একটু বাদেই রঘু এসে ঢোকে অবনীবাবুর কেবিনে। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আচ্ছা তুমি শুনলাম এখানে একাই থাকো। তা খাওয়াদাওয়া কোথায় করো? কোনওদিন অফিসের ক্যান্টিনে, কোনওদিন বাইরের হোটেলে। এভাবেই চলে যাচ্ছে।
–তা, বিয়ের কথা ভাবছ না কেন? বিয়ে করবে না বলে ঠিক করেছ নাকি?
—না স্যার, ঠিক তা নয়। এখনও তেমন ভাবে ভাবিনি।
—আমি আমাদের অফিসের একটি মেয়েকে জানি। তুমি যদি রাজি থাকো তবে আমি তাকে বলে দেখতে পারি। তোমাদের জন্য না হয় ঘটকালির অভিজ্ঞতাও হয়ে যাবে। বলা তো যায় না রিটায়ারমেন্টের পর কাজে লাগতে পারে, কী বলো? বলেই হা হা করে হাসতে লাগলেন।
বললেন— এক কাজ করো আজ ছুটির পর তৈরি থেকো। বাড়ি ফেরার পথে আজ শিপ্রা হোটেলে আমরা তিন কাপ কফি খেয়ে বাড়ি যাব।
—স্যার, দু’কাপ কফি তো বুঝলাম। কিন্তু তিনকাপের রহস্যটা ঠিক বুঝলাম না।
—ওটাই তো সাসপেন্স। সময় হলেই বুঝতে পারবে। সন্ধে সাড়ে ছ’টায় অফিস থেকে বেরিয়ে যেও। শিপ্রা হোটেলের কফিশপেই বাকি কথাটা হবে।
রঘু কেবিন থেকে বেরিয়ে যেতেই, অবনীবাবু স্নেহাকে ইন্টারকমে ফোন করে বললেন— স্নেহা, তোমার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা আছে। সন্ধে সাড়ে ছ’টায় আমার কেবিনে চলে এসো। আমরা একসঙ্গে বেরিয়ে যাব। পথে একটু কফি খেয়ে যাওয়া যাবে।
বলে ফোনটা রেখেই বাড়িতে ফোন করে স্ত্রীকে বললেন— আজ আমার ফিরতে একটু দেরি হবে। একটু বিশেষ কাজে আটকে গেছি। অন্যপ্রান্ত থেকে আওয়াজ ভেসে এল — বাড়ি না এলেই তো পারো। বাড়ি তো শুধু খাওয়া আর শোয়ার জন্য মনে হয়। মাল্টিন্যাশানাল আর কর্পোরেট এই কথাগুলো শুনে শুনে একেবারে ঘেন্না ধরে গেছে, বলেই ফোনটা সজোরে রেখে দিল ও প্রান্ত।
সন্ধে হতেই অবনীবাবু স্নেহাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে হাজির হলেন শিপ্রা হোটেলে। বললেন— চলো, ক্যাফেতে বসা যাক। ইতিমধ্যেই রঘুর ফোন এল, ‘স্যার, আমি রিসেপশন-এ পৌঁছে গেছি। আপনি কোথায়?”
অবনীবাবু বললেন— আমি ক্যাফেতে আছি। চলে এসো এখানে।
রঘু এসে হাজির হলে, স্নেহা ও রঘু একে অন্যের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। অবনীবাবু ব্যাপারটা সামাল দেবার জন্য ওয়েটারকে ডেকে তিন কাপ কফির অর্ডার দিলেন।
অবনীবাবু— স্নেহা ও রঘু, আমি তোমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে যা জেনেছি তাতে মনে হল, তোমরা একে অন্যকে ভালোবাসো কিন্তু তোমাদের ব্যাপারটা আর এগোয়নি। তাই আমাকেই সে কাজটা করতে হল। আমার মনে হয় তোমাদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠলে তোমরা দু’জনেই সুখী হবে। আজ সকাল থেকে বহু সমস্যা মেটাতে মেটাতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই কফিটা খেয়েই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আগামীকাল অফিসে দেখা হবে। অফিসিয়াল রিপোর্ট চাই কিন্তু, বলেই হাসতে হাসতে কফির দাম মিটিয়ে বেরিয়ে গেলেন হোটেল থেকে।
বাড়ি ফিরে দেখলেন সেখানকার পরিবেশটা বেশ থমথমে। তাই কথা না বাড়িয়ে জামা-কাপড় ছেড়ে ইজি চেয়ারে বসে স্নেহা আর রঘুর কথা ভাবছিলেন।
এমন সময় তাঁর স্ত্রী এসে বললেন— আমি আর তোমার সঙ্গে ঘর করতে পারছি না জানো। আজকাল তুমি আমার কোনও খোঁজ খবরই রাখো না। আজ আমার জন্মদিন সেটাও তুমি ভুলে গেছ। আমি ড্রাইভার গোপালকে ফোন করে যখন জানলাম যে তুমি একটি মেয়েকে নিয়ে হোটেলে গেছ, তখনই ঠিক করে ফেললাম। তোমার সঙ্গে আর থাকা যাবে না। এনাফ ইজ এনাফ। আমি ডিভোর্স চাই। কালই চলো উকিলের কাছে যাব।
অবনীবাবু কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। অনেকক্ষণ চুপ করে থেকে মনে মনে ভাবলেন, আজ অন্যের ঘর বাঁধার তোড়জোর করে এলাম, আর আমার নিজের ঘরই টালমাটাল হয়ে গেল বলে মনে হচ্ছে।
কিছুক্ষণ চুপ করে থেকে অবনীবাবু মুখ খুললেন। বললেন— উমা, আমি কাল অফিস যাব না। তোমার সঙ্গে সারাদিন কাটাব। ডিভোর্সের কথাটা না হয় কালই ভাবা যাবে!