বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই শুধু খাওয়াদাওয়া আর প্যান্ডেল হপিং-ই নয়, সঙ্গে ভালো সিনেমা দেখাও৷তাই এই সময় কোন কোন ছবি রিলিজ করছে, কী দেখবেন, তার একটা তালিকা অনেকেই আগে থেকে তৈরি করে রাখেন৷উৎসবকে মাথায় রেখেই বাণিজ্য করার উদ্দেশ্যে এই সময় প্রোডাকশন হাউসগুলি মুক্তি দেয় এক গুচ্ছ ছবি৷ হিন্দি বাংলা মিশিয়ে এবছর হলে গিয়ে কী দেখবেন, তা আগাম ঠিক করে নিন আপনিও৷

পুজোয় ছবি রিলিজ মানেই ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখি করা৷ তাই কনটেন্ট যেন চটকদার হয়, সে বিষয়ে নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি সচেষ্ট থাকে।এবছর কোভিডের চোখরাঙানি নেই, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বললেই চলে, তাই এবছর  পুজোর আগে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ছবি৷

এবারের শারদোৎসবে এসভিএফ প্রযোজনা সংস্থা নিয়ে আসছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়৷ অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা৷ এ ছবিরও মুক্তির তারিখ ৩০ সেপ্টেম্বর৷বস্তুত এটা ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গুপ্তধন সিরিজের তৃতীয় ছবি৷’গুপ্তধনের সন্ধানে’ এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর  ব্যাপক সাফল্যের পর, বড়ো পর্দায় আবার ফিরছে সোনা দা, আবির ও ঝিনুক।

রহস্য বাঙালি দর্শকের চিরকালীন প্রেম৷আর সেই ভালোবাসাকে কাজে লাগিয়েই এবার পুজোয় কিস্তিমাত করতে চাইছে প্রযোজনা সংস্থা৷ ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবিতে থাকবে কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়। ইতিহাস, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চের নিখুঁত মিশেলে তৈরি হবে ছবি৷সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম ঘোষ।

পুজোয় মুক্তি পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্স-এর ছবি ‘কাছের মানুষ’৷পরিচালনা, পথিকৃৎ বসু৷এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা-সহ অন্যান্যরা৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।বস্তুত বড়ো পর্দায়  জীবন ও মৃত্যুর গল্প বলবে এই ছবি। টলিউডের দুই হেভিওয়েট দেব ও প্রসেনজিৎ একসঙ্গে রয়েছেন ছবিতে, ফলে দর্শক টানতে এটাই যথেষ্ট, এমনটাই মনে করছে প্রযোজনা সংস্থা৷ এই ছবিরও মুক্তির তারিখ ৩০ সেপ্টেম্বর৷

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এর আগে বেশ কিছু ছবি দেখে প্রশংসাই করেছেন বাংলার দর্শক৷ এবার শারদীয়ায় আসছে ‘বৌদি ক্যান্টিন’। প্রযোজনায় শ্যাডো ফিল্মস৷ ছবিতে একদম অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে৷থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও৷ ছবির মুক্তি ঘটবে ৩০ সেপ্টেম্বর৷

এক মধ্যবিত্ত পরিবারের  গৃহবধূর জীবনের বিভিন্ন ওঠাপড়া ও স্বপ্নপূরণের কাহিনিই তুলে ধরবে এই ছবি।অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী ও অনুসূয়া মজুমদারকে।

Tollywood film Boudi Canteen

 

ক্রাইম থ্রিলার যারা ভালোবাসেন সেই সমস্ত দর্শকদের একটি স্পাইন চিলিং ছবি উপহার দেবেন পরিচালক শৌভিক দে। একঝাঁক নতুন তারকা নিয়ে ৩০ সেপ্টেম্বর আসছে ‘বিজয়া দশমী’।দৃষ্টি এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুন ।

বাংলা ছবির বদলে যারা হিন্দি ছবি দেখতে পছন্দ করেন, তাদের জন্যও রয়েছে সুখবর৷ একই দিনে মুক্তি পাচ্ছে মণি রত্নমের বিগ বাজেট ছবি পন্নিয়িন সেলভান পার্ট ১ এবং গায়েত্রী  পুষ্কর পরিচালিত, ঋত্বিক রোশন ও সইফ আলি খান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি বিক্রম ভেদা৷ এই ছবির মূল ভিত্তি একই নামের একটি দক্ষিণী ছবি, যাতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও মাধবন৷

Hindi film Vikram Vedha

দেখা যাক বলিউডের দুই দিকপাল ঋত্বিক ও সইফ কতটা সফল হন এই ছবিতে৷এবারের পুজোয় এই জাজমেন্ট-এর দায়িত্ব রইল বাঙালি দর্শকদের উপর৷ বাংলা-হিন্দি সব মিলে জমজমাট পুজোর ফিল্ম বাজার!

আরো গল্প পড়তে ক্লিক করুন...