বাহারি সব ডিজাইনের কুর্তি কামিজ শুধু ক্যাজুয়াল পোশাক হিসেবেই নয়, সান্ধ্য পার্টিতেও প্রাধান্য পাচ্ছে ব্যাপকভাবে। পরিধেয় পোশাকের ধরনে নতুনত্ব আনলে যেমনটি ভালো লাগবে নিজের, তেমনি অন্যদের চোখেও হয়ে ওঠা যায় আকর্ষণীয়। ভদ্র-নম্র পোশাক হিসাবে গোটা উত্তর ভারতে লম্বা ঝুলের কামিজ ও সালোয়ার বা পালোজো স্যুটের জয়জয়কার৷ কাপড়ের ধরন ও প্যাটার্নভেদে বিভিন্ন দাম পড়ে এই সব পোশাকের। ডিজাইনাররা নিজস্ব পছন্দ এবং তরুণীদের কথা মাথায় রেখে, নিয়ে এসেছেন বিভিন্ন মনমাতানো ডিজাইনের কুর্তি আর কামিজ।
সালোয়ার স্যুটের সুন্দর মার্জিত শৈলী চিরকালই ফ্যাশনেবল। নরম আরামদায়ক ফ্যাব্রিক, সুন্দর কাট দ্বারা আকর্ষণীয় করা হয়েছে এই সব পোশাককে। কখনো মাল্টিকালার ফ্লাওয়ার মোটিফ,কখনও প্রিন্টেড বা ফাইন এমব্রয়ডারি করা ইয়োক বা হেমলাইন। স্টোন ফিটিং-সহ থ্রি-কোয়ার্টার হাতা। যেন হাজারো রঙের সংযোজন ঘটেছে এই সব পোশাকে৷
বিয়েবাড়িতেও সালোয়ার স্যুট খুবই মানানসই৷ এই পোশাক পরতে চাইলে, সবচেয়ে ভালো মানাবে সিল্কের কুর্তা আর বেনারসি দুপাট্টার কম্বিনেশন। সিল্ক কুর্তার সঙ্গে মানিয়ে যায় যে-কোনও উজ্জ্বল রঙের দুর্দান্ত একটি বেনারসি দুপাট্টা৷ সুবিধে হচ্ছে, বাঙালিদের বাড়িতে বেনারসি এক-আধটা পাওয়া যাবেই। অনেক সময় মা-দিদিমাদের পুরোনো বেনারসিও অযত্নে পড়ে থাকে আলমারির এক কোণে, কোনওটা হয়তো পিঁজে গিয়েছে, কোনওটার স্রেফ পাড়টুকুই ভালো আছে। সেই শাড়িগুলিকে কাজে লাগানোর একটা চেষ্টা করে দেখাই যায়৷
এমন অনেক ডিজাইনার আছেন, যাঁরা পুরোনো বেনারসির পাড় বা আঁচলটুকু দারুণভাবে কাজে লাগিয়ে আপনার জন্য তাক লাগানো পোশাক বানিয়ে দিতে পারেন। এমনি পরলে যে-শাড়ি পিঁজে যাচ্ছে, সেই শাড়ির ভালো দিকটুকু কেটে নিয়ে খুব ভালো মানের লাইনিং লাগিয়ে আস্ত কুর্তা তৈরি করে নেওয়া সম্ভব। কারুকাজ করা আঁচল দিয়ে বানানো যায় স্কার্ফ, স্রেফ পাড়টুকু খুলে নিয়ে অন্য কোনও সলিড কালারের শাড়িতে লাগিয়ে নিন – চমৎকার দেখাবে!
যেহেতু আজকাল কামিজের কারিগরি তাক লাগিয়ে দেওয়ার মতোই সুন্দর, তাই এর সঙ্গে একগাদা গয়না পরে পোশাকের সৌন্দর্যটা নষ্ট করার মানেই হয় না! যে কোনও একটি তাক লাগানো গয়না বেছে নিন। তা চোকার হতে পারে, হতে পারে কানের ভারী দুল বা হাতের ব্রেসলেট। মেক-আপ করুন পোশাকের সঙ্গে তাল মিলিয়ে। লিপস্টিক, আইশ্যাডো বা ব্লাশ অনে অতি উচ্চকিত রঙের ব্যবহার, বা দারুণ কেতার হেয়ারস্টাইল ছাড়াও আপনি ঝলমলিয়ে উঠবেন অনুষ্ঠানবাড়িতে!
গরম কেমন সেই বুঝে সাজগোজ করুন৷ ফুরফুরে হাওয়া বইলে চুল খোলা রাখতে পারেন, তবে গরম আর ঘামের হাত থেকে মুক্তি পেতে চাইলে চুল বেঁধে রাখাই ভালো। মেক-আপ একেবারেই নিষ্প্রয়োজন। স্রেফ ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ক্লেনজ়িং, টোনিং, ময়েশ্চরাইজ়িংয়ের পর খানিকটা প্রাইমার লাগিয়ে ব্লেন্ড করে নিন। তার পর লুজ পাউডার লাগান। চোখে সামান্য ব্রাউন আইশ্যাডো, মাসকারা আর ব্লাউন আই পেনসিল ব্যবহার করতে পারেন। ঠোঁটে সামান্য ব্রাউন লিপস্টিকই যথেষ্ট!