পরিষ্কার, কোমল ও মোলায়েম ত্বক পাওয়ার ইচ্ছে সব মেয়েরই থাকে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নানা প্রচেষ্টা তারা করতে ছাড়েন না। বিয়ের আগে তনিমাও এটাই চেয়েছিল। কিন্তু এই সম্পর্কে বিস্তারিত না জেনেই ও ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য, বিকল্প হিসেবে হেয়ার রিমুভাল ক্রিম বেছে নিয়েছিল। কিন্তু যেহেতু এই সম্পর্কে ওর কোনও জ্ঞান ছিল না, তাই তনিমা হেয়ার রিমুভালের জন্য সঠিক টেকনিক এবং উপায় কোনওটাই বাছতে পারেনি। এর ফলে, ওর ত্বকের সৌন্দর্য বাড়ার বদলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

শুধু তনিমাই কেন, বহু মেয়েই এই ধরনের সমস্যার মুখোমুখি হন। সুতরাং আজ কিছু টেকনিক এবং সেই বিষয়ে অবগত করানোর প্রচেষ্টা করব যাতে সেই টেকনিকটির সম্পূর্ণ সুবিধা আপনি গ্রহণ করতে পারেন। বিয়ের আগে আপনার ত্বকও যাতে সুন্দর হয়ে ওঠে।

Hair Removal ক্রিম

হাত-পায়ের অবাঞ্ছিত রোম রিমুভ করতে হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহারের অপশন আপনি বেছে নিতে পারেন। এটি ব্যবহারের সুবিধা হল ব্যথাহীন এই টেকনিকটি আপনি বাড়ি বসেই করতে পারবেন। তাছাড়া গোড়া থেকে রোম তুলে ফেলতে পারবেন এবং কোমল, মোলায়েম এবং পরিষ্কার ত্বক পাবেন খুব অল্প সময়ের মধ্যে।

কিন্তু এর জন্য সঠিক ক্রিম বেছে নেওয়া খুব দরকার। ত্বকের ধরন বুঝে তবেই ক্রিম বাছা উচিত। প্রোডাক্ট-টিতে কী কী উপাদন ব্যবহার করা হয়েছে, প্রোডাক্টটি সম্পর্কে ক্রেতাদের কী রিভিউ ইত্যাদিও খেয়াল করা অত্যন্ত জরুরি। যা করা উচিত –

  • ত্বক এবং রোম-এর ধরন পরখ করুন
  • ক্রিম ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন
  • ক্রিমের প্যাকের উপর দেওয়া শর্তাবলি মন দিয়ে পড়ুন
  • এক্সপায়ারি ডেট চেক করুন
  • সবসময় ভালো দোকান বা অনলাইন স্টোর থেকে নামি কোম্পানির প্রোডাক্ট কিনুন
  • ব্যবহারের আগে ত্বক অবশ্যই পরিষ্কার করুন।

যা করবেন না।

  • খুব হালকা ভাবে ত্বকে ক্রিম অ্যাপ্লাই করুন। খুব জোরে জোরে রগড়াবেন না
  • প্রয়োজনের বেশি সময় ধরে ত্বকে ক্রিম লাগিয়ে রাখবেন না।
  • Hair Removal ক্রিম লাগাবার সঙ্গে সঙ্গে ত্বকে জ্বালাভাব অনুভূত হলে বা লালচে ভাব দেখা দিলে সঙ্গে সঙ্গে ত্বক ধুয়ে ফেলুন
  • এক্সপায়ারি হয়ে যাওয়া ক্রিম কখনওই ব্যবহার করবেন না।
  • বারবার একই জায়গায় ক্রিম অ্যাপ্লাই করবেন না।
  • অল্প সময়ের ব্যবধানে ক্রিম ব্যবহার করবেন না। অন্তত ২০-২৫ দিন ছেড়ে তবেই ব্যবহার করুন।

ওয়্যাক্সিং

হেয়ার রিমুভালের ক্ষেত্রে ওয়্যাক্সিং খুব ভালো এবং এফেক্টিভ বিকল্প। এটি ত্বকের গোড়া থেকে যেমন রোম তুলতে সাহায্য করে, তেমনি ত্বককে এক্সফলিয়েট করতেও সাহায্য করে। এই পদ্ধতিতে শুধু হাত-পায়ের রোমই নয়, চিন, ফোরহেড, আপার লিপ্স, বিকিনি এরিয়া এবং শরীরের অন্যান্য অংশের অবাঞ্ছিত রোমও রিমুভ করা সম্ভব। তবে বেছে নেওয়া প্রয়োজন সঠিক ওয়্যাক্স।

সফ্ট ওয়্যাক্স: হাতে পায়ের রোম রিমুভ করতে সাধারণত সফট ওয়্যাক্স ব্যবহার করা হয়। ত্বকের উপর ওয়্যাক্স-এর পাতলা পরত চারিয়ে দিয়ে হেয়ার রিমুভ করা হয়। আন্ডার আর্ম এর জন্যও এই ওয়্যাক্স ব্যবহার হয়।

হার্ড ওয়্যাক্স: সংবেদনশীল ত্বকের জন্য এই ওয়্যাক্স ব্যবহার হয়। চিন, আপার লিপ্‌স, বিকিনি এরিয়া, ফেসিয়াল Hair Remove করতে এই ওয়্যাক্স ব্যবহার হয়। এই ওয়্যাক্স ত্বকের পোরস এর মুখ প্রশস্ত করে। সুতরাং এটি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে গোড়া থেকে রোম উঠে আসে। এতে ব্যথাও অনেক কম অনুভূত হয়।

ফ্রুট ওয়্যাক্স: এটাতে আছে ফলের গুণাগুণ। এটি ভিটামিন এবং অ্যান্টি অক্সিড্যান্টস রিচ, ফলত ত্বককে নারিশ করার সঙ্গে সঙ্গে ত্বকের বিশেষ যত্ন নিতেও সক্ষম।

চকোলেট ওয়্যাক্স: এই ওয়্যাক্সের চাহিদা সবথেকে বেশি। গ্লিসারিন এবং অয়েল ও নিউট্রিয়েন্ট ই-যুক্ত এই ওয়্যাক্সে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিজ। সংবেদনশীল ত্বকে ব্যবহারের জন্য এই ওয়্যাক্স বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।

জরুরি পরামর্শ

  • ওয়্যাক্সিং করার আগে ত্বকের উপর জমে থাকা নোংরা স্ক্রাব দিয়ে এক্সফলিয়েট করুন
  • ওয়্যাক্সিং-এর আগে ত্বকে হালকা করে পাউডার লাগিয়ে নিন। এতে ত্বকে থাকা এক্সট্রা অয়েল অ্যাবজর্ব হয়ে যাবে, যার ফলে রোম রিমুভ করা সহজ হবে
  • খুব টাইট করে ত্বক ধরে থাকতে হবে। এতে ত্বকে কেটে যাওয়ার ভয় থাকবে না
  • সবসময় ওয়্যাক্স করার সময় রোম-এর গ্রোথ-এর ঠিক উলটো ডিরেকশনে রোম টানা বাঞ্ছনীয়
  • ত্বকের ধরন বুঝে ওয়্যাক্স বাছুন
  • ওয়্যাক্সিং হয়ে গেলে ওয়াইপস-এর সাহায্যে ত্বক পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান
  • মুখে ওয়্যাক্স করতে হলে অল্প অল্প অংশ নিয়ে ওয়্যাক্স করুন
  • প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বকে কুলিং এফেক্ট দেবে— এরকমই ওয়্যাক্স-ই ব্যবহার করুন।

অবশ্যই খেয়াল রাখুন

  • ত্বকে কোনওরকম আঘাত বা আঁচড় লেগে থাকলে ভুলেও ওয়াক্সিং করবেন না
  • একই জায়গায় বারবার ওয়্যাক্সিং করবেন না
  • ওয়্যাক্সিং করার পরেই সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির সংস্পর্শে ত্বক যেন না আসে
  • ওয়্যাক্সিং-এর ৬-৭ ঘন্টার মধ্যে ত্বকে সাবান ব্যবহার করবেন না
  • ওয়্যাক্স স্ট্রিপ খুব জোর দিয়ে টানবেন না

 

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...