সবার নজর কাড়তে এবং বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনার পোশাক এবং মেক-আপ হোক চিত্রতারকাদের মতো। আপনাকে সাহায্য করতে তুলে ধরা হচ্ছে বলিউড সেলেবদের ওয়েডিং লুকস-এর খুঁটিনাটি।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই অন্যতম পোশাক হিসাবে বিবেচিত হয় শাড়ি এবং লেহেঙ্গা চোলি। বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে এই পোশাক পরলে আপনি যেমন ঐতিহ্য বজায় রাখতে পারবেন, ঠিক তেমনই ভিন রাজ্যের সংস্কৃতির প্রতি আপনার সংবেদনশীল মানসিকতার পরিচয়ও বহন করবে। তবে ভারতীয় নারীরা কোনও বিশেষ অনুষ্ঠানে পরার জন্য শাড়িকেই রাখেন প্রথম পছন্দের তালিকায়। আর উপলক্ষ্য যদি বিয়ে হয়, তাহলে তো কথা-ই নেই— শাড়ি মাস্ট। অবশ্য যে-সব যুবতিদের বিবাহ আসন্ন তারা তাদের পোশাক নিয়ে কিংবা ব্রাইডাল লুকস নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন এটাই স্বাভাবিক। আপনাদের গাইড করতে এখানে তুলে ধরা হচ্ছে চলচ্চিত্র তারকা মৌনি রায়-এর বিয়ের সাজ-পোশাক বা ওয়েডিং লুকস।

মৌনি রায়

ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে দীর্ঘ তিন বছর প্রেম করার পর, ২০২২ সালের জানুয়ারি মাসে অভিনেত্রী মৌনি রায় বিয়ে করেন সুরজকে। এই বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল গোয়ার পাঞ্জালিতে। প্রথমে বাঙালি ঐতিহ্য এবং রীতি অনুযায়ী বিয়ে হলেও, পরে মালয়ালি রীতিনীতি অনুযায়ী বিয়ে হয় তাঁদের।

বিয়ের দিন মৌনির গায়ে ছিল লাল রঙের লেহেঙ্গা। আর ওই লাল রং-এর লেহেঙ্গাতে দারুণ দেখতে লাগছিল মৌনি-কে। তাঁর ব্রাইডাল লুক খুবই গ্ল্যামারাস ছিল। লাল রং-এর লেহেঙ্গার সঙ্গে মানানসই ওড়না ব্যবহার করেছিলেন মৌনি।

মেহেন্দি-র রসম অনুষ্ঠানে মৌনি রায় পরেছিলেন হলুদ রং-এর লেহেঙ্গা এবং সেই লেহেঙ্গায় ছিল গোল্ডেন জরির কাজ। তাঁর মাথায় ছিল দামী রত্নে সমৃদ্ধ সিঁথিহার বা টিকলি। এর সঙ্গে ম্যাচ করে পরেছিলেন কানের দুল, যা ছিল একই ভাবে সোনা এবং দামি রত্নে তৈরি। গায়ে হলুদের দিনে মৌনি রায় পরেছিলেন উজ্জ্বল সোনালি রং-এর লেহেঙ্গা এবং সেইসঙ্গে শোভিত হয়েছিলেন টাটকা ফুলের মানানসই গয়নায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...