বিক্রম শেঠের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে মীরা নায়ারের টিভি সিরিজ ‘আ স্যুটেবল বয়’। বিবিসি-তে সম্প্রচারিত হওয়ার পর গত ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় এই সিরিজ। ছয় এপিসোডের এই সিরিজ একটা ফেনে আসা সময়ের গল্পকে ঘিরে তৈরি৷ সদ্য স্বাধীন ভারতে, ১৯৫১ সালের পটভূমিকায় তৈরি। তেরোশো পৃষ্ঠার এই উপন্যাসে দেশভাগ পরবর্তী সময়ের ভারতবর্ষকে রাজনৈতিক, সামাজিক এবং সাস্কৃতিক নানা দিক দিয়ে বিশ্লেষণের চেষ্টা রয়েছে। কয়েকটি পরিবারের কাহিনি উঠে এসেছে এই সিরিজে, যাঁরা নিজেদের বিবাহযোগ্য কন্যার জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছেন। গল্পে এক সাহিত্যের ছাত্রী লতার জীবনের গল্প উঠে এসেছে। যেখানে লতা তাঁর পরিবারের প্রতি কর্তব্য ও রোম্যান্সের প্রতিশ্রুতি পালন, দুইয়ের মধ্যে দোলাচলে পড়ে যায় দেখা যায়, তিন যুবক লতার মন জিতে নেওয়ার চেষ্টা করে। যদিও লতার মা চায়, সে তাঁর স্বামীকেই বেছে নিক।

এবার সেই ওয়েব সিরিজকে ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়৷ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা গিয়েছে মন্দির চত্ত্বরে এক হিন্দু যুবতীকে চুম্বন করছে এক মুসলিম যুবক। এই দৃশ্যটি শ্রীরামের আরতির সময় দেখানো হয়েছে। আর এতেই চটেছেন নেটিজেনদের একাংশ। নেটফ্লিক্সের দুই এগজিকিউটিভের বিরুদ্ধে সোমবার মধ্যপ্রদেশ এফআইআর দায়ের করা হয়েছে।

এই বিষয় নিয়ে পুলিশকে যথাযথ তদন্তের নির্দেষ দিয়েছিলেন মধ্যপ্রদশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রা। রেওয়া পুলিশ সুপার রাকেশ কুমার সিং জানিয়েছেন, এফআইআর-এর ভিত্তিতে তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে। তাঁর একটি ভিডিয়ো বার্তায় মন্ত্রী নরোত্তম মিশ্রা জানান, ‘আমি অভিযোগের ভিত্তিতে আধিকারিকদের নেটফ্লিক্সের আ সুইটেবল সিরিজের নির্দিষ্ট এপিসোডের দৃশ্যগুলি খতিয়ে দেখতে বলেছিলাম। জানতে চেয়েছিলাম সেগুলি মন্দিরে শ্যুট হয়েছে কিনা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সেগুলি একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত দিচ্ছে’। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারায় মামলা রুজু হয়েছে মনিকা শেরগিল এবং অম্বিকা খুরানার বিরুদ্ধে। ইচ্ছাকৃত ভাবে একটি ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত হানা এবং ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এদিকে দীর্ঘদিন না হলেও, কিছুদিন যাবৎ‌ই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাবু, ইশান খট্টর অভিনীত এই সিরিজ৷

নেটফ্লিক্সের কনটেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল ও সংস্থার পাবলিক পলিসি ডিরেক্টর অম্বিকা খুরানার নামে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের তরফে। ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক গৌরব তিওয়ারির অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এমনকী ওই আপত্তিকর দৃশ্য সরিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে নেটফ্লিক্স ও সিরিজটির নির্মাতাদের। ওই সিরিজের এই আপত্তিকর দৃশ্যের কারণে, লাভ জিহাদকে ইন্ধন জোগানো হচ্ছে বলে দাবি করেছেন গৌরব।এক টুইট বার্তায় এফআইআর দায়ের করার খবর জানিয়ে তিনি লেখেন- নেটফ্লিক্স ইন্ডিয়া নিজেদের অনুষ্ঠান (সিরিজ) আ স্যুটেবল বয়ের একটি এপিসোডে তিন তিনবার মন্দির প্রাঙ্গনে চুম্বনের দৃশ্য প্রদর্শন করেছে। প্রেক্ষাপট অনুসারে মুসলিম যুবক, এক হিন্দু মহিলাকে ভালোবাসে…তবে সব চুম্বনের দৃশ্য মন্দিরেই কেন শ্যুট করা হয়েছে? প্রশ্ন তাঁর!

নেটদুনিয়ায় #BoycottNetflix ট্রেন্ড যেভাবে সাড়া ফেলেছে, তাতে জল এবার কোথায় গড়ায়, সেটাই এখন দেখার৷

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...