কথায় বলে, বিচক্ষণ-বিবেচক লোকের সমস্যা কম। অর্থাৎ, যে-ব্যক্তি ভবিষ্যতের কথা ভেবে আগাম পরিকল্পনামাফিক কাজ করে রাখেন, তিনি অনেকটাই সমস্যামুক্ত থাকেন। কিন্তু দুঃখের বিষয় হল এই যে, সুবিবেচক মানুষের সংখ্যা খুব বেশি নয়।

উত্তরাধিকারীদের জন্য গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী যদি তাঁর জীবিতাবস্থায় বিষয়সম্পত্তি কিংবা টাকাপয়সার প্রয়োজনীয় আইনি কাগজপত্র তৈরি না করে রাখেন, তাহলে সমস্যা জট পাকাবেই। আর যদি সম্পত্তি এবং অর্থের একাধিক দাবিদার থাকে, তাহলে সমস্যা ঝগড়া-মারামারি থেকে খুনোখুনি পর্যন্ত যে গড়াতে পারে, এমন উদাহরণ পাওয়া যাবে অসংখ্য। প্রায় প্রতিদিনই এরকম ঘটনার খবর আমরা পাই নিউজ চ্যানেল কিংবা খবরের কাগজের মাধ্যমে। আর যদি সমস্যা মারামারি কিংবা খুনোখুনি পর্যন্ত না-ও গড়ায়, তাহলেও মনোমালিন্য থেকে সম্পর্ক নষ্ট, এমনকী আর্থিক এবং মানসিক ক্ষতির শিকার হতে পারেন উত্তরাধিকারীরা।

অবশ্য, সমস্যা যেমন আছে, সমাধানের পথ নিশ্চয়ই আছে। কারণ, ওই যে কথায় বলে, যে- সমস্যার সমাধান নেই, সেটা কোনও সমস্যাই নয়। অতএব, সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শ এবং সাহায্য নিতে হবে। আর এই বিশেষজ্ঞ হলেন আইনজীবী। সমস্যা যতই গভীর হোক না কেন, আইনের পথ খোলা আছেই। তবে সতর্ক থাকলে সহজে সমস্যার সমাধান করা যাবে। এই সতর্কতার মধ্যে রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা।

এছাড়া গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী, অর্থাৎ যার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আপনি বিষয়সম্পত্তির অধিকারী হবেন, তাঁর সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলা, নমিনি হিসাবে নিজের নাম নথিভুক্তিকরণের অনুরোধ, প্রত্যেকটি আইনি কাগজপত্র কোথায় তিনি রাখছেন তা জেনে রাখা ইত্যাদি।

আসলে এসব সতর্কতা সমস্যা কমানোর অন্যতম পথ। এছাড়া আর যা করা প্রয়োজন তা হল, গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী যদি পেনশনার হন, তাহলে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলে রাখবেন না, প্রতি মাসের পেনশনের পুরো টাকাটাই তুলে রাখবেন। নয়তো, পেনশনারের মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্টে জমানো টাকা তুলতে সমস্যা হবে। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্য একটি পথও খোলা আছে। পেনশনারের সঙ্গে যদি জয়েন্ট অ্যাকাউন্ট করে রাখেন তাঁর নমিনি, তাহলে পেনশনারের মৃত্যুর পর নির্দিষ্ট পরিমাণ টাকা খুব সহজেই জমা পড়ে যাবে ওই জয়েন্ট অ্যাকাউন্ট-এ। এর জন্য অবশ্য পেনশনার-এর মৃত্যুর পর তাঁর ডেথ সার্টিফিকেট-এর ফোটোকপি এবং নাম পরিবর্তনের জন্য একটি আবেদনপত্র জমা দিতে হবে নির্দিষ্ট ব্যাংকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...