হিন্দি কমেডি সিনেমার মধ্যে ‘হেরা ফেরি’ এখনও দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়ালের এই সিরিজ পর্দায় আসতে চলেছে তৃতীয়বার। সিলভার স্ক্রিনে ‘হেরাফেরি ৩’ আসা নিয়ে  জল্পনা তুঙ্গে! সম্ভবত সেপ্টেম্বরে অক্ষয় কুমারের জন্মদিনের দিনেই ঘোষণা হবে এই ছবির। তৈরি প্রযোজকরাও।

পুরোনো স্টার কাস্টকেই দর্শকরা দেখতে পাবে Hit film Hera pheri returns-ছবিতে৷ অক্ষয়কুমার, পরেশ রাওয়াল আর সুনীল শেট্টি। গল্প বাছা হয়ে গিয়েছে, চলছে চিত্রনাট্য ফাইনাল করার কাজ। পুরনো সাফল্যে বয়ে গেলে হবে না। বরং বিষয়বস্তু নিয়ে আরও বেশি সচেতন হতে হবে। গল্প, বিষয়বস্তু, চরিত্রগুলোর উপর আরও বেশি করে জোর দিতে হবে, এমনটাই অভিমত প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার।

অতীতে যেভাবে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিল এই ছবি, সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই এগোতে চান নির্মাতারা। য়েখানে পরপর বলিউডের মেগা স্টারদের ছবি বক্স অফিসে একের পর এক মুখ থুবড়ে পড়ছে, সেখানে কমিডিই হয়তো পারে সব সমীকরণ বদলাতে৷ এ কথা মাথায় রেখেই  Hera pheri 3 -এ আরও সতর্ক হয়ে কাজ করতে চান সকলে। মানুষের মনের মণিকোঠায় চরিত্রগুলো এমন ভাবে  জায়গা করে নিয়েছে যে, একটা নস্টালজিয়া থেকেই হলে ফিরবেন দর্শক, এমনটাই আশা করছে প্রযোজনা সংস্থা৷

২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’। ২০০৬ সালে আসে ‘ফির হেরা ফেরি’। দুটো ছবিই হাসতে হাসতে পেটে ব্যথা ধরিয়েছে দর্শকদের। এমনকী, এখনও সিনেমার তিন চরিত্র নিয়ে তৈরি মিম চোখে পড়ে সর্বত্র।‘হেরাফেরি ২’ এর পর প্রায় ১৪ বছর কেেটে গেছে। সিনেমা নিয়ে বিস্তর আলোচনা হলেও এর পরের পর্বের কাজ শুরু হচ্ছিল না কিছুতেই। সুনীল শেঠি নিজেই জানিয়েছিলেন অক্ষয় সময় না দিলে একেবারেই সম্ভব নয় এই ছবি। তবে সূত্রের খবর, প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা এবং আনন্দ পণ্ডিত একসঙ্গে আবারও বানাতে চলেছেন এই মাস্টারপিস।

নিজের সমস্ত ঋণ শোধ করেই সিনেমার কাজে নামছেন ফিরোজ। এখন তার লক্ষ্য দুটি বিগ বাজেট বলিউড ছবির দিকে। শুধু ‘হেরাফেরি’ নয় বরং ‘ওয়েলকাম থ্রি’ নিয়েও কথাবার্তা শুরু করেছেন তারা। অনিল কাপুর এবং নানা পাটেকরের রসায়ন আবারও ফিরছে বড়োপর্দায়।

গভীর আলোচনায় ব্যস্ত দুই প্রযোজক। রাজু-শ্যাম আর বাবুরাওকে পর্দায় উপস্থাপন করা মোটেই সহজ নয়।চরিত্রের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রথম পার্টের পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। পরের পার্ট লিখেছেন ও পরিচালনা করেছেন নীরাজ বোরা। এরপর শোনা যায় ‘ড্রিম গার্ল’ পরিচালক রাজ শান্ডিল্য পরিচলনা করবেন ‘হেরা ফেরি ৩’। এখন অপেক্ষা দেখার যে সত্যিই এই জল্পনা সত্যি হয় কিনা!

আরো গল্প পড়তে ক্লিক করুন...