মেক-আপ লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হলে, White Eyeliner ব্যবহার করে দেখুন।মেক-আপ-এর এই নতুন সংযোজন আপনার লুক্স-এ কী পরিবর্তন আনবে, আসুন জানা যাক। আই-মেক-আপ কে মুহূর্তের মধ্যে আকর্ষণীয় করে তুলতে পারে আইলাইনার।
আই মেক-আপের বিকল্প আইলাইনার- এর থেকে ভালো কিছু হতে পারে না। ব্ল্যাক থেকে শুরু করে পছন্দমতো সব রঙের আইলাইনার পাওয়া যায় এখন এবং প্রয়োজন অনুযায়ী পছন্দ করে যে-কোনও রং-ই বেছে নেন ফ্যাশন সচেতন মহিলারা। কিন্তু হোয়াইট লাইনার ব্যবহার করতে অনেকেই দ্বিধা করেন কারণ তাদের মনে হয় সাদা রঙের লাইনার সৗন্দর্য বাড়াতে পারবে না বরং লুক নষ্ট করে দেবে। এটা একটা ভ্রান্ত ধারণা কারণ White Eyeliner চোখের সৗন্দর্য বাড়াবার সঙ্গে সঙ্গে আইব্রো বোন, ঠোঁট, নাক ইত্যাদি মুখের ফেসিয়াল কনট্যুরগুলিকেও হাইলাইট করতে সাহায্য করে।
ব্রাইট লুক
চোখ যদি ছোটো হয় তাহলে পেনসিল White eyeliner দিয়ে মেক-আপ শুরু করা উচিত। চোখের নীচের আইলিড-এ হোয়াইট আইলাইনারের সিংগল কোট লাগান। এরপর (এর উপর নয়, এর ঠিক পিছনে) কাজল, ব্ল্যাক বা অন্য রঙের আইলাইনার লাগান। এর ফলে ছোটো চোখ হলেও দেখতে অনেক বড়ো লাগবে।
ভিনটেজ লুক
যদি নিজের আই মেক-আপ কে ভিনটেজ লুক দিতে হয়, তাহলে লিকুইড হোয়াইট আইলাইনারকে প্রায়োরিটি দেওয়াটা যুক্তিসঙ্গত হবে। চোখের পাতায় প্রথমে ব্ল্যাক আইলাইনারের ডবল কোট লাগান। শুকিয়ে গেলে ব্ল্যাক আইলাইনারের গা-ঘেঁষে হোয়াইট আইলাইনারের ডবল কোট লাগান। ব্ল্যাক এবং হোয়াইট আইলাইনারের কম্বিনেশন আপনাকে ভিনটেজ লুক দেবে ।
ক্যাট লুক
ক্যাট আই লুক-এর জন্য চোখের উপর লিকুইড ব্ল্যাক আইলাইনারের ডবল কোট লাগান। আইলাইনার শেষের দিকে টেনে এনে চোখের উপর অংশে নিয়ে যান। এবার নীচের আইলিডের শুধু কর্নারে লিকুইড হোয়াইট আইলাইনার লাগিয়ে সামান্য নীচের দিকে কার্ভ করুন।
ভি-লুক
ভি-লুকের জন্য চোখের কোণে পেনসিল হোয়াইট আইলাইনার দিয়ে ভি-শেপ আঁকুন। তারপর ব্ল্যাক, ব্রাউন যে রং চান সেই রঙের আইলাইনার লাগান। চোখের কোণায় হোয়াইট আইলাইনার যতটা সম্ভব পয়েন্টেড করুন।এতে চোখ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
কুল লুক
কুল লুক যদি পেতে চান তাহলে প্রথমে চোখের উপর পাতায় ব্ল্যাক কালারের লিকুইড আইলাইনার লাগান। এরপর পেনসিল শিমারি হোয়াইট আইলাইনার লাগিয়ে হালকা স্মাজ করুন। এতে মেক-আপে একটা আইসি (বরফের মতো) এফেক্ট আসবে এবং কুল লুক আনতে সফল হবেন।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক
যদি পোশাক হয় ব্ল্যাক ও হোয়াইটের কম্বিনেশন, তাহলে একই রঙের অ্যাক্সেসরিজ-এর সঙ্গে সঙ্গে মেক-আপকেও দিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক। এর জন্য চোখের উপর ব্ল্যাক লিকুইড আইলাইনার ও নীচের পাতায় হোয়াইট আইলাইনার লাগান। আবার উলটো-টাও করতে পারেন। উপরে সাদা রেখে নীচে ব্ল্যাক-ও ব্যবহার করতে পারেন।
ড্রামাটিক লুক
রাতের পার্টিতে গ্ল্যামারাস লুক পেতে হলে চোখের পাতায় ব্ল্যাক বা ব্রাউন কালারের সিংগল কোট আইলাইনার লাগান। এর উপর হোয়াইট আইলাইনার লাগান। এর গা ঘেঁষে ব্লু, গ্রিন বা পার্পল শেডের আইলাইনার লাগিয়ে গ্লিটার আইলাইনার দিয়ে ফিনিশ করুন। সকলের দৃষ্টি আকর্ষণ করতে আপনি সফল হবেন-ই।
হোয়াইট আইলাইনার যেমন ডিফারেন্ট আই লুক দিতে সক্ষম, তেমনি ফেসিয়াল খামতিগুলোও পূরণ করতে পারে অনায়াসে। সুতরাং সৗন্দর্য বিকশিত করতে কীভাবে সাহায্য করতে পারে হোয়াইট আইলাইনার আসুন জানি–
আইশ্যাডোরও কাজ করবে আইলাইনার
পেনসিল হোয়াইট আইলাইনার আপনি আইশ্যাডোর বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারবেন। যদি হোয়াইট আইলাইনার, অ্যাইশ্যাডোর মতো লাগিয়ে তার উপর যে-কোনও রঙের আইশ্যাডো লাগান তাহলে ওই রঙের শেড- টি আরও ডার্ক মনে হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত আইশ্যাডো টিকে থাকবে।
পিওর শেড
যখনই ব্লু, গ্রিন, পার্পল-এর মতো কালারফুল শেড লাগাবার ইচ্ছে হবে, তার আগে লিকুইড হোয়াইট আইলাইনার লাগিয়ে নেবেন। তার উপর ইচ্ছেমতন রং অ্যাপ্লাই করলে, হোয়াইট বেস থাকার ফলে আপনার কালার্ড আইলাইনারের পিওর শেড-টা বুঝতে পারবেন।
হাইড ডার্ক সার্কলস
যদি আপনার চোখের নীচে ডার্ক সার্কলস থাকে এবং সেটা যাতে সকলের দৃষ্টিগোচর না হয় তার জন্য, হোয়াইট পেনসিল আইলাইনার লাগিয়ে সেটা হালকা স্মাজ করে আশেপাশে ছড়িয়ে দিন। আইলাইনার দিয়ে যখন ডার্ক সার্কলস পুরোপুরি ঢেকে যাবে এবং সেট হয়ে যাবে তখন মেক-আপ করা শুরু করুন।
হাইলাইট আইব্রোজ
আইব্রোজ-কে হাইলাইট করতে হলে, আইব্রো বোন-এর উপর পেনসিল হোয়াইট আইলাইনার লাগান এবং ভালো করে সেটি স্মাজ করুন। এর ফলে চোখ এবং আইব্রোজ-এর মধ্যেকার গ্যাপ বাড়বে এবং আইব্রোজ আরও স্পষ্ট এবং আকর্ষণীয় হয়ে উঠবে।
কারেক্ট আইব্রোজ
আইব্রোজ যদি খুব পাতলা হয় অথবা যদি ভুরুর কোনও শেপ না থাকে, তাহলে পেনসিল হোয়াইট আইলাইনার ব্যবহার করে ভুরুকে সঠিক শেপ দিন। ভুরুর ভিতরে ব্ল্যাক বা ব্রাউন শেডের আইশ্যাডো লাগিয়ে আইব্রোজকে পারফেক্ট শেপ ও লুক দিন।
ফুলার লিপ্স
ঠোঁট যদি খুব পাতলা হয় তাহলে পেনসিল হোয়াইট আইলাইনারের ব্যবহার লিপলাইনার হিসেবেও করতে পারেন। হোয়াইট আইলাইনার দিয়ে প্রথমে ঠোঁটকে পারফেক্ট শেপ দিন। এর পর ভিতরের অংশে লিপস্টিক দিয়ে রং ভরে নিন। এতে ফুলার লিপ্স এফেক্ট পাবেন।