পরিষ্কার, কোমল ও মোলায়েম ত্বক পাওয়ার ইচ্ছে সব মেয়েরই থাকে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নানা প্রচেষ্টা তারা করতে ছাড়েন না। মুখের সৌন্দর্য নিয়ে প্রায় সব মেয়েরাই বেশি ভাবনা চিন্তা করেন।

ফেস রেজার

ফেসিয়াল Hair Removal-এর জন্য বিশেষ করে ফেস রেজার ব্যবহার করা হয়। এই এক্সফলিয়েটর মুখের রোম তুলতে কার্যকরী। মুখ, চিন, আপার লিপ্‌স, আইব্রোজ, ফোরহেড— সর্বত্র এটি হেয়ার রিমুভ করতে সক্ষম।

এটি ত্বকের মৃত কোশ এবং অতিরিক্ত অয়েল রিমুভ করে ক্লিন স্কিন টেক্সচার নিয়ে আসতে সাহায্য করে। একই সঙ্গে পকেট ফ্রেন্ডলি হওয়ার কারণে সকলেই এটি অ্যাফোর্ড করতে পারে।

যা করণীয়

  • ব্যবহারের আগে অবশ্যই ফেস হাইড্রেট করুন
  • হেয়ারের গ্রোথ যে-দিকে সেই দিশায় রেজার চালান
  • প্রসেস সম্পূর্ণ হলে পরিষ্কার কাপড় দিয়ে মুখ ক্লিন করুন।

এড়িয়ে চলুন

  • একে অপরের রেজার ব্যবহার করবেন না।
  • ভালো রেজাল্ট পেতে হার্শ ভাবে এটি ব্যবহার করবেন না
  • গ্রোথ দেখে রেজার ব্যহার করুন
  • ত্বক সংবেদনশীল হলে মুখে রেজার ব্যবহার করবেন না।

লেজার Hair Removal

রোজ রোজ ওয়্যাক্সিং, শেভিং-এর ঝঞ্ছাট থেকে যারা রেহাই পেতে চান তাদের জন্য Hair Removal-এর সবথেকে ভালো বিকল্প হল লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট। অবাঞ্ছিত রোম-এর হাত থেকে নিষ্কৃতি পাবার এটি একটি কসমেটিক পদ্ধতি। এই প্রক্রিয়ায় লেজার লাইট ব্যবহার করে হেয়ার ফলিকলস নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়।

ট্রিটমেন্ট সামান্য দীর্ঘ হলেও এর এন্ড রেজাল্ট খুব ভালো। কয়েকটি সিটিং দেওয়ার পর অবাঞ্ছিত রোম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। সিটিং এবং লেজার ট্রিটমেন্ট নির্ভর করে আপনার রোম কতটা মোটা এবং শরীরের কতটা অংশের রোম আপনি তুলে ফেলতে চান।

উচিত কাজ

  • লেজার ট্রিটমেন্ট করাবার ২-৩ সপ্তাহ আগে থেকে ওয়্যাক্সিং, ব্লিচ এবং হেয়ার প্লাক করা আপনাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে
  • ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে ত্বক বাঁচিয়ে চলতে হবে এবং বাইরে যাওয়ার প্রয়োজন হলে সানস্ক্রিন লাগিয়ে যেতে হবে
  • ব্লিচ করা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে
  • ট্রিটমেন্ট নেওয়ার আগে মেক-আপ এবং ক্রিম পুরোপুরি ত্বক থেকে মুছে ফেলুন।

অনুচিত কাজ

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...