের মধ্যেই দুর্দান্ত ফলাফল আপনি পেতে পারবেন।

ডিএএফ কমপ্লেক্স

এটির ডিএএফ কমপ্লেক্স এমন অ্যাক্টিভ উপাদান মিশিয়ে তৈরি যা সংবেদনশীল ত্বকের সহনশক্তি বাড়াবার কাজ করে। এতে আছে কোকো গ্লুকোসিড-এর মতো অ্যাক্টিভ উপাদান যা কিনা ফোমিং এজেন্টের কাজ করার সাথে সাথে ন্যাচারালও হয়। এটি ত্বকের কোনওরকম ক্ষতি করে না। অর্থাৎ সব ধরনের ত্বকের জন্য এটি সেফ।

বিশেষ খেয়াল রাখুন

  • সবসময় এমন বিউটি প্রোডাক্টস ব্যবহার করুন যেটি জেন্টল
  • ত্বকের ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং অবশ্যই করুন
  • বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকেও হেলদি রাখতে ভিটামিনস, মিনারেলস্ সমৃদ্ধ ডায়েট মেনে চলুন
  • যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বক তোয়ালে দিয়ে পরিষ্কার করার বদলে ফেসিয়াল ক্লিনজিং ওয়াইপস দিয়ে ত্বক পরিষ্কার রাখার চেষ্টা করা বাঞ্ছনীয়।
আরো গল্প পড়তে ক্লিক করুন...