সব প্রেম যে পরিণতিতে পৌঁছোবে এমন কোনও কথা নেই। অনেকের জীবনেই ঘটে এমন কোনও ঘটনা, যার জেরে পুরোনো প্রেমিক বা প্রেমিকাকে বিদায় জানিয়ে নতুন মানুষের সঙ্গে সংসার বাঁধতে হয়। মন হয়তো সবসময় সহমত হয় না কিন্তু পরিস্থিতি সওয়াল করে— ‘তাহলে এর নিদান কী?
মনকে গুছিয়ে নিতে হবে আপনাকেই। বুঝতে হবে প্রেম ভেঙে গেছে, কারণ সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট কারণ ছিল না। যে-প্রেম পরিণতির পথে এগোয় না, তাকে একটা সুন্দর বাঁকে এসে মুক্তি দিতেই হয়। কোনও কোনও জুটি এটা মেনে নিয়ে যে-যার জীবন পথে এগিয়ে যায়। কেউ কেউ পুরোনো প্রেমকে ভুলতে পারে না। এই পরিস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলার আগে, পুরোনো প্রেমিক বা প্রেমিকার উপস্থিতি কীভাবে ডিল করবেন, সেটা জেনে নেওয়া একান্ত জরুরি।
প্রথমেই বুঝতে হবে প্রেম ভেঙে যাওয়ার বিষয়টা সেনসিটিভ। আপনি যতটা স্পোর্টিংলি এটা নিতে পেরেছেন, হতে পারে আপনার প্রাক্তন সেভাবে হ্যান্ডেল করতে পারেনি। তাই সহানুভূতিশীল হওয়া দরকার আপনারও, আর কী করবেন জেনে নিন।
ধীরে ধীরে দূরত্ব বাড়ান
আপনার বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গেছে বলেই এক ঝটকায় পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন— সব সময় এমনটা হয় না। মনে রাখুন একটা সম্পর্ক তৈরি হতেও যেমন সময় লাগে, সম্পর্ক ভাঙতে গেলেও তাতে সময় দেওয়া প্রয়োজন। ধীরে ধীরে সঙ্গীর থেকে দূরত্ব বাড়ান। তাকে বোঝান ঠিক কী কী কারণে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বন্ধুত্বের হাত ছেড়ে দেবেন না এক ঝটকায়, তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকা হয়তো এই হঠাৎ একা হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে, ভুল পদক্ষেপ নিতে পারেন।
তার চেয়ে দু’জনে একসঙ্গে কিছুটা সময় কাটান ও পুরোনো ঘনিষ্ঠতা কাটিয়ে একটা সহজ বন্ধুত্ব গড়ে তুলুন। বন্ধুকে আশ্বাস দিন বিপদে আপনি সব সময় তার পাশে এসে দাঁড়াবেন। সেও স্বাধীন ভাবে নতুন সঙ্গী নির্বাচন করে জীবনের পথে এগিয়ে যাক, এটাই আপনি চান।
উপহার ভার যেন না বাড়ায়
সম্পর্কে থাকাকালীন আপনারা যে-সমস্ত উপহার আদানপ্রদান করেছিলেন, চেষ্টা করুন সেগুলো বাক্সবন্দি করে চোখের আড়ালে রাখতে। এতে পুরোনো স্মৃতি বারবার ফিরে এসে আপনাদের আবেগপ্রবণ করে তুলবে না।
সম্পর্ক ভাঙার কারণ বিশ্লেষণ
অনেক সময় সম্পর্ক ভাঙার অনেক কারণ থাকে। ভবিষ্যৎ পরিকল্পনাহীন সম্পর্ক বেশিদূর এগোয় না। কেরিয়ার প্ল্যানিং না থাকা বা অতিরিক্ত কেরিয়ারিস্ট হওয়া, পরস্পরের প্রতি যথেষ্ট যত্নশীল না হওয়া, একে অপরকে সময় না দেওয়া, লং ডিস্ট্যান্স রিলেশনশিপ মেনে নিতে না পারা, পারিবারিক চাপে সম্পর্ক ভাঙা— এমন অনেক কারণ থাকে প্রেম ভেঙে যাওয়ার নেপথ্যে। আপনাদের কারণগুলি সুস্পষ্ট ভাবে আলোচনা করুন দু’জনে। যাতে কারও মধ্যেই এই নিয়ে কোনও ভুল বোঝাবুঝি বা অপরাধবোধ না কাজ করে।
জীবনে প্র্যাকটিকাল সিদ্ধান্ত নিতে হয়। আবেগের বশে ভুল সম্পর্ক টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে গেলে সমস্যায় পড়তে হয়। তাই এব্যাপারে দু’জনেই নিশ্চিত ভাবে বিশ্লেষণ করুন সম্পর্ক ভাঙার কারণ।
ব্রেক–আপ–এর পর নিজেকে সময় দিন।
অনেকেই ব্রেক-আপ-এর শূন্যতা মেনে নিতে পারেন না। তখনই একটা সম্পর্ক তৈরি করে, বা হঠকারিতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে, জীবনে নতুন অশান্তি ডেকে আনেন। এই পরিস্থিতি যাতে না হয়, তাই প্রেম ভেঙে যাওয়ার পর দু’জনেই কিছুদিন দূরত্ব রেখে একলা থাকুন। যখন বুঝবেন পুরোনো সম্পর্কের আঁচ সম্পূর্ণ ভাবে নিভে গেছে, তখনই নতুন করে ভাবনাচিন্তা করুন আগামী পদক্ষেপের বিষয়ে। বিয়ে করতে হলে এবার সঠিক সঙ্গীর চয়ন করুন।
পুরোনো সম্পর্ক থেকে শিক্ষা নিন
ভেঙে যাওয়া সম্পর্ক থেকে শিক্ষা নিন। দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর সময় আর পুরোনো ভুলগুলো রিপিট করবেন না। যদি নিজের চরিত্রের ভুলগুলো সংশোধন করা প্রয়োজন মনে করেন— অবশ্যই তা করা উচিত। একটা ভাঙা-প্রেম কিন্তু আপনাকে অনেক গুনে ম্যাচিয়োর্ড করে তোলে। সুতরাং ইমোশনালি ব্যালেন্সড হয়ে তবে সিদ্ধান্ত নিন। নতুন জীবনকে স্বাগত জানান। পিছন ফিরে তাকাবেন না।
নতুন সঙ্গীর তুলনা প্রাক্তনের সঙ্গে নয়
অনেকেই নতুন সঙ্গী নির্বাচনের পরও মনে মনে তার সঙ্গে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার তুলনা করতে থাকেন। এতে সুফল পাবেন না কিছুই, উলটে অতৃপ্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মনে রাখবেন, প্রতিটা মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। কেউ কারও মতো হয় না, সেভাবে গড়েও নেওয়া যায় না। তাই যাকে জীবনে বরণ করছেন, তাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য সমেত মেনে নিন। তাতেই সুখী হবেন।
বারবার প্রাক্তনের ছবি দেখবেন না
অনেকেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও ফোন বা কম্পিউটারে জমিয়ে রাখা প্রাক্তনের ছবিগুলি দেখতে থাকেন। এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন। স্মৃতি রোমন্থন সততই সুখের হয় না। এতে আপনি না তো পুরোনো সম্পর্কটায় ফিরে যেতে পারবেন, আর না নতুন সঙ্গীকে পুরোপুরি মনে ঠাঁই দিতে পারবেন। তার চেয়ে মনকে বুঝিয়ে নিন যে, পুরোনোকে চিরতরে বিদায় দিয়েছেন।
বিয়ের পর সঙ্গী ও প্রাক্তনের প্রসঙ্গ
নতুন সঙ্গীকে প্রাক্তনের প্রসঙ্গ তুলে এনে বিরক্ত করবেন না। আজকাল কলেজে প্রেম হওয়াটা খুব সাধারণ একটা ঘটনা। আপনি বা আপনার হবু স্বামী যদি এর আগে কোনও সম্পর্কে থেকে থাকেন, সেটাকে সাধারণ ঘটনা হিসাবে মেনে নেওয়াই ভালো। মাথায় রাখবেন, আগের সম্পর্কটা পরিণতি পায়নি বলেই তো আপনারা নতুন জীবন গড়ে তুলতে যাচ্ছেন। তাই প্রাক্তন নিয়ে আলোচনা একেবারে বন্ধ করে দিন। নতুন জীবন ও আগামীর পরিকল্পনা করুন।
প্রেম ও বিবাহ
বিবাহোত্তর জীবনে প্রেম থাকে না একথা সর্বৈব সত্য না। প্রেম বরং আরও অনেকগুলি ডায়মেনশনে বিভাজিত হয়। স্নেহ, মায়া, মমত্ব এবং ভালোবাসা- — একত্রে মিলেমিশে যায়। তাই বিয়ের আগের প্রেমের সঙ্গে এর মিল না-ই থাকতে পারে। কিন্তু জীবনকে সুন্দর ও প্রেমময় করে তোলার দায়িত্ব আপনাদেরই।