আজকাল সকলের হাতেই সময় কম। যুগটা গতির। এই গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমরা নির্ভর করে ফেলছি ফাস্ট ফুড আর ইন্সট্যান্ট মেক-আপ-এর উপর। সহজে, চটজলদি গ্ল্যামারাস হওয়ার সুপ্ত বাসনা কার না থাকে। কিন্তু এর জন্য আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতিগুলো। এখানে দেওয়া হল কিছু সহজ Quick Make-up Tips  যা নিমেষে আপনাকে পার্টির জন্য প্রস্তুত হয়ে উঠতে সাহায্য করবে।

ফাউন্ডেশন - ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন। মনে রাখবেন মেক-আপ-এর বেস ঠিক থাকলে অর্ধেক সাফল্য পেয়ে গেলেন। মেক-আপ যত ন্যাচারাল দেখাবে, ততই পারফেক্ট লাগবে আপনাকেও। কেক, লিকুইড আর পাউডার, তিন রকমের ফাউন্ডেশন বাজারে মেলে।বিয়েবাড়ির পার্টিতে যাওয়ার আগে হয় হাইড্রেটিং বা স্টেন ফিনিশ লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন।

পাউডার টাচ - ক্রিম আইশ্যাডো আর ক্রিম ব্লাশ অন লাগানোর ফলে কিছুক্ষণ পর থেকেই আপনার স্কিন টোন প্যাচি লাগতে পারে। মুখে বলিরেখা থাকলে সেটাও প্রকট হবে। তাই চটজলদি মেক-আপ করতে হলে লাইট পাউডার আইশ্যাডো আর পাউডার ব্লাশ অন ব্যবহার করুন।

আই পেন্সিল -কম বয়সি মহিলারা লাইনার লাগাতে চান না। তাই এর ভালো বিকল্প হতে পারে কালারফুল পেন্সিল। ব্লু ও গ্রিন এই দুটো বেসিক কালারের সঙ্গে ব্রাউন পেন্সিলও কিনে রাখুন।

লিপ কালার - ঠোঁটে ইনস্ট্যান্ট গ্লো আনতে ন্যাচারাল ক্রেয়নের বদলে ভাইব্র্যান্ট রেড বা চেরি কালার লিপস্টিক লাগান। পার্টি লুক-এ রেড খুব হট লাগে।

পিয়োর ব্রাউন শেড্‌ - আপনি ব্রাউনের ভক্ত হলেও প্লিজ পার্টিতে ম্যাটি ব্রাউন আই শ্যাডো লাগাবেন না। এই রঙে হলদে ও লালের কিছু পরিমাণ থাকে, যা ব্রাউন আইশ্যাডো লাগানোর পরে আপনার চোখের ক্লান্ত ভাব প্রকট করে। এর বদলে পিয়োর ব্রাউন লাগান, বা খয়েরি। এতে ন্যাচারাল লাগবে।

পরিশেষে বলি, রেগুলার হেয়ারস্টাইল থেকে বেরিয়ে, নতুন কিছু ট্রাই করুন। সিঁথি বদলে কোনও স্টাইল করুন বা খোলা চুলে লাগান স্টাইলিশ অ্যাক্সেসরি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...