মেক-আপ লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হলে, White Eyeliner ব্যবহার করে দেখুন।মেক-আপ-এর এই নতুন সংযোজন আপনার লুক্স-এ কী পরিবর্তন আনবে, আসুন জানা যাক। আই-মেক-আপ কে মুহূর্তের মধ্যে আকর্ষণীয় করে তুলতে পারে আইলাইনার।

আই মেক-আপের বিকল্প আইলাইনার- এর থেকে ভালো কিছু হতে পারে না। ব্ল্যাক থেকে শুরু করে পছন্দমতো সব রঙের আইলাইনার পাওয়া যায় এখন এবং প্রয়োজন অনুযায়ী পছন্দ করে যে-কোনও রং-ই বেছে নেন ফ্যাশন সচেতন মহিলারা। কিন্তু হোয়াইট লাইনার ব্যবহার করতে অনেকেই দ্বিধা করেন কারণ তাদের মনে হয় সাদা রঙের লাইনার সৗন্দর্য বাড়াতে পারবে না বরং লুক নষ্ট করে দেবে। এটা একটা ভ্রান্ত ধারণা কারণ White Eyeliner চোখের সৗন্দর্য বাড়াবার সঙ্গে সঙ্গে আইব্রো বোন, ঠোঁট, নাক ইত্যাদি মুখের ফেসিয়াল কনট্যুরগুলিকেও হাইলাইট করতে সাহায্য করে।

ব্রাইট লুক

চোখ যদি ছোটো হয় তাহলে পেনসিল White eyeliner দিয়ে মেক-আপ শুরু করা উচিত। চোখের নীচের আইলিড-এ হোয়াইট আইলাইনারের সিংগল কোট লাগান। এরপর (এর উপর নয়, এর ঠিক পিছনে) কাজল, ব্ল্যাক বা অন্য রঙের আইলাইনার লাগান। এর ফলে ছোটো চোখ হলেও দেখতে অনেক বড়ো লাগবে।

ভিনটেজ লুক

যদি নিজের আই মেক-আপ কে ভিনটেজ লুক দিতে হয়, তাহলে লিকুইড হোয়াইট আইলাইনারকে প্রায়োরিটি দেওয়াটা যুক্তিসঙ্গত হবে। চোখের পাতায় প্রথমে ব্ল্যাক আইলাইনারের ডবল কোট লাগান। শুকিয়ে গেলে ব্ল্যাক আইলাইনারের গা-ঘেঁষে হোয়াইট আইলাইনারের ডবল কোট লাগান। ব্ল্যাক এবং হোয়াইট আইলাইনারের কম্বিনেশন আপনাকে ভিনটেজ লুক দেবে ।

ক্যাট লুক

ক্যাট আই লুক-এর জন্য চোখের উপর লিকুইড ব্ল্যাক আইলাইনারের ডবল কোট লাগান। আইলাইনার শেষের দিকে টেনে এনে চোখের উপর অংশে নিয়ে যান। এবার নীচের আইলিডের শুধু কর্নারে লিকুইড হোয়াইট আইলাইনার লাগিয়ে সামান্য নীচের দিকে কার্ভ করুন।

ভি-লুক

ভি-লুকের জন্য চোখের কোণে পেনসিল হোয়াইট আইলাইনার দিয়ে ভি-শেপ আঁকুন। তারপর ব্ল্যাক, ব্রাউন যে রং চান সেই রঙের আইলাইনার লাগান। চোখের কোণায় হোয়াইট আইলাইনার যতটা সম্ভব পয়েন্টেড করুন।এতে  চোখ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...