সেই চার বন্ধুকে মনে আছে? অসীম, সঞ্জয়, হরি এবং শেখর? কলকাতার বাসিন্দা৷ শহরে থাকতে থাকতে উত্যক্ত বিরক্ত হয়ে এবং জীবনে চলার পথের বিশ্রি সমস্যাগুলো ভুলে থাকবার জন্য, একদিন হুট করে যে-চার বন্ধু গাড়িতে চেপে বসে। কোথায় যাবে ওরা? তা জানে না। যেতে যেতে যেখানটাতে ভালো লাগবে, নেমে যাবে সেখানেই। প্রকৃতির কোলে বোহেমিয়ান হয়ে কাটিয়ে দেবে কয়েকটা দিন।

অসীম কলকাতায় একটি সওদাগরী আপিসে উচ্চপদস্থ কর্মচারী এবং এই চার বন্ধুর মধ্যে সেই অর্থনৈতিক ভাবে সবচেয়ে সচ্ছল এবং একটি অ্যাম্বাসেডর গাড়ির মালিক। সঞ্জয় কলকাতায় একটি সরকারি আপিসে কাজ করে। হরি একজন ফুটবল খেলোয়াড় এবং সম্প্রতি হরির বান্ধবী হরির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। শেখর বেকার, জুয়ার প্রতি আকর্ষণ আছে এবং তার সপ্রতিভ ব্যবহারের জন্য সে বন্ধুদের খুব প্রিয়। এরা সকলে কলকাতা থেকে পালামৌ যাবে বলে অসীমের গাড়ি করে বেরিয়ে পড়েছে।

১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়  রচিত 'অরণ্যের দিনরাত্রি' উপন্যাস অবলম্বনে, একই নামের ছবি।সিনেমাটি পরিচালনা করেছিলেন কিংবদন্তি নির্দেশক সত্যজিৎ রায়। এর দীর্ঘদিন পরে ২০০৩ সালে এর সিকুয়েল তৈরি করেছিলেন  পরিচালক গৌতম ঘোষ৷৩০ বছর পর যেন সেই পটভূমিকে ফিরে দেখা৷ অভিনয়ে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, শুভেন্দু চট্টোপাধ্যায়, তাব্বু -সহ বহু হেভিওয়েট শিল্পি৷

এবার সেই পালামৌ অভিযানকেই নয়া মোড়কে হাজির করতে চলেছেন পরিচালক অরুণ রায়।আজ্ঞে হ্যাঁ, ফের বড়ো পর্দায় আসছে ' Aranyer Din Ratri '।কাস্টিংয়ে রয়েছে চমক। গতকাল সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন এই ছবির ঘোষণা করে, প্রথম লুক প্রকাশ্যে এনেছে প্রমোদ ফিল্মস।

Arun Roy-এর এই পুনর্নির্মানে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জিতু কমল, সোহিনী সরকার, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী-সহ এক ঝাঁক কুশিলব। জিতু কমল এই ছবিতে ধরা দেবেন অসীমের চরিত্রে। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছবির শুটিং।  সব ঠিক থাকলে ঠিক এক বছর পর মানে, ২০২৩ সালের পুজোয় মুক্তি পাবে 'অরণ্যের দিনরাত্রি'।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...