বিয়ের দিনে সবার নজর কাড়তে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনার পোশাক এবং মেক-আপ হোক চিত্রতারকাদের মতো। আপনাকে সাহায্য করতে তুলে ধরা হচ্ছে বলিউড সেলেবদের ওয়েডিং লুকস-এর খুঁটিনাটি।
ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই অন্যতম পোশাক হিসাবে বিবেচিত হয় শাড়ি এবং লেহেঙ্গা চোলি। বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে এই পোশাক পরলে আপনি যেমন ঐতিহ্য বজায় রাখতে পারবেন, ঠিক তেমনই ভিন রাজ্যের সংস্কৃতির প্রতি আপনার সংবেদনশীল মানসিকতার পরিচয়ও বহন করবে। তবে ভারতীয় নারীরা কোনও বিশেষ অনুষ্ঠানে পরার জন্য শাড়িকেই রাখেন প্রথম পছন্দের তালিকায়। আর উপলক্ষ্য যদি বিয়ে হয়, তাহলে তো কথা-ই নেই— শাড়ি মাস্ট। অবশ্য যে-সব যুবতিদের বিবাহ আসন্ন তারা তাদের পোশাক নিয়ে কিংবা ব্রাইডাল লুকস নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন এটাই স্বাভাবিক। আপনাদের গাইড করতে এখানে তুলে ধরা হচ্ছে চলচ্চিত্র তারকা ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলের বিয়ের সাজ-পোশাক বা ওয়েডিং লুকস।
ক্যাটরিনা কইফ
ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলের বিয়েতে ছিল পঞ্জাবি লুক। বিয়ের দিন দু’জনেই স্বাভাবিক ভাবেই হয়ে উঠেছিলেন শো স্টপার। তবে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন ক্যাটরিনা। তাই আজও হবু কনেরা অনেকে ক্যাটরিনা-র ব্রাইডাল লুক-কে পছন্দের শীর্ষে রাখছেন। সুন্দর একটি লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা। তাঁকে একেবারে রাজকন্যার মতো দেখতে লাগছিল।
ক্যাটরিনার লেহেঙ্গায় ছিল সোনার সুতোর কাজ। সেইসঙ্গে ম্যাচিং ব্লাউজ এবং ওড়নায় বেশ একটা রয়াল লুক পেয়েছিল তাঁর রূপ। তাঁর লেহেঙ্গা ছিল মটকা সিল্ক-এর এবং টিলা কাজ সমৃদ্ধ জরদৌসি বর্ডার যুক্ত। ঝুমকো কানের দুল এবং রিস্টলেট টাইপ হাতের গহনা পরার জন্য তাঁকে আরও আকর্ষণীয় লাগছিল। ক্যাটরিনা-র ব্রাইডাল মেক-আপ আর্টিস্ট ছিলেন ড্যানিয়েল বাউয়ের (অস্ট্রেলিয়ান)। যিনি আবার আই হাইলাইটার দিয়ে সাজিয়ে তুলতে ভালোবাসেন।
ভারী ওড়না মাথায় নিয়েছিলেন ক্যাটরিনা। ইলেক্ট্রোপ্লেটেড সোনা এবং খাঁটি রুপোয় সমৃদ্ধ ছিল সেই হাতে তৈরি ওড়না। লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী ক্যাটরিনাও ডাবল দোপাট্টা ক্যারি করেছিলেন দারুণ ভাবে। তাঁর পুরো জুয়েলারি-ই ছিল ২২ ক্যারেট গোল্ড যুক্ত। সঙ্গে ছিল আনকাট ডায়মন্ড-এর কিছু গয়না। ছিল সোনায় মোড়া রাজস্থানি নোলক এবং টিকলি।