বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই শুধু খাওয়াদাওয়া আর প্যান্ডেল হপিং-ই নয়, সঙ্গে ভালো সিনেমা দেখাও৷তাই এই সময় কোন কোন ছবি রিলিজ করছে, কী দেখবেন, তার একটা তালিকা অনেকেই আগে থেকে তৈরি করে রাখেন৷উৎসবকে মাথায় রেখেই বাণিজ্য করার উদ্দেশ্যে এই সময় প্রোডাকশন হাউসগুলি মুক্তি দেয় এক গুচ্ছ ছবি৷ হিন্দি বাংলা মিশিয়ে এবছর হলে গিয়ে কী দেখবেন, তা আগাম ঠিক করে নিন আপনিও৷

পুজোয় ছবি রিলিজ মানেই ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখি করা৷ তাই কনটেন্ট যেন চটকদার হয়, সে বিষয়ে নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি সচেষ্ট থাকে।এবছর কোভিডের চোখরাঙানি নেই, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বললেই চলে, তাই এবছর  পুজোর আগে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ছবি৷

এবারের শারদোৎসবে এসভিএফ প্রযোজনা সংস্থা নিয়ে আসছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন' পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়৷ অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা৷ এ ছবিরও মুক্তির তারিখ ৩০ সেপ্টেম্বর৷বস্তুত এটা ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গুপ্তধন সিরিজের তৃতীয় ছবি৷'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর  ব্যাপক সাফল্যের পর, বড়ো পর্দায় আবার ফিরছে সোনা দা, আবির ও ঝিনুক।

রহস্য বাঙালি দর্শকের চিরকালীন প্রেম৷আর সেই ভালোবাসাকে কাজে লাগিয়েই এবার পুজোয় কিস্তিমাত করতে চাইছে প্রযোজনা সংস্থা৷ 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ছবিতে থাকবে কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়। ইতিহাস, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চের নিখুঁত মিশেলে তৈরি হবে ছবি৷সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম ঘোষ।

পুজোয় মুক্তি পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্স-এর ছবি 'কাছের মানুষ'৷পরিচালনা, পথিকৃৎ বসু৷এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা-সহ অন্যান্যরা৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।বস্তুত বড়ো পর্দায়  জীবন ও মৃত্যুর গল্প বলবে এই ছবি। টলিউডের দুই হেভিওয়েট দেব ও প্রসেনজিৎ একসঙ্গে রয়েছেন ছবিতে, ফলে দর্শক টানতে এটাই যথেষ্ট, এমনটাই মনে করছে প্রযোজনা সংস্থা৷ এই ছবিরও মুক্তির তারিখ ৩০ সেপ্টেম্বর৷

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এর আগে বেশ কিছু ছবি দেখে প্রশংসাই করেছেন বাংলার দর্শক৷ এবার শারদীয়ায় আসছে 'বৌদি ক্যান্টিন'। প্রযোজনায় শ্যাডো ফিল্মস৷ ছবিতে একদম অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে৷থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও৷ ছবির মুক্তি ঘটবে ৩০ সেপ্টেম্বর৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...