ক্রীড়া-ব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়-কে এবার তিনটি ভিন্ন কমেডি চরিত্রে অভিনয় করতে দেখবেন আপামর জনগন। প্রথমটি বিখ্যাত লোককথার নায়ক আলী বাবার চরিত্রে। এই ছবিতে সেই বিখ্যাত মন্ত্র 'খুলজা সিম সিম' বলে গুহা থেকে ৪০ জন চোরের কাছ থেকে সোনা চুরি করার চেষ্টা করছেন তিনি। তবে এখানেও গল্পের মতোই, তিনিও গুহাটি খোলার 'পাসওয়ার্ড' বা ওই মন্ত্রটি ভুলে যাবেন, যা হাস্যকরভাবে গল্পের বিপর্যয়কর সমাপ্তির দিকে নিয়ে যাবে।

sourav ganguly

দ্বিতীয় ছবিতে সৌরভকে দেখা যাবে সোনার রাজহাঁস গল্পের নায়কের চরিত্রে অভিনয় করতে। এই ছবিতে সোনার হাঁসের ডিম পাড়ার সেই বিখ্যাত লোককথাকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। সৌরভ এই গল্পে  তাঁর সোনার লালসা মেটানোর জন্য জাদুর সোনার রাজহাঁস হাতে পান। কিন্তু এই গল্পটিতেও একটি অপ্রত্যাশিত এবং হাস্যকর মোড় রয়েছে, যা সত্যিই তাঁর কৌতুকাভিনয়ের শৈলিকে ফুটিয়ে তুলেছে।

sourav ganguly

তৃতীয় ছবিতে সৌরভকে দেখা যাবে পরশপাথরের গল্পে। সৌরভ এই গল্পে একজন মধ্যবিত্তের চরিত্রে অভিনয় করেছেন। যিনি ঘটনাচক্রে একটি অলৌকিক টাচস্টোন বা পরশপাথর হাতে পান এবং তা এমন একটি পাথর, যার ছোঁয়ায় লোহা সোনায় পরিণত হয়। কিন্তু এখানেও উত্তেজনায় অসতর্ক হয়ে যান গল্পের নায়ক। যার ফলে শেষের দিকে অপ্রত্যাশিত, মজার সমাপ্তি ঘটে। প্রত্যেকটি ছবিতে, সোনার আকাঙ্ক্ষা পূরণ করতে চরম পর্যায়ে যেতে দেখা যাবে নায়ক-কে। কিন্তু মজার বিষয় হল, এই গল্পগুলি প্রতিবারই হাস্যকরভাবে বিপর্যয়কর ফলাফলের সঙ্গে শেষ হচ্ছে।

এই স্বল্পদৈর্ঘের ছবিগুলিতে (টিভিসি) সৌরভ গাঙ্গুলিকে এমন কমেডি অবতারে দেখা যাবে, যেভাবে তাঁকে আগে কখনও দেখা যায়নি। তাঁর নিখুঁত কমিক টাইমিং এবং নিখুঁত অভিনয় নজর কাড়বে সবার।

আসলে সৌরভকে নায়ক করে এই তিনটি ছবি-ই তৈরি হয়েছে সেনকো গোল্ড  অ্যান্ড ডায়মণ্ডস-এর ‘ডিজি গোল্ড’ নামে অনলাইন সোনা লেনদেনের প্ল্যাটফর্ম-এর প্রচারের জন্য। এই বিজ্ঞাপনগুলো টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে চলবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...