অসহায় পথ-শিশুদের সাহায্যার্থে এবং মানুষের মন ভালো রাখার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে ‘আকাদেমি থিয়েটার’। এই সংস্থা আগামী ১২ ডিসেম্বর ২০২০-র রাত ৯টা থেকে ভার্চুয়ালি নিবেদন করতে চলেছে ‘আলোয় ফেরার গান’। সহযোগিতায় রয়েছে ‘ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক আকাদেমি’। শুধু বাংলার নয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড প্রভৃতি দেশের শিল্পীরা ভার্চুয়ালি পরিবেশন করবেন বহুধারার গান, নাটক এবং কবিতা। স্প্যানিস ভাষায় রবীন্দ্র-রচনাও পরিবেশিত হবে। তবে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই ভার্চুয়াল অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা। আর এই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ পথ-শিশুদের কল্যানে ব্যয় করা হবে বলেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

অনুষ্ঠানে অংশ নেবেন সুস্মিত বসু, তনুশ্রী গুহ, মধুশ্রী মিত্র ঘোষ, কাঞ্চণা মৈত্র, অভিরূপ সেনগুপ্ত, রেশমি মিত্র, রিচা শর্মা, রেশমি বাগচি, মালবিকা ভট্টাচার্য, মনিজা রহমান, শৌভিক দত্ত, সুজয়া রায়, শাশ্বত সান্যাল, মহুয়া সাহা, মহাশ্বেতা মুখোপাধ্যায়, সোমা বসু, ফায়সাল কাদের, অরুন্ধতী সান্যাল, শ্রাবণী আলো নন্দী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্মাণে আছেন দেবজিত এবং ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

——

আরো গল্প পড়তে ক্লিক করুন...