আমি ২৮ বছর বয়সি এক তরুণ একটি ম্যারেজ ওয়েবসাইট আমার একটি মেয়ের সঙ্গে বিয়ের ঠিক হয়েছে পারিবারিক অনুমোদনে বর্তমানে আমরা দুজনেই বাড়ি থেকে দূরে দুটি পৃথক শহরে কর্মরত আমরা ভিডিও কলিং চ্যাটের মাধ্যমে ৬মাস ধরে অন্তরঙ্গ হয়েছি পরিবারকে না জানিয়ে আমরা বিয়ের আগেই একটি হলিডে প্ল্যান করেছিলাম যাতে পরস্পরের সান্নিধ্য পাওয়া যায় বাট আই মাস্ট সে ইট ওয়াজ হলিডে ডিজাস্টার কমপ্লিট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি

হলিডে প্রথম দিন থেকেই লক্ষ্য করলাম বেড়ানোর জায়গাটা ওর পছন্দ হয়নি ফলে শুরু থেকেই আমার ট্রিপ আইডিয়া নিয়ে মতান্তর হতে শুরু করল বেড়াতে গিয়ে জায়গাটা ওর ভীষণ অপছন্দ হল মতান্তরের জেরে আমরা একবারও শরীরী মিলনে লিপ্ত হতে পারলাম না ডিনারেও কথা বন্ধ করে নিজের ফোন ঘাঁটতে লাগল দ্বিতীয় দিন গল্পের বই নিয়ে হোটেলের ঘরেই থেকে গেল আমার সঙ্গে বেড়াতেই গেল না হোটেলের অন্য গেস্টদের সঙ্গে গল্প আড্ডায় যোগ দিল কিন্তু আমার ব্যাপারে কোনও উৎসাহই দেখাল না এতদিন ফোনে বা ভিডিও চ্যাটে যাকে পেয়েছিলাম, এই মানুষটি যেন তার থেকে সম্পূর্ণ আলাদা

আমাদের বিয়ের আর মাস বাকি এখন আমার মনে হচ্ছে এই মেয়েটির সঙ্গে কি দাম্পত্য সম্পর্কে আমি সুখী হব? কারণ আমাদের পরস্পরের মধ্যে মিলের চেয়ে অমিলটাই যেন বেশি

 

আপনার নেতিবাচক ভাবনাটা, অযৗক্তিক নয়। এখন তো আপনারা ছুটি কাটিয়ে যে-যার কর্মস্থলে ফিরে গেছেন। এবার তাহলে সরাসরি কথা বলুন আপনার বান্ধবীর সঙ্গে। যদি এটা সাময়িক মুড সুইং হয়, তাহলে এটা কোনও সমস্যাই নয়। কিন্তু ওর প্রকৃতি যদি বাস্তবিকই আপনার থেকে পৃথক হয়, তাহলে কিন্তু দাম্পত্যজীবনে সমস্যা তৈরি হবে। তার চোখে আপনি যদি বিয়ের আগেই ‘বোরিং’ হয়ে ওঠেন, তাহলে বৈবাহিক জীবনে সে কোনও উৎসাহই পাবে না। তাই তার মনোভাব বোঝার চেষ্টা করুন। কথা বলে যদি বোঝেন আপনাদের মত পার্থক্যটা বৃহত্তর ক্ষেত্রেও হচ্ছে, তাহলে বিয়ের সিদ্ধান্তে না এগোনোই ভালো। পরিবারকে জানিয়ে দিন এই বিয়ে হচ্ছে না।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...