বিয়ের দিনে সবার নজর কাড়তে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনার পোশাক এবং মেক-আপ হোক চিত্রতারকাদের মতো। আপনাকে সাহায্য করতে তুলে ধরা হচ্ছে বলিউড সেলেবদের ওয়েডিং লুকস-এর খুঁটিনাটি।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই অন্যতম পোশাক হিসাবে বিবেচিত হয় শাড়ি এবং লেহেঙ্গা চোলি। বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে এই পোশাক পরলে আপনি যেমন ঐতিহ্য বজায় রাখতে পারবেন, ঠিক তেমনই ভিন রাজ্যের সংস্কৃতির প্রতি আপনার সংবেদনশীল মানসিকতার পরিচয়ও বহন করবে। তবে ভারতীয় নারীরা কোনও বিশেষ অনুষ্ঠানে পরার জন্য শাড়িকেই রাখেন প্রথম পছন্দের তালিকায়। আর উপলক্ষ্য যদি বিয়ে হয়, তাহলে তো কথা-ই নেই— শাড়ি মাস্ট। অবশ্য যে-সব যুবতিদের বিবাহ আসন্ন তারা তাদের পোশাক নিয়ে কিংবা ব্রাইডাল লুকস নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন এটাই স্বাভাবিক। আপনাদের গাইড করতে এখানে তুলে ধরা হচ্ছে চলচ্চিত্র তারকা দীপিকা এবং রণবীর সিং-এর বিয়ের সাজ-পোশাক বা ওয়েডিং লুকস।

দীপিকা পাড়ুকোন

২০১৮ সালের নভেম্বর মাসে বিয়ে করেছেন দীপিকা এবং রণবীর সিং। দু'জনেরই ড্রেস-সেন্স যেহেতু ইউনিক, তাই এঁরা বিয়ের দিনে চমক দিয়েছিলেন বিশেষ ভাবে। এঁদের সাজাবার জন্য এক্সপার্টরা থাকলেও, এঁরা সেজেছিলেন নিজেদের মর্জি মাফিক। বিশেষ করে দীপিকার ট্র্যাডিশনাল শাড়িতে নজর আটকে গিয়েছিল সবার। পরনে ছিল কাঞ্জিভরম শাড়ি। তাঁর লুক ছিল ইউনিক অর্থাৎ কোঙ্কনি পরম্পরার। আর এই কোঙ্কনি লুকের জন্য তিনি খাঁটি জরি সুতো দিয়ে বোনা পোড়া কমলা রং-এর ব্রোকেড সিল্ক কাঞ্জিভরম পরেছিলেন গণ্ডবেরুন্ডা মোটিফস-এর সঙ্গে। সেইসঙ্গে তিনি পরেছিলেন সাউথ-এর টেম্পল জুয়েলারি।

গয়নার মধ্যে দীপিকা পরেছিলেন গুট্টাপুশালু নেকলেস, ঝুমকা, কড়ে, চোকার, মাথাপট্টি, প্রভৃতি। আর এইসব অলংকার-সাজ ছিল একেবারেই আলাদা, যা রুপোলি পর্দার কনের সাজের থেকে সম্পূর্ণ আলাদা। বলা যায়, এই ব্রাইডাল লুকস ছিল মিক্সড অ্যান্ড ম্যাচ। অর্থাৎ রাজস্থান এবং দক্ষিণ ভারতের পরম্পরার মিশেল। রিসেপশনে তাঁর পরনে ছিল লাল রং-এর লেহেঙ্গা। দীপিকার এই ব্রাইডাল লুক সবার দারুণ পছন্দ হয়েছিল এবং পরনে থাকা স্পেশাল ডিজাইন- -এর লেহেঙ্গা এবং ইউনিক জুয়েলারি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...